1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওড়িষার পস্কো ইস্পাত প্রকল্পে কী সিঙ্গুরের ছায়া?

২৮ জুন ২০১১

জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্থানীয় অধিবাসীদের বিক্ষোভের জেরে ওড়িষার প্রস্তাবিত ইস্পাত প্রকল্পের কাজ ফের ব্যাহত৷ জমির চারপাশে মানব শৃঙ্খল৷ পুলিশ প্রশাসনকে ঢুকতে না দেবার জন্য গাছ কেটে পথ অবরোধ৷ উত্তেজনা বাড়ছে৷

পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি অধিগ্রহণকে ঘিরে বিতর্ক আজও শেষ হয় নিছবি: DW

বামপন্থি দলের নেতৃত্বে জমি অধিগ্রহণ বন্ধ করতে গড়ে উঠেছে পস্কো প্রতিরোধ সংগ্রাম কমিটি৷ দেশব্যাপী প্রতিবাদের অঙ্গ হিসেবে কমিটি ওড়িষায় দক্ষিণ কোরিয়ার পস্কো কোম্পানির প্রস্তাবিত মেগা ইস্পাত প্রকল্পের জমির চারপাশে রচনা করেছে মানবশৃঙ্খল৷ পুলিশ প্রশাসনকে বিক্ষোভ এলাকায় ঢুকতে না দেবার জন্য রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ৷ অভিযোগ, বেসরকারি কোম্পানির সঙ্গে যোগসাজসে সরকার গ্রামিণ অর্থনীতি ও চাষাবাদের ওপর নির্ভরশীল মানুষদের রুজি রোজগারের পথ বন্ধ করে দিতে চাইছে৷ গ্রামবাসীদের চূড়ান্ত বিক্ষোভের মুখে পড়ে আপাতত জমি অধিগ্রহণের কাজ স্থগিত রেখেছে ওড়িষা সরকার৷

ওড়িষা সরকারের সঙ্গে চুক্তি সই হবার পাঁচ বছর পরেও প্রকল্পের কাজ শুরু হতে পারছেনা৷ প্রস্তাবিত এলাকায় সরকারি বনাঞ্চল৷ দীর্ঘ টালবাহানার পর সবে হাতে এসেছে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র৷ মোট চার হাজার একর জমির মধ্যে রাজ্য সরকারের সহযোগিতায় অধিগৃহীত হয়েছে ১৮০০ একর জমি৷ বাকি জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গ্রামবাসিরা৷ তাঁদের বক্তব্য, ঐসব জমিতে তাঁরা পানচাষ করে সংসার চলে৷ পানচাষ ঐ অঞ্চলের প্রধান জীবিকা৷ পস্কো কোম্পানি প্রত্যেক পানচাষি পরিবারকে দিতে চাইছে ৪-৫ লাখ টাকা এবং পরিবারের একজনকে চাকরি৷ বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি ভিত্তিতে টাকার পরিমাণটা যৎসামান্য৷

কল-কারখানা বনাম কৃষিজমি – উন্নয়নের স্বার্থে কার কতটা গুরুত্ব, তার নিষ্পত্তির প্রয়োজনছবি: AP

রাজ্যের মুখ্যসচিব বিজয় কুমার পট্টনায়েক মনে করেন, আন্দোলনকারী মানুষদের সঙ্গে আলোচনা করে একটা রফায় আসা সম্ভব৷ সাধারণ গ্রামবাসীদের প্রশাসন বোঝাতে চেষ্টা করছে পস্কো ইস্পাত কারখানা থেকে তাঁরা কীভাবে, কতটা উপকৃত হবেন৷স্থানীয় বাম নেতা অভয় সাহু মনে করেন, সমঝোতার সুযোগ কম৷ পানচাষিরা কোন কিছুর বিনিময়ে পানের বরজ ভাঙতে দেবেনা৷ জমি ছাড়বেনা৷ ক্ষতিপূরণ চায়না তাঁরা৷ ৬-দফা দাবি না মানা অবধি তারা আন্দোলন চালিয়ে যাবে৷

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ওড়িষা খনিজ সম্পদে সমৃদ্ধ৷ রাজ্যের খনিজ সম্পদকে কাজে লাগিয়ে ভারি শিল্প স্থাপনে এগিয়ে এসেছে পস্কো৷ ৫২ হাজার কোটি টাকা বিনিময়ে মেগা ইস্পাত প্রকল্প স্থাপন করবে ঐ সংস্থা৷ কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে অন্য রাজ্যেও৷ পশ্চিমবঙ্গের সিঙ্গুর-নন্দিগ্রাম তো ইতিহাস৷ হালে উত্তরপ্রদেশেও একই অবস্থা৷এর প্রেক্ষিতে, ভারতের শীর্ষ আদালত অনিচ্ছুক কৃষকদের উর্বর জমি জোর করে নেয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ