ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ। এখনো পর্যন্ত যা জানা গেছে তা হলো, কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যূত হয়। মালগাড়িটির আটটি ওয়াগন স্টেশনে উঠে গিয়ে ওয়েটিং রুমে ধাক্কা মারে। কলিঙ্গ টিভি জানাচ্ছে, টিকিট কাউন্টারেও ধাক্কা মারে মালগাড়ির ওয়াগন।
তবে দ্য হিন্দু জানিয়েছে, প্ল্যাটফর্মের শেডে কিছু যাত্রী লোকাল ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। মালগাড়িটি গিয়ে তাদের ধাক্কা মারে। এর ফলে তিনজন মারা গেছেন।য তবে রেল কর্তৃপক্ষ এখনো জানাচ্ছে, দুই জন মারা গেছেন।
বিশ্বের ভয়াবহ যত রেল দুর্ঘটনা
ভয়াবহ রেল দুর্ঘটনার উদাহরণ বিশ্বে নতুন নয়৷ ছবি ঘরে দেখুন বিশ্বের এমটি কয়েকটি রেল দুর্ঘটনার খবর৷
ছবি: picture-alliance/Construction/I. Masterton
আল আয়াত দুর্ঘটনা: মিশর
২০ ফেব্রুয়ারি ২০০২ সালের ঘটনা৷ মিশরের কায়রো থেকে লুক্সরগামী ট্রেনের একটি বগিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের অন্যান্য বগিতে৷ এ ঘটনায় ট্রেনটির সাতটি বগি পুড়ে যায় আর নিহত হয় ৪০০ মানুষ৷
ছবি: picture-alliance/Xinhua/A. Gomaa
আওয়াশ রেল দুর্ঘটনা: ইথিওপিয়া
আফ্রিকার দেশ ইথিওপিয়ার আওয়াশ শহরের নিকটে ১৪ জানুয়ারি ১৯৮৫ সালের ট্রেন দুর্ঘটনাটি আফ্রিকার ভয়াবহতম দুর্ঘটনা হিসেবেই পরিচিত৷ আওয়াশ গিরিখাতের পাশ দিয়ে ছুটে যাওয়া ট্রেনটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেলে ৪২৮ জন নিহত হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpaMarthe van der Wolf
টরে ডেল বিয়েরজু রেল দুর্ঘটনা: স্পেন
৩ জানুয়ারি ১৯৪৪ সালের ঘটনা৷ স্পেনের টরে ডেল বিয়েরজু গ্রামে অবস্থিত ২০ নাম্বার টানেলে একটি মেইল ট্রেইন প্রবেশ করে৷ এসময় বিপরীত দিক থেকে কয়লাবাহী আরেকটি ট্রেনের সাথে মুখোমুখি ধাক্কা লাগে দুটো ট্রেনের৷ ট্রেন দুটিতে বেশ কিছু যাত্রী থাকলেও তারা টিকেট ছাড়াই ভ্রমণ করছিল৷ যে করণে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি৷ তবে সংঘর্ষের ফলে ট্রেন দুটিতে সৃষ্ট আগুন টানা দুদিন ধরে জ্বলছিল
ছবি: picture-alliance/AP/P. White
গোয়াদালাজারা রেল দুর্ঘটনা: মেক্সিকো
১৯১৫ সালের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৬০০৷ মেক্সিকো বিপ্লব তখন বেশ তুঙ্গে৷ যাত্রীসমেত একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে৷
ছবি: Getty Images/J.Moore
বিহার রেল দুর্ঘটনা: ভারত
১৯৮১ সালের ঘটনা এটি৷ প্রায় এক হাজারের যাত্রী নিয়ে বিহারের বাঘমতি নদীতে পড়ে যায় একটি ট্রেন৷ টেনটি যখন সেতুর কাছে এসেছিল ঠিক সে মুহূর্তে একটি গরু ট্রেনলাইন পার হচ্ছিল৷ গরুটিকে বাচানোর চেষ্টা করতে গেলে রেলের নিয়ন্ত্রণ হারায় চালক৷ পাঁচশর অধিক যাত্রী নিহত হয়েছিল এ দুর্ঘটনায়৷
ছবি: Strdel/Afp/Getty Images
সিউরেয়া রেল দুর্ঘটনা: রোমানিয়া
১৯১৭ সালের ঘটনা৷ রোমানিয়ার সিউরেয়া স্টেশনের নিকটবর্তী এলাকায় একটি ট্রেনে আগুন ধরে গেলে অন্তত ছয়শ’ যাত্রী নিহত হন, কোনো কোনো হিসেবে সংখ্যাটি
ছবি: DW / Cristian Stefanescu
সেইন্ট মিশেল-ডে-মাউরিএনে রেল দুর্ঘটনা: ফ্রান্স
১৯১৭ সালের ১২ ডিসেম্বর৷ প্রচণ্ড গতির কারণে আল্পস পর্বতের পাশ দিয়ে যাওয়া ফ্রান্সের সৈন্যবাহী একটি ট্রেনের ব্রেকে আগুন ধরে যায়৷ ধারণা করা হয় এ দুর্ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়৷
ছবি: Reuters/C. Platiau
সুনামি রেল দুর্ঘটনা: শ্রীলংকা
২০০৪ সালের সুনামির দিনে প্রায় ১৫শ’ যাত্রী নিয়ে সমুদ্র থেকে মাত্র ২১৭ গজ দুরে অবস্থান করছিল একটি ট্রেন৷ সুনামির প্রথম ঢেউটি আসার সময়ে স্টেশনের আরো অনেক যাত্রী টেনটিকে নিরাপদ ভেবে আশ্রয় নেয়৷ সতেরশর অধিক মানুষ এ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়৷
ছবি: picture-alliance/AP Photo/Eranga Jayawardena
8 ছবি1 | 8
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন।
এই দুর্ঘটনার ফলে অন্তত দশটি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্য়ে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস ও শালিমার-পুরী এক্সপ্রেস আছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেয়া হয়েছে। অনেক ট্রেন দেরিতে চলছে। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যাজপুর পর্যন্ত চলবে। আরো কিছু ট্রেনের যাত্রাপথ কম করা হয়েছে।