1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পপ রাজকুমারী’

মারুফ আহমদ৬ ডিসেম্বর ২০১২

সমকালীন পপ সংগীত জগতের অন্যতম জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্স৷ অল্প বয়স থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী এই সংগীত তারকা পেয়েছেন আকাশচুম্বী সাফল্য ও স্বীকৃতি৷

ছবি: AP

১৯৯৯ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘বেবি ওয়ান মোর টাইম' ব্রিটনি স্পিয়ার্সকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ অ্যালবামের এই গানটি ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় ৪০টি দেশে হিট গানের তালিকায় প্রথম স্থান অধিকার করে৷

‘বেবি ওয়ান মোর টাইম' অ্যালবামের পর থেকেই তাঁর সংগীত জীবনে আসে বাধ ভাঙা সাফল্য৷ তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘আই ডিড ইট এগেন' পায় প্রায় সমান খ্যাতি৷ এই দুটি অ্যালবামের মধ্য দিয়ে ব্রিটনি সংগীত জগতে হয়ে ওঠেন এক ‘পপ আইকন'৷

ব্রিটনি জিন স্পিয়ার্স-এর জন্ম ১৯৮১ সালের ২রা ডিসেম্বর, অ্যামেরিকার মিসিসিপি রাজ্যের ম্যাককম্ব শহরে৷ তিন বছর বয়স থেকেই নৃত্য ও সংগীতে তলিম নেন তিনি৷ ১০ বছর বয়সে প্রতিভা প্রতিযোগিতা ‘স্টার সার্চ'- এ অংশগ্রহণ করেন তিনি৷ ১১ বছর বয়সে বিখ্যাত টেলিভিশন ডিজনি চ্যানেলে তিনি শিশু অনুষ্ঠান ‘মিকি মাউস ক্লাব'-এর উপস্থাপিকারও সুযোগ পান৷

Week 49/12 LS 4 Music: Britney Spears - MP3-Mono

This browser does not support the audio element.

১৯৯৭ সালে ব্রিটনি যোগ দেন মহিলা সংগীত গোষ্ঠী ‘ইনোসেন্স'-এ৷ তার পরের বছর তিনি চুক্তিবদ্ধ হন জিভ রেকর্ড কোম্পানির সঙ্গে৷ এরপর ১৯৯৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে বের হয় তাঁর প্রথম অসাধারণ সফল অ্যালবাম৷ এ অবধি এই অ্যালবাম বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দু'কোটি ৮০ লক্ষ৷ বেস্ট সেলার তরুণ মহিলা শিল্পী হিসেবে সংগীত জগতে এক নতুন রেকর্ড স্থাপন করেন ব্রিটনি স্পিয়ার্স৷

বেশ কিছু ছায়াছবিতেও অভিনয় করেছেন ব্রিটনি৷ গীতিকার, সুরকার ও প্রযোজিকা হিসেবেও ব্রিটনি পেয়েছেন স্বীকৃতি৷ এ যাবৎ ৭টি অ্যালবাম বেরিয়েছে তাঁর৷ যার ১০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী৷ ‘হলিউড ওয়াক অফ ফেম'-এ তাঁর নামের তারকা রয়েছে৷ গ্র্যামি, এমি, একো এবং ওয়ার্ল্ড মিউজিক ছাড়াও আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ‘পপ রাজকুমারী' ব্রিটনি স্পিয়ার্স৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ