1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐশ্বরিয়ার শাড়ি আর অভিষেকের ধুতি

১ নভেম্বর ২০১০

বাঙালি পোষাক আর বলিউড৷ এদুটো একসঙ্গে যায় কী? সবসময়ে না গেলেও বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হয়ে নতুন ছবিতে কিন্তু বাংলারই জয়জয়কার৷ মিউজিকে রিলিজেই দেখা গেল শাড়ি ধুতির জৌলুস৷

অ্যাশ অভিষেকের ফাইল ছবিছবি: picture-alliance/ dpa

মিউজিক রিলিজ শুধু৷ ছবি রিলিজ, মানে ছবি মুক্তি নয়! ‘খেলে হাম জি জাঁহা সে...' এই ছবির সঙ্গীত মুক্তিতেই জৌলুসের হাট৷ ছবির নায়ক অভিষেক বচ্চন হাজির শাদা ঝকঝকে ধুতি পাঞ্জাবি চড়িয়ে৷ নায়িকা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন তো সোনালি জরির পাড় দেওয়া হলুদ বেনারসী আর সোনার গয়নায় একেবারে বাঙালি নববধূ৷ আরেক নায়িকা দীপিকা পাড়ুকোনের পরণে বাঙালি ঘরোয়া ধাঁচে অঙ্গে তোলা চওড়া পাড়ের তাঁতের শাড়ি৷ অমিতাভ বচ্চনও আছেন এ ছবিতে৷ তিনিও হাজির অনুষ্ঠানে৷ পরণে আবার বাঙালি ধাঁচের ধুতি৷

ব্যাপার দেখে বলিউডের আসর সরগরম৷ টিভি ক্যামেরাদের আহ্লাদের অন্ত নেই৷ কারণ বাঙালি গ্ল্যামার বলিউডে চট করে দেখা যায় না৷ এমন সুযোগ ছাড়তে তাই কেউ রাজি নয়৷ একের পর এক ফোটোশুটের অনুরোধ৷ তো, বড় বচ্চন তো রাজিই ছিলেন, ছোট বচ্চন অভিষেককেও দেখা গেল একের পর এক পাঞ্জাবি বদলে ছবি তুলতে শট দিচ্ছেন৷ ফোটোশুটে না বলেন নি ঐশ্বরিয়া রাই৷ অনুষ্ঠান জমজমাট৷

সোহেল সেনের নির্দেশনায় খেলে হাম ছবির গানের রিলিজ তো ধুমধাম করেই হয়ে গেল৷ ছবির কাজও নাকি শেষের পথে৷ জানিয়েছেন পরিচালক৷ দেশপ্রেমের গল্প নিয়েই ছবি৷ স্বাধীনতা সংগ্রামই ছবির মূল বিষয়৷ তাই বাঙালির বীরত্বেরই গল্প এটা৷ এখন ছবি মুক্তি পেলে বোঝা যাবে গোটা ভারতে এবং অন্যত্র কতটা ব্যবসা করতে পারবে এই ছবিটি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ