1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংঘাত

১৮ ডিসেম্বর ২০১২

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দিন প্রায় শেষ – এ অনুমান মিথ্যে হবার সম্ভাবনা ক্রমশ কমছে৷ কিন্তু ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-শারা মনে করেন, চলমান যুদ্ধে আসলে কেউই জিতবে না৷

ছবি: AP

২০১১ সালের মার্চ থেকে যুদ্ধ চলছে সিরিয়ায়৷ ২১ মাস পর পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিদ্রোহীদের জয় প্রায় সুনিশ্চিত৷ এ অবস্থায় বিরোধী দলগুলোর জোট এসএনসি-কে স্বীকৃতি দিয়ে দিয়েছে রাশিয়া আর চীন ছাড়া উল্লেখযোগ্য প্রায় সব দেশ৷ সেদিক থেকে বলা যায়, আসাদ সরকারের পতনের পরের পরিস্থিতি সামলানোর প্রস্তুতিও কিছুটা শেষ৷ কিন্তু যুদ্ধে হেরে যাওয়ায় বাশার আল-আসাদের বিদায় এবং জেতার সুবাদে বিরোধীদের ক্ষমতায় আরোহন মানেই কি সিরিয়ার জনগণের স্বপ্নপূরণ? সেটাই কি জনগণের আকাঙ্খা? প্রকৃত জয়? সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-শারা তা একেবারেই মনে করেন না৷

আসাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট হলেও সিরিয়ায় ফারুক আল-শারা বলতে গেলে যুদ্ধ শুরুর পর থেকেই নিষ্ক্রিয়৷ আসাদের অনুগত বাহিনী লড়ছে মূলত সুন্নি বিদ্রোহীদের বিপক্ষে আর ফারুক আল-শারাও সুন্নি – নিষ্ক্রিয় হয়ে পড়ার এটা একটা কারণ হলেও একমাত্র কারণ, তা নয়৷ সেরকম হলে বিদ্রোহীদের জন্য অনুকূল পরিস্থিতিতে হয়ত তাদের পক্ষেই কথা বলতেন৷ কিন্তু শারা তা বলছেন না৷ শুরু থেকেই তাঁর অবস্থান যুদ্ধের বিপক্ষে৷ বলা হয়ে থাকে, ২১ মাস আগে আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার কথা বলেই প্রেসিডেন্ট আসাদের বিরাগভাজন হয়েছিলেন সিরিয়ার এই প্রবীন রাজনীতিবিদ৷ ৭৪ বছর বয়সি শারা এখনো যুদ্ধের বিপক্ষে৷

সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-শারাছবি: picture-alliance/dpa

যুদ্ধে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪০ হাজার মানুষ৷ গৃহহারা হয়েছে কয়েক লক্ষ৷ সোমবারও রুটি কেনার জন্য শত শত মানুষ দোকানের সামনে লাইন দিয়েছে ভোর হবার অনেক আগে৷ বিদ্যুতহীন অন্ধকার এলাকার সীমা বিস্তার চলছে তো চলছেই৷ ফারুক আল-শারা মনে করেন এরপর বিদ্রোহীরা জিতলেও সে জয়কে প্রকৃত জয় ভাবা হবে ভুল৷ সিরিয়ার আল-আখবার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আসল জয় আসতে পারে শুধু আলোচনার মাধ্যমে৷ বিদ্রোহীদের দখলে চলে যাওয়া প্রেসিডেন্ট আসাদপন্থী বলে পরিচিত এই পত্রিকাকে তিনি বলেন, ‘‘ঐতিহাসিক একটা সমঝোতা হওয়া দরকার৷ কিন্তু যত দিন যাচ্ছে সমঝোতার সম্ভাবনা ততই দূরে সরে যাচ্ছে৷ আমাদের এখন সিরিয়ার অস্তিত্ব রক্ষা করা যায় এমন একটা অবস্থান নেয়া উচিত৷ আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য যুদ্ধে লিপ্ত হইনি৷'' শারার পরের কথাটাই আসাদ এবং বিদ্রোহীদের বিরুদ্ধে, দু'পক্ষের কেউই যুদ্ধ জিতে জনগণের প্রাপ্য পুরোপুরি দিতে পারবেন না – এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘‘ফলাফল যা-ই হোক দেশ কিন্তু নতুন করে অরাজকতা এবং সংঘাতের দিকেই যাবে৷''

সিরিয়ার ভাইস প্রেসিডেন্টের শেষ কথা, ‘‘একটা পরিবর্তন দরকার – এটা আমরা অনেকেই বুঝি৷ কিন্তু যুদ্ধে লিপ্ত বা শান্তিকামী কোনো বিরোধী দলই তাদের বিদেশি বন্ধুদের সমর্থন নিয়ে নিজেদের সিরিয়ার জনগণের বৈধ প্রতিনিধি দাবি করতে পারেননা৷ অন্যদিকে, দু'বছরের সঙ্কটের পর বর্তমান নেতৃত্বও নতুন অংশীদারের সহায়তা ছাড়া কোনো পরিবর্তন আনতে পারবে না৷''

অথচ বিদ্রোহীদের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং আসাদ সরকারের পতনের পূর্বলক্ষণ দেখে সন্তোষ প্রকাশ চলছেই৷ সোমবার প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াসও খুশি হয়েই বলেছেন, ‘‘আমি মনে করি বাশার আল-আসাদের দিন প্রায় শেষ৷''

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ