1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাকে গাদ্দাফির চিঠি, ন্যাটো বিড়ম্বনায়

৭ এপ্রিল ২০১১

বিপাকে পড়ে কর্নেল গাদ্দাফি ওবামাকে চিঠি লিখেছেন৷ এদিকে ‘মানব বর্ম'র কারণে গাদ্দাফি বাহিনীর উপর ন্যাটো হামলা চালানোও কঠিন হয়ে পড়েছে৷

বিদ্রোহীদের সাফল্য মোটেই স্থায়ী হচ্ছে নাছবি: picture alliance/dpa

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সরাসরি চিঠি লিখেছেন লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফি৷ লিখেছেন, ওবামা ‘আমাদের ছেলে'র মতো৷ সেইসঙ্গে ‘ছোট্ট উন্নয়নশীল এক দেশের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ' থামাতে ন্যাটোর বিমান হামলা বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি৷

ওয়াশিংটনের জবাব

ইটালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গাদ্দাফির চিঠির প্রসঙ্গে বলেন, গাদ্দাফি জানেন, তাঁকে কী করতে হবে৷ প্রথমে অস্ত্রবিরতি, তারপর সেনাবাহিনীর জবরদখল বন্ধ করে বিভিন্ন শহর থেকে তাদের প্রত্যাহার করে নিতে হবে৷ তারপর ক্ষমতার মায়া ত্যাগ করে দেশ ছেড়ে নির্বাসনে চলে যেতে হবে গাদ্দাফিকে৷ লিবিয়ায় ন্যাটোর ভূমিকা নিয়ে বিদ্রোহীদের সমালোচনার প্রসঙ্গে ক্লিন্টন বলেন, গাদ্দাফির বাহিনী যেভাবে শহর ও জনপদের মধ্যে মিশে যাচ্ছে, তার ফলে হামলা চালালে নিরীহ মানুষের মৃত্যুর আশঙ্কা বেড়ে যাচ্ছে৷ তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে অভিযান চালাতে হচ্ছে৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে'ও এই বিড়ম্বনার কথা বলেছেন৷ তবে গাদ্দাফি বাহিনীর এমন ‘মানব বর্ম' সত্ত্বেও কীভাবে ন্যাটো কৌশল বদলাতে পারে, সেবিষয়ে তিনি ন্যাটোর প্রধানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন৷

জেনারেল আব্দেল ফাতাহ ইউনেস সন্তুষ্ট ননছবি: AP

বিদ্রোহীরা সন্তুষ্ট নয়

ন্যাটো দেশগুলির এই সমস্যার কথা পুরোপুরি মেনে নিতে প্রস্তুত নয় লিবিয়ার বিদ্রোহীরা৷ তাদের জেনারেল আব্দেল ফাতাহ ইউনেস মনে করেন, বিমান ছাড়াও অ্যাপাচে ও টাইগার'এর মতো বোমারু হেলিকপ্টার ব্যবহার করেও সহজে গাদ্দাফির বাহিনীর উপর হামলা চালানো সম্ভব৷

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি

উপকূলের শহরগুলির নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি এখনো কাটছে না৷ কখনো গাদ্দাফি বাহিনী, কখনো বিদ্রোহীরা একটি করে শহরের দখল নিচ্ছে৷ তবে মিসরাটা শহরে গত প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে৷ জাতিসংঘ সরাসরি মিসরাটায় অস্ত্রবিরতির ডাক দিয়েছে৷ আহতদের জন্য সহায়তা পৌঁছানোর জন্য ও নিরীহ মানুষকে শহর ছেড়ে পালানোর সুযোগ করে দেওয়া প্রয়োজন বলে জাতিসংঘ মনে করছে৷ তাছাড়া রসদও কমে আসছে৷

লিবিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম অভিযোগ করেছেন, দেশের দক্ষিণে আল সরির'এ সবচেয়ে বড় তেলের ভাণ্ডারের উপর ব্রিটেনের বিমান বোমা হামলা চালিয়েছে৷ ৩ জন প্রহরী নিহত ও অনেকে হতাহত হয়েছে বলে দাবি করেন কাইম৷ উল্লেখ্য, মঙ্গলবার বিদ্রোহীরা দাবি করেছিল যে গাদ্দাফির বাহিনীই আল সরির'এ হামলা চালিয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ