1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষণে ন্যানো প্রযুক্তি

১৩ জুন ২০১৮

প্রাচীন ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষণ ও পুনরুদ্ধার একটা বড় চ্যালেঞ্জ৷ এক ইউরোপীয় প্রকল্পের আওতায় ইটালিতে বিজ্ঞানীরা ন্যানো প্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত ফ্রেস্কো থেকে শুরু করে অনেক শিল্পকর্ম পুনরুদ্ধার করছেন৷

Italien, römische Fresken in der Villa der Mysterien, Pompeji die antike römische Stadt in der Nähe von Neapel, Kampanien
ছবি: picture-alliance

সময়ের সঙ্গে সঙ্গে সিলিং-এর ফ্রেস্কোর মানের অবনতি ঘটতে থাকে৷ কারণ যে প্লাস্টারের উপর আঁকা হয়েছে, সেটি ভঙ্গুর হয়ে ঝরে পড়ে৷ বিজ্ঞানীরা হাই-টেক উপকরণের মাধ্যমে সেই প্রবণতা রোখার চেষ্টা করছেন৷ রেস্টোরার হিসেবে ফাব্রিচো বান্ডিনি বলেন, ‘‘বয়সের কারণে এই ফ্রেস্কোর মারাত্মক ক্ষতি হয়েছে৷ তাছাড়া সেটিকে দেওয়াল থেকে সরিয়ে ফেলা হয়েছে৷ রংয়ের পাতলা স্তর অবশিষ্ট রয়েছে, প্রায় মলিন হয়ে গেছে৷ কিন্তু আমাদের ‘ন্যানো ক্যালশিয়াম'-এর মাধ্যমে পরিস্থিতি সামলে ছবির সবচেয়ে নাজুক অংশকে বাঁচাতে পারছি৷''

এক ইউরোপীয় গবেষণা প্রকল্পের আওতায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একযোগে কাজ করছেন৷ ক্যালশিয়াম হাইড্রক্সাইড নামের এক কম্পাউন্ডের ন্যানো কণা শিল্পকর্মের মধ্যে ঢুকে তার রাসায়নিক কাঠামো আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে৷ সেই প্রকল্পে এই পদ্ধতির যথাযথ প্রয়োগ নিয়ে পরীক্ষা চলছে৷ ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের পিয়েরো বালিওনি বলেন, ‘‘শিল্পী যে উপকরণ ব্যবহার করেছেন, আমরা ছবির মধ্যে তা হুবহু পুনরুদ্ধার করি৷''

ন্যানো কণার মাপে তারতম্য ঘটিয়ে বিজ্ঞানীরা দ্রবণেররাসায়নিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেন৷ শিল্পকর্ম অনুযায়ী তা স্থির করা হয়৷ ন্যানো প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বস্তু পরিষ্কারও করা সম্ভব৷ এমনকি ভঙ্গুর জল রংও পরিশোধন করা যায়৷ যেমন একটি জেল ব্যবহার করে ছবির ক্ষতি না করে ধুলা দূর করা যায়৷ পিয়েরো বলেন, ‘‘এই জেলের মধ্যে সামান্য পানি রয়েছে৷ পানি ছবির কতটা ভেতরে ঢুকবে, জেলের রাসায়নিক বৈশিষ্ট্য ও ছিদ্র নিয়ন্ত্রণ করে আমরা তা স্থির করতে পারি৷ ১০০, ২০০ অথবা আরও গভীর মাইক্রন স্থির করা যায়৷''

রেস্টোরেশন বাশিল্পকর্ম পুনরুদ্ধারের ওয়ার্কশপেএই জেল অত্যন্ত নাজুক শিল্পকর্মে প্রয়োগ করা হয়৷ যেমন বাইজেন্টাইন আমলে ত্রয়োদশ শতাব্দীর সোনার কাজ করা এক কাপড়৷ টেক্সটাইল রেস্টোরার সুসানা কন্টি বলেন, ‘‘এমন কাজের এটাই ভবিষ্যৎ বলে আমি মনে করি৷ কোনো শিল্পকর্মের জন্য এটা অনেক কম ক্ষতিকর৷''

বিজ্ঞানীদের আশা, ন্যানো উপকরণ রেস্টোরারদের হাতে কম মূল্যের শক্তিশালী সরঞ্জাম তুলে দেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ