1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওজন কমানোর অস্ত্রোপচার নিরাপদ

২৭ ডিসেম্বর ২০১৩

শরীরের ওজন কমানোর জন্য অনেকেই অস্ত্রোপচার করান৷ আবার অনেকের মনে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা নিয়ে আশঙ্কা থাকায় তারা ও পথ মাড়ান না৷ কিন্তু কোনটা ঠিক?

ছবি: Fotolia/Gorilla

এটা বোধ হয় অধিকাংশ মানুষেরই প্রশ্ন? সাম্প্রতিক এক গবেষণা বলছে, এ ধরণের অপারেশনের কারণে মৃত্যুর হার আগের চেয়ে কমেছে৷ আর আশার কথা হচ্ছে, অস্ত্রোপচারের কারণে ওজন কমিয়ে ফেলা সম্ভব হওয়ায় অনেক রোগের উপদ্রব কমে যাচ্ছে৷ তবে জটিলতার ঝুঁকি কিন্তু কিছুটা আছেই৷

প্রায় ১০ বছরের তথ্য ঘেঁটে গবেষণাটা করা হয়েছে৷ অবশ্য এটাকে গবেষণা না বলে ‘রিভিউ' বলা যেতে পারে, কেননা গবেষকরা আসলে গত ১০ বছরের প্রায় ১৬৪টি গবেষণার তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছেন৷

এসব গবেষণায় ১ লক্ষ ৬১ হাজার ৭৫৬ জন রোগীর উপর জরিপ চালানো হয়৷ এর মধ্যে নারীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ৷ তাদের গড় বয়স ছিল ৪৫৷ আর গড় ওজন ছিল ১২৩ কেজি৷ রোগীদের এক চতুর্থাংশেরও বেশি জনের ছিল ডায়াবেটিস৷ প্রায় অর্ধেকের ছিল উচ্চ রক্তচাপ, আর প্রায় ৩০ শতাংশের ছিল উচ্চ কোলেস্টেরল৷ এছাড়া হৃদরোগ ও ঘুমের সমস্যা সংক্রান্ত রোগীও ছিলেন সেখানে৷

রোগীদের গড় বিএমআই (বডি ম্যাক্স ইনডেক্স) ছিল ৪৬৷ সাধারণত ১৮.৫ থেকে ২৪.৯ বিএমআই থাকাটা স্বাভাবিক৷ ৩৫ এর ওপরে হলে সেটাকে বলে ‘ওবিস' বা ভীষণ মোটা৷

গবেষণার ফল

অস্ত্রোপচারের পাঁচ বছরের মধ্যে রোগীদের বিএমআই কমেছে গড়ে ১২ থেকে ১৭ পয়েন্ট৷ এছাড়া রোগীদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ঘুম সংক্রান্ত সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে৷ যুক্তরাষ্ট্রের মিসৌরির ওয়াশিংটন ইউিভার্সিটি স্কুল অফ মেডিসিন-এর সার্জারি বিভাগের সু-সিন চ্যাঙ এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন৷

যুক্তরাষ্ট্রের আরেক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. প্রাট ভেমুলাপাল্লি বলেছেন, ‘গবেষণা প্রতিবেদনটি খুবই দারুণ৷''

‘জেএএমএ সার্জারি' জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে

জেডএইচ / এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ