1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মাওবাদীদের তৎপরতা

৫ এপ্রিল ২০১২

উগ্রপন্থীদের দাবিমত দুজন পণবন্দির মুক্তির বিনিময়ে ২৭ জন জেলবন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে ওড়িশা সরকার৷ এই ২৭ জন ভিন্ন ভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর৷

ছবি: AP

ওড়িশায় উগ্রবাদীদের চাপে তাদের হাতে পণবন্দি দুজনের মুক্তির বিনিময়ে রাজ্যের বিভিন্ন জেলে আটক ২৭ জন বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে রাজ্য সরকার৷ পণবন্দি দুজনের একজন শাসক দলের আদিবাসী বিধায়ক এবং অন্যজন ইটালীয় ট্যুরিস্ট৷ রাজ্য বিধানসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ সরকার স্থির করেছে, ২৭ জনের মধ্যে ১৫ জন চাষি মুলিয়া আদিবাসী সংঘের সদস্য, ৮ জন অন্ধ্র-ওড়িশা বর্ডার কমিটির সদস্য এবং ৪ জন মাওবাদী সব্যসাচী গোষ্ঠীর সদস্য৷

ওড়িশায় উপজাতি এলাকায় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী সক্রিয়৷ যদিও এদের মৌলিক মতাদর্শ মাওবাদ হলেও এদের কার্যপদ্ধতি ভিন্ন৷ যেমন সিপিআই-এম এল, সিপিআই-এম-এল (গণতান্ত্রিক), ওড়িশা ফরেস্ট মজদুর সংঘ, চাষি মুলিয়া আদিবাসী সংঘ, সিপিআই-এমএল লোকসংগ্রাম মঞ্চ ইত্যাদি৷ গোষ্ঠীগুলির দাবি মোটামুটি অভিন্ন৷ জেলবন্দি সদস্যদের মুক্তি, কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘অপারেশন গ্রিন হান্ট' বন্ধ করা৷

বিভিন্ন গোষ্ঠীর মৌলিক মতাদর্শ মাওবাদ হলেও এদের কার্যপদ্ধতি ভিন্নছবি: AP

চাষি মুলিয়া আদিবাসী সংঘ সংক্ষেপে সিএমএএসের শীর্ষ নেতা নচিকা লিঙ্গা বলেছেন, মাওবাদীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই৷ উল্লেখ্য, সিএমএএস নিষিদ্ধ সংগঠন নয়৷ এদের আন্দোলন ভূমি বণ্টন নিয়ে৷ যেমন উপজাতিদের জমি অনুপজাতি দখল করতে পারবে না৷ রাজ্যের আইনেও তা আছে৷ কিন্তু স্বার্থান্বেষীদের চাপে তা কার্যকর হচ্ছে না৷ সেটা কার্যকর করতে আদিবাসী সংঘ আন্দোলন চালাচ্ছে৷

আদিবাসী সমাজে পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে এইসব উপজাতি উগ্রবাদীরা৷ এদের সহিংস আন্দোলনে ভয় পেয়ে পালাতে শুরু করে জোতদার আর মদ ব্যবসায়ীরা৷ তারা আশ্রয় নেয় বড় বড় রাজনৈতিক নেতা ও প্রশাসনের৷

সহিংস আন্দোলন দমনের নামে সরকার শুরু করে সাঁড়াশি অভিযান৷ একদিকে গ্রিন হান্ট অন্যদিকে আদিবাসীদের নিয়ে সালওয়া জুডুম অভিযান৷

ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং মনে করেন, ভারতের নিরাপত্তার দিক থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ এই মাওবাদী সহিংসতা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ