1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যবিশ্ব

ওজন কমাতে বোটক্সের বিরুদ্ধে জার্মান চিকিৎসকেরা

১ জুলাই ২০২৫

অনেকেই ওজন কমাতে চান৷ তাদের সেই ইচ্ছা পূরণে অনেক ক্লিনিক লোভনীয় সব প্রস্তাব দিয়ে থাকে৷ এমন এক প্রস্তাবে আকৃষ্ট হয়ে ক্লিনিকে গিয়েছিলেন জার্মানির এক নারী৷

ওজন মাপার যন্ত্রের ওপর দাঁড়িয়ে আছেন এক নারী৷
বিভিন্ন কোম্পানির দেওয়া অফারগুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে৷ বোটক্সের ভুল ব্যবহার প্রাণঘাতী পক্ষাঘাতের কারণ হতে পারে৷ সে কারণে অনেক চিকিৎসক এর বিরুদ্ধে পরামর্শ দেন৷ছবি: Ian Iankovskii/Zoonar/picture alliance

কিন্তু অস্ত্রোপচারের পরপরই তিনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝতে পারেন৷ কারণ, প্রায় মরতে বসেছিলেন তিনি৷ জার্মানির এসেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা তার জীবন বাঁচান৷

সাহরা নামের ঐ নারী তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘‘আমি হাঁটতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, আমার শ্বাসনালী অবশ হয়ে গিয়েছিল৷''

তরুণী এই মা তার পরিবারকে বিদায়ী চিঠিও লিখেছিলেন, কারণ, তিনি আশঙ্কা করেছিলেন যে, তিনি মারা যাবেন৷

সন্তান জন্ম দেওয়ার পর সাহরা ওজন কমাতে চেয়েছিলেন৷ ইনস্টাগ্রামে তিনি লোভনীয় সব অফার দেখেছিলেন: তুরস্কে গ্যাস্ট্রিক বোটক্স৷

সাহরা বলেন, ‘‘পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ১০-১৫ কেজি ওজন কমানো: বিষয়টা অলৌকিক শোনাচ্ছিল৷ আপনি একই দিনে আবার খেতে পারবেন, একই দিনে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন৷ এসব দেখে মনে হয়েছিল, বাহ,আমি এটা চেষ্টা করে দেখবো৷''

কিন্তু অস্ত্রোপচারের পরপরই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন৷ ঐ ক্লিনিকের ২৫০ জন রোগীর বচুলিজম হয়েছিল৷ বোটক্সের অতিরিক্ত মাত্রার কারণে সৃষ্ট বিষক্রিয়া হলো বচুলিজম৷

এমনকি কেউ কেউ মারাও গিয়েছিলেন৷ বচুলিজম অনেক লোকের মৃত্যু ঘটাত - মূলত বিষাক্ত খাবারের কারণে৷ বোটক্স চিকিৎসায়ও সেই একই বিষ ব্যবহার হয়৷

সাহরাকে বাঁচিয়েছেন চিকিৎসক অধ্যাপক ক্রিস্টফ ক্লাইনশ্নিৎস৷ তিনি একজন নিউরোলজিস্ট৷ তিনি জানান, ‘‘সেখানকার ডাক্তাররা সেই বিষ সাহরার পেটের প্রাচীরে ঢুকিয়েছিলেন৷ পেট একটি পেশী, এবং সেটি পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কথা ছিল৷ কিন্তু ডোজ খুব বেশি হওয়ায় বোটক্স তার রক্তপ্রবাহে প্রবেশ করে এবং অন্য পেশীগুলিকেও পক্ষাঘাতগ্রস্ত করে৷''

গ্যাস্ট্রিক বোটক্স এখন বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হয়েছে৷ সাধারণত বলিরেখা দূর করার জন্য বিখ্যাত এই বিষ৷ তবে যারা ওজন কমাতে চান তাদের পেটের আস্তরণেও এটি দেওয়া হচ্ছে৷

বিভিন্ন কোম্পানির দেওয়া অফারগুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে৷ বোটক্সের ভুল ব্যবহার প্রাণঘাতী পক্ষাঘাতের কারণ হতে পারে৷ সে কারণে অনেক চিকিৎসক এর বিরুদ্ধে পরামর্শ দেন৷

ওজন কমাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি!

03:19

This browser does not support the video element.

অধ্যাপক ক্লাইনশ্নিৎস জানান, ‘‘পেশাদার প্লাস্টিক সার্জনদের সংগঠনসহ জার্মানির পেশাদার চিকিৎসকেরা ওজন কমানোর উপায় হিসেবে এটি সুপারিশ করেন না৷ এটি লেবেলের বাইরে - অর্থাৎ ওজন কমাতে বোটক্সের ব্যবহার অনুমোদিত নয়৷ বর্তমানে ওজন কমানোর আরও অন্যান্য উপায়ও আছে৷''

সামাজিক মাধ্যমে সন্দেহজনক সব প্রতিশ্রুতি সম্পর্কে অন্যদের সতর্ক করতে চান সাহরা৷ তিনি বলেন, ‘‘অস্ত্রোপচারের পরপরই ভুল করার বিষয়টি আমি টের পেয়েছি৷ সে কারণে সবাইকে বলতে চাই, ‘এটা করবেন না'৷''

প্রায় ভুলে যাওয়া রোগ বচুলিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চান ক্রিস্টফ ক্লাইনশ্নিৎস৷ তিনি চান, অন্য ডাক্তাররাও এটি সম্পর্কে জানুক৷ এছাড়া রোগীদেরও এমন সহজ সমাধানের বিরুদ্ধে সতর্ক করতে চান তিনি৷

জেনিফার কার্কহফ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ