1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাদের বোমা ‘প্রেরণকারী’ গ্রেফতার

২৭ অক্টোবর ২০১৮

কয়েকদিন আগে সাবেক প্রেসিডেন্ট ওবামাসহ ডেমোক্র্যাট দল ও ট্রাম্পের সমালোচকদের কয়েকজনকে পার্সেলে করে ছোট পাইপ বোমা পাঠানো হয়৷ সেই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা৷

USA Verdächtiges Paket in CNN-Bürogebäude in New York
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/G. R. Lopez

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩টি বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে এমন বোমা আরো থাকতে পারে৷ শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস একটি প্রেস কনফারেন্স করে৷ সেখানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স, এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা৷ তাঁরা তড়িৎ ব্যবস্থা নিয়ে এসব পার্সেল পাঠানো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইনপ্রয়োগকারী ও তদন্তকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান৷

তাঁরা জানান যে, ঐ ব্যক্তির বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা হবে এবং তার ৪৮ বছরের সাজা হতে পারে৷

এর আগে ফ্লোরিডার প্লানটেশন থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেন মার্কিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ ডিএনএ ও একটি আঙুলের ছাপ থেকে ঐ ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানা গেছে৷

কর্তৃপক্ষ জানায়, ঐ ব্যক্তির বয়স ৫৬ বছর এবং তার অপরাধের খতিয়ান আগে থেকেই অনেক লম্বা৷ এছাড়া ঐ ব্যক্তির একটি সাদা ভ্যানও জব্দ করা হয়৷

ধারণা করা হচ্ছে, বোমা পাঠানোর টার্গেট লিস্ট আরো লম্বা৷ এখন পর্যন্ত যাঁদের পাঠানো হয়েছে তাঁরা নিউ ইয়র্ক, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফ্লোরিডা ও ক্যালফোর্নিয়া পর্যন্ত অবস্থান করছেন৷ ম্যানিলা খামে করে ট্রাম্প সমালোচকদের ধরে ধরে এই পার্সেল বোমা পাঠানো হচ্ছে৷

ঐ ব্যক্তি গ্রেফতারের পর হোয়াইট হাউস থেকে খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী ‘অবিশ্বাস্য কাজ' করেছে৷

‘‘এ ধরনের ভয়ভীতি দেখানো জঘন্য কাজ এবং এ দেশে এর কোনো ঠাঁই নেই৷'' তিনি আরো বলেন, এ ধরনের কাজের জন্য যে-ই দায়ী তার বিচার হবে৷

পরে তিনি একটি প্রচারণায় অংশ নিয়ে মিডিয়াকে অভিযোগ করে বলেন যে, একজনের এমন কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিল করা ঠিক হবে না৷

Trump says bomb suspect to be prosecuted fully

00:35

This browser does not support the video element.

জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ