1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছর ‘বিকল্প নোবেল' পেলেন যাঁরা

২৬ সেপ্টেম্বর ২০১৭

বিকল্প নোবেল পুরস্কারখ্যাত ‘রাইট লাইভলিহুড' পুরস্কার ২০১৭ জিতেছেন চারজন৷ তাঁরা হলেন ভারতের অ্যাটর্নি কলিন গনসালভেস, আজারবাইজানের খাদিজা ইসমাইলোভা, ইথিওপিয়ার ইয়েতনেবার্শ নিগুসি এবং মার্কিন অ্যাটর্নি রবার্ট এ বিলট৷

Gewinner des Right Livelihood-Awards
ছবি: Right Livelihood-Award

ভারতের অ্যাটর্নি কলিন গনসালভেস:

‘হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক' এইচআরএলএন-এর প্রতিষ্ঠাতা কলিন গনসালভেস৷ ভারতে এই নেটওয়ার্কের ২৮টি অফিস রয়েছে৷ এই প্রতিষ্ঠানের ২০০টি শক্তিশালী গ্রুপ গত ৩০ বছর ধরে ভারতের ক্ষতিগ্রস্ত, দলিত এবং ধর্মীয় ও আদিবাসী সংখ্যালঘু মানুষদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে৷

শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, প্রজননের অধিকার এবং লিঙ্গ পরিচয়ের অধিকারের পাশাপাশি শিশু অধিকার এবং শিশু পাচার ও শিশু শ্রম রোধেও কাজ করে যাচ্ছে৷ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, ‘‘ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা আইআইটি থেকে স্নাতক গনসালভেস ১৯৮৩ সালে আইন পাস করে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন৷ ২০০১ সালে সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে স্কুলগামী শিশুদের বিনামূল্যে খাবার চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি৷''

আজারবাইজানের খাদিজা ইসমাইলোভা:

খাদিজা ইসমাইলোভা, আজারবাইজানের প্রথম সারির অনুসন্ধানী প্রতিবেদক৷ প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ-এর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তাঁর অনুসন্ধানী প্রতিবেদন রীতিমতো তাঁকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল৷

২০১৫ সালে ঐ প্রতিবেদন প্রকাশের পর পরই ৪১ বছর বয়সি খাদিজা অবৈধ ব্যবসা পরিচালনা, কর ফাঁকি এবং ক্ষমতার অপব্যবহারের মামলায় জেলে যান৷ ১৮ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি এবং যথারীতি নানা অনুসন্ধান নিয়ে লিখে যাচ্ছেন নীর্ভিক এই কলম সৈনিক৷

ইথিওপিয়ার ইয়েতনেবার্শ নিগুসি:

ইথিওপিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী ইয়েতনেবার্শ নিগুসি'র চোখের আলো নিভে যায় মাত্র ৫ বছর বয়সে৷ কিন্তু তাঁর মনের আলো সবসময় সপ্রতিভ ছিল৷ আর সেই আলোতেই তিনি চালিয়ে গেছেন মানবাধিকার প্রচারণা৷ ইথিওপিয়ার প্রতিবন্ধী মানুষের অধিকারের জন্য লড়ে যাচ্ছেন তিনি৷

ইথিওপিয়া থেকে শুরু হলেও তাঁর এই লড়াই তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বের আরো অনেক দেশে৷ ৩৫ বছর বয়সি এই নারী ইথিওপিয়ার প্রথম তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী আইন শিক্ষার্থীর একজন৷ আদ্দিস আবাবা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেছেন তিনি৷ ইথিওপিয়ার সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি৷ এছাড়া বর্তমানে আন্তর্জাতিক সংস্থা লাইট ফর দ্য ওয়ার্ল্ড-এর হয়ে কাজ করছেন৷ এই সংস্থাটি বিশ্বে প্রতিবন্ধীদের জন্য কাজ করে৷

মার্কিন অ্যাটর্নি রবার্ট এ বিলট:

৫২ বছর বয়সি মার্কিন অ্যাটর্নি রবার্ট এ বিলট গত তিন দশক ধরে পরিবেশ আইন নিয়ে কাজ করে যাচ্ছেন৷ দূষণ সৃষ্টি করে এমন রাসায়নিক, আর্বজনা নিষিদ্ধ করার ক্ষেত্রে বিভিন্ন মামলা পরিচালনা করছেন তিনি দীর্ঘ সময় ধরে৷

এর মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচিত একটি মামলা হলো, পশ্চিম ভার্জিনিয়ার পানীয় জলে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি সংক্রান্ত৷ রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, ‘‘বিলটের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরিবেশ রক্ষায় ও এ বিষয়ে সচেতনতা তৈরি করতে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন৷''

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ