1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: পিটার হাসকে ফখরুল

৭ জুন ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে তার দল কোনো নির্বাচনে অংশ নেবে না৷

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)ছবি: DW

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তিনি এ কথা বলেন৷

মির্জা ফখরুল ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে জানান, রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে যান এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করেন৷ সেসময় তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন  এবং নতুন মার্কিন ভিসানীতি নিয়ে আলোচনা করেন৷  

তিনি বলেন, 'আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট এবং বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে৷'

বিএনপি মহাসচিব বলেন, 'তিনি পিটার হাসকে জানান যে, নতুন মার্কিন ভিসানীতি  বাংলাদেশের জন্য লজ্জাজনক৷ সরকার ও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে এমনটি হয়েছে৷'

তবে দেশের মানুষ একে স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ