1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাকে বাংলাদেশের অভিনন্দন

মারিনা জোয়ারদার৫ নভেম্বর ২০০৮

মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশ অভিনন্দন জানিয়েছে৷ এই প্রথমবারের মত একজন আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভোত নাগরিক প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলো৷

বারাক ওবামাছবি: AP

এ ঘটনা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের জন্য ঐতিহাসিক এবং চিরস্মরণীয় হয়ে থাকবে৷

প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা পাঠান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে৷ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি আন্তরিকভাবে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি৷

তিনি আরো জানান, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ওবামার কার্যকালে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে৷ এবং তা থেকে দু দেশই লাভবান হবে৷

প্রধান উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদও তাঁর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান বারাক ওবামাকে৷ তিনি বলেন, আগামী দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলে আমার বিশ্বাস৷

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক বিজয়ের জন্য বারাক ওবামাকে স্বাগত জানিয়েছেন৷ ৪৪ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান শেখ হাসিনা৷ তিনি জানান, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে সাবেক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ