1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ভনিরোধ যখন অকার্যকর!

২০ জানুয়ারি ২০১৪

যেসব মহিলারা ওজন বাড়া নিয়ে এখনও ভাবছেন না, তাঁদের কিন্তু ভাবা উচিত৷ কেননা শারীরিক নানা সমস্যার সাথে এবার যুক্ত হয়েছে আরো একটি বিষয়৷ জানা গেছে, আপনার ওজন ৮০ কেজির বেশি হলে আর কাজ করবে না গর্ভনিরোধক পিল৷

Pille danach unofem von Hexal
ছবি: picture-alliance/dpa

জরুরি গর্ভনিরোধক পিল বা ‘মর্নিং আফটার পিল' তৈরি করে ফ্রান্সের কোম্পানি এইচআরএ ফার্মা, যার নাম নর্লেভো এমারজেন্সি কন্ট্রাসেপ্টিভ৷ তারা বলছে, ৮০ কেজির বেশি ওজন যাঁদের, এমন নারীরা গর্ভনিরোধক পিল ব্যবহার করলেও তা কাজ করে না৷ জরুরিভিত্তিতে ব্যবহার করা এই পিলের একটি উপকরণ লেভোনর্জেস্ট্রেল, এটি পরীক্ষা করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন৷ তাই তারা ভাবছেন পিলের মোড়কে সতর্কতা বাণী রাখা উচিত কিনা তাই নিয়ে৷

চিকিৎসকরা বলছেন, মোটা নারীদের এই পিল নেয়া উচিত নয়৷ এক্ষেত্রে তাঁদের চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত অথবা বিকল্প পদ্ধতি ব্যবহার করা উচিত, যেমন কপার আইইউডি৷ কপার আইইউডি এমন একটি ডিভাইস যা গর্ভনিরোধের জন্য জরায়ুতে স্থাপন করা হয়৷

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ মন্ত্রণালয় জানিয়েছে, মোটা মহিলাদের জন্য আসলেই কি কারণে এই পিল কাজ করছে না, তা খতিয়ে দেখছে তারা৷ এ বিষয়ে নিশ্চিত হলে তারা পিলের মোড়কে এ সংক্রান্ত সতর্কতা লিখে দেয়ার কথা ভাববেন৷

এইচআরএ ফার্মার নারী স্বাস্থ্য বিভাগের প্রধান ফ্রেডেরিক ভেলগ্রিন জানালেন, যুক্তরাষ্ট্রে নর্লেভো না পাওয়া গেলেও লেভোনর্জেস্ট্রেল আছে এমন অনেক জরুরি গর্ভনিরোধক পিল ব্রিক্রি হয়৷ ২০১১ সালে শুরু হওয়া একটি গবেষণার ফলাফল থেকে তাঁরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন, যা তাঁদের বিস্মিত করেছে৷

এইচআরএ ফার্মার প্রধান নির্বাহী এরিন গেইনার জানালেন, ইউরোপে কয়েক লাখ নারী এমারজেন্সি পিল ব্যবহার করেন৷ তবে অনেক গবেষক বলছেন, এই পিলটিতে উচ্চ মাত্রার হরমোন রয়েছে, যা মোটা মহিলাদের গর্ভনিরোধ প্রক্রিয়ায় বাধা তৈরি করতে পারে৷ কেননা স্বাভাবিক গর্ভনিরোধক পিলে যে পরিমাণ হরমোন থাকে, এসব পিলে তার মাত্রা অনেক বেশি৷

কেউ ধর্ষিত হলে, কনডম ছাড়া যৌন সম্পর্কে লিপ্ত হলে অথবা স্বাভাবিক পিল নিতে ভুলে গেলে সাধারণত মহিলারা মর্নিং আফটার পিল ব্যবহার করেন৷ যৌন সম্পর্কের ৭২ ঘণ্টার মধ্যে জরুরি পিলটি গ্রহণ করতে হয়৷ এর ফলে ৮৯ ভাগ সম্ভাবনা থাকে গর্ভধারণ না করার৷ তবে এটি সবচেয়ে বেশি কাজ করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণ করলে৷

এপিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ