1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ যুগের গবেষকদেরও মুগ্ধ করা মায়া কোডেক্স

১৯ নভেম্বর ২০২৪

আকাশ আমাদের যুগ যুগ ধরে মুগ্ধ করে আসছে৷ এমনকি মধ্য আমেরিকার মায়া সভ্যতাও উপরের দিকে তাকিয়ে মহাকাশীয় ঘটনাবলী বোঝার চেষ্টা করেছে৷ তারা এক রহস্যময় নথিতে তাদের আহরিত জ্ঞান রেখে গেছে৷ সেই নথি আমাদের কী জানাচ্ছে?

মায়ান জ্যোতির্বিজ্ঞানীরা এই রহস্যময় নথি তাদের অনন্য সম্পদ হিসেবে রেখে গেছেন৷
ড্রেসডেন কোডেক্স ক্যালেন্ডার দেখাচ্ছে কীভাবে বিজ্ঞান এবং ধর্ম হাতে হাত রেখে এগিয়েছিলছবি: Matthias Hiekel/picture alliance / dpa

সেই প্রাচীনকাল থেকেই রাতের আকাশ মানবজাতিকে মুগ্ধ করে রেখেছে৷ এমনকি আজও আমরা আকাশ পানে চেয়ে থাকি পৃথিবীর অতীত এবং ভবিষ্যত বুঝতে৷

প্রযুক্তিগত উৎকর্ষ আমরা যা দেখি তা বুঝতে আমাদের সহায়তা করছে৷ আকাশ তাই এখন আর অজানা জগত নয়৷ এবং এখনো আমরা প্রাচীন সভ্যতার আবিষ্কার দিয়ে প্রভাবিত৷ যেমন মধ্য আমেরিকার মায়া৷  

মায়ান জ্যোতির্বিজ্ঞানীরা এই রহস্যময় নথি তাদের অনন্য সম্পদ হিসেবে রেখে গেছেন৷ বর্তমানে এটি আমাদের কী জানাচ্ছে?

এই পরিশীলিত হায়রোগ্লিফিকস মায়ার সঞ্চিত জ্ঞান বহন করছে৷ পরবর্তী সূর্যগ্রহণ কখন হবে? শুক্রগ্রহ কখন আবার শুকতারার রূপে দেখা দেবে? 

বিশ্বের বিশেষজ্ঞরা এখনো মায়ার সূক্ষ্ম গণনা সমীহ করে চলেন৷

হুলিয়েটা বলেন, ‘‘এটা বিস্ময়কর যে, তারা কয়েক হাজার বছর আগে এরকম হিসেব তৈরি করতে পেরেছিলেন৷''

অ্যান্টনি বলেন, ‘‘তারা পৃথিবীতে এটা কীভাবে করেছিলেন? তাদের যদি কম্পিউটার এবং টেলিস্কোপ না থেকে থাকে, তাহলে তারা এটা কীভাবে করেছেন?''

আন্তিয়ে মনে করেন, ‘‘তাদের দিনে, মানে ১৪৯২ এর আগ অবধি, মায়া গণিত এবং জ্যোতির্বিদ্যায় ইউরোপীয়দের তুলনায় এগিয়ে ছিল৷''

এই নথি ইউরোপে উপনিবেশবাদীরা লুট করে এনেছিল, নাকি উপহার হিসেবে পাঠানো হয়েছিল তা আজও অজানা৷ তবে এটি এখনো গবেষণার বিষয়৷ নথিটি রয়েছে জার্মানির ড্রেসডেনে৷

স্যাক্সনি স্টেট অ্যান্ড ইউনিভার্সিটি লাইব্রেরিতে নথিটি রাখা হয়েছে৷ এটি আমাদের জানা মতে, পৃথিবীতে থাকা চারটি মায়ান কোডিসিসের একটি৷ 

কার্লোস পাজন গাজলের মতো গবেষকরা ‘ড্রেসডেন কোডেক্স' নামের নথিটি বুঝতে আমাদের সহায়তা করেছেন৷ এই পাঠোদ্ধারের মাধ্যমে মায়ান সংস্কৃতি সম্পর্কে আমাদের ধারনা বদলে গেছে৷

কার্লোস বলেন, ‘‘ড্রেসডেন কোডেক্স মায়ান পুরাণ, ধর্ম, জ্যোতির্বিদ্যা এবং হায়রোগ্লিফিকস সম্পর্কে আমাদেরকে আরো সমৃদ্ধ করেছে৷''

দুই পাশেই লেখা ৩৯ পাতার নথি ড্রেসডেন কোডেক্স৷ সাড়ে তিন মিটার লম্বা নথিটি ধর্মীয় আচারের ‘পকেট বুক' ছিল৷ 

কার্লোস বলেন, ‘‘আমরা ধারণা করছি, একলিপ্সের টেবিলগুলো সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে আগাম ধারণা দিত৷ মানুষ এসব নিয়ে ভীত ছিল৷''

অ্যান্টনির মতে, ‘‘এটা সত্যিই ধর্ম সম্পর্কিত৷ সৃষ্টিকর্তাদের কাছে কিছু চাওয়ার উপযুক্ত সময় জানা যেতো৷ সম্ভবত রোগ নিরাময়ের সঙ্গেও সম্পর্কিত ছিল৷ নিরাপদ সন্তান জন্মদান৷ ভালো শস্য৷'' 

বিজ্ঞান আর ধর্ম যখন একসঙ্গে চলতো

04:37

This browser does not support the video element.

কোনোকিছু করার জন্য উপযুক্ত সময় হিসেব করতে চাইতো মায়া৷ তার কোনো একটি ঘটনার সম্ভাব্য তারিখ আগাম ধারণা করতে পারতেন৷

আন্তিয়ে বলেন, ‘‘তাদের সবচেয়ে বড় সুবিধা যেটা ছিল, তা হচ্ছে, তারা একটি শূন্যর গুরুত্ব বুঝতে পেরেছিলেন... কারণ, শূন্যটি আমরা এই সংকেতে সুন্দরভাবে দেখতে পাচ্ছি৷ কোডেক্সে কালো সংখ্যাগুলোর মাঝখানে লাল আমাদের লম্বা সময় গণনায় সক্ষম করেছে৷'' 

খুব লম্বা সময় - এমনকি আমাদের আধুনিক দিন অবধি৷ যেমন: ২০২৪ সালের এপ্রিলের পূর্ণ সূর্যগ্রহণের ব্যাপারটিও ড্রেসডেন কোডেক্স দেখে বোঝা সম্ভব

অ্যান্টনি বলেন, ‘‘তারা অবশ্য কোথা থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে বা গ্রহণের জ্যামিতি নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না৷''

হুলিয়েটা মনে করেন, ‘‘মেসোআমেরিকান সংস্কৃতির কোনো বৈজ্ঞানিক লক্ষ্য ছিল না৷ নির্ভরযোগ্য ক্যালেন্ডার পেতে আকাশ পর্যবেক্ষণ করতেন তারা৷''

ড্রেসডেন কোডেক্স ক্যালেন্ডার দেখাচ্ছে কীভাবে বিজ্ঞান এবং ধর্ম হাতে হাত রেখে এগিয়েছিল, যা এখন আর তেমন একটা দেখা যায় না৷ তবে আশেপাশে কী ঘটছে, তা বোঝার আগ্রহ আমাদের মতো আগেও ছিল৷

প্রতিবেদন: আনা সাকো/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ