1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রিট আর্ট

আনা ফাইস্ট/এসবি৩০ জুলাই ২০১৫

শিল্প শুধু আর্ট গ্যালারিতে সীমাবদ্ধ না রেখে রাজপথে নামিয়ে আনছেন স্ট্রিট আর্টিস্টরা৷ পোল্যান্ডের এক শিল্পী দেশীয় ঐতিহ্য তুলে ধরছেন আধুনিক এই শিল্পরীতির মধ্যে৷

UrbanArt Biennale 2015 in der Völklinger Hütte
ছবি: picture-alliance/dpa/Dietze

পুরানো ডিজাইন, যা শহরকে আরও সুন্দর করে তুলবে – এটাই স্ট্রিট আর্ট শিল্পী নেস্পুন-এর আইডিয়া৷ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের অনেক রাস্তায় তাঁর কাজ শোভা পাচ্ছে৷ সেগুলি দেখে স্থানীয় মানুষ বেশ খুশি৷ একজন বললেন, ‘‘দেখলে মনে হয় ক্রিস্টমাস ডিজাইনের টেবিল কভার৷ খুব সুন্দর৷'' আরেকজনের ভাষায়, ‘‘বেশ মজার৷ দেখলে ছোট টেবিল কভারের কথা মনে আসে৷''

বছর ছয়েক আগে পর্যন্ত এই শিল্পী এক নাগরিক আন্দোলনের হয়ে কাজ করেছেন৷ তারপর তিনি বর্তমান কাজের ধারা শুরু করে নিজের নাম বদলে নেস্পুন রাখেন৷ নতুন উপকরণ দিয়ে কাজও শুরু করেন৷ নেস্পুন বলেন, ‘‘লেস আমার খুব ভালো লাগে, কারণ সব সংস্কৃতিতেই তা পাওয়া যায়৷ ডিজাইনগুলি বৌদ্ধ মান্ডালা-র মতো৷ অর্থাৎ সঙ্গতি, ভালবাসা, নীরবতার মতো সুন্দর আবেগ৷''

তিনি এখানেই প্রেরণা পান৷ ওয়ারশ শহরে খুব কম দোকানেই এখনো পুরানো ঐতিহ্যপূর্ণ হাতের কাজ পাওয়া যায়৷ নেস্পুন এখানে নিয়মিত নিজের ডিজাইনের মালমশলা খোঁজেন৷ পরে নিজের বাড়িতে সেগুলি প্রস্তুত করেন৷ তিনি বলেন, ‘‘পোল্যান্ডে লেস-এর বিশাল ঐতিহ্য রয়েছে৷ পাহাড়ে কোনিয়াকু নামের ছোট্ট গ্রামে এক ধরনের লেস তৈরি হয়৷ আমি দেখাতে পারি৷ সেগুলি খুবই নাজুক এবং তৈরি করা অত্যন্ত কঠিন৷''

ঊনবিংশ শতাব্দীতে হাতে বোনা এই লেস তৈরির কায়দা চালু হয়৷ ফলে শুধু পোশাক নয়, বাড়িঘর সাজানোর কাজেও তার ব্যবহার শুরু হয়৷ নেস্পুন বলেন, ‘‘লেসের নকশা অরগ্যানিক বলে আমার খুব ভালো লাগে৷ এগুলি গোল, তবে আসলে সম্পূর্ণ নিখুঁত গোলাকার নয়৷''

আজ নেস্পুন শিল্পকে তাঁর পেশা করেছেন এবং গোটা বিশ্বে তুলে ধরেছেন৷ যেমন ভারতের গোয়ায় জেলেদের এক নৌকায়৷ মুম্বই শহরের এক সেতুর উপর শোভা পাচ্ছে সেরামিক৷ ইউরোপেও নেস্পুন-এর চিহ্ন রয়েছে৷ যেমন ইটালির এক স্ট্রিট আর্ট উৎসবে৷ বিভিন্ন গ্যালারিতে তাঁর ইনস্টলেশন ৭০০ থেকে ২,০০০ ইউরো মূল্যে বিক্রি হয়৷ তবে নেস্পুন সবচেয়ে বেশি ভালোবাসেন খোলা রাস্তায় কাজ করতে৷ তিনি বলেন, ‘‘আমি কোনিয়াকু গ্রামের পোলিশ নকশা বেছে নিয়েছি, কারণ ওয়ারশ শহরের জন্য দেশের কিছু থাকা ভালো ছিল৷''

প্রথমে তিনি নকশা মাটির উপর খোদাই করেন৷ খুঁটিনাটি পরিবর্তনগুলি ছোট যন্ত্র দিয়ে ঠিক করে নিতে হয়৷ ছোট সেরামিকের কাজ শেষ করতে প্রায় দু'ঘণ্টা সময় লাগে৷ দেওয়ালের উপর এই শিল্প আসলে বে-আইনি৷ কিন্তু পুলিশ তাঁকে নিরস্ত করলে নেস্পুন অন্য কোথাও কাজে হাত দেবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ