1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীরা ভরসা পাচ্ছেন না

২৩ নভেম্বর ২০১৪

বৈধ কাগজপত্রবিহীন প্রায় ৫০ লক্ষ অভিবাসীকে ‘সাময়িকভাবে’ বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে তাঁর এই কথায় আশ্বস্ত হতে পারছেন না অনেক অভিবাসী৷

Obama stellt Pläne zur Einwanderung vor
ছবি: Reuters/Huffaker

যে অভিবাসীরা বৈধ কাগজ ছাড়া পাঁচ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এবং যাঁদের সন্তানেরা মার্কিন নাগরিক অথবা স্থায়ী বসবাসের অনমুতিপ্রাপ্ত, তাঁদের বিতাড়িত না করে বৈধ করার কথা বলেছেন ওবামা৷ তাঁর বক্তব্য অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ হতে পারবেন অভিবাসীরা৷ চিন্তাটা সেখানেই৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: Reuters/Bourg

এল সালভেদর থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে যান নোরমা মার্টিনেজ৷ তাঁর বৈধ কাগজপত্র নেই৷ তাঁর দুই সন্তান জন্ম নিয়েছে নিউজার্সিতে৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘ওবামার কথায় হয়ত ক্ষণিকের জন্য নিজেদের নিরাপদ ভাবা যেতে পারে, কিন্তু পরে যদি নতুন প্রেসিডেন্ট আসে তখন কী হবে৷''

মার্টিনেজ বলেন, ‘‘আমরা পালিয়ে বাঁচতে চাই না৷ কিন্তু কোনো কারণে যদি পরবর্তীতে এই কর্মসূচি বাতিল করা হয় তখনতো বিতাড়িত হতে হবে৷'' এ কারণে তিনি ও তাঁর স্বামী (তাঁর কাগজ নেই) চিন্তা করছেন, হয়ত তাঁরা ওবামার কথা অনুযায়ী বৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন না৷

অভিবাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আইনজীবী চেরিল লিটল৷ ওবামার ঘোষণা সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘এটা কেবলমাত্র বিতাড়িত হওয়ার সম্ভাবনা থেকে সাময়িক মুক্তি৷''

বৈধ হওয়ার জন্য অভিবাসীদের যেসব কাগজপত্র দিতে হবে তার মধ্যে রয়েছে কতদিন ধরে তাঁরা যুক্তরাষ্ট্রে আছেন, তাঁদের আয়ের উৎস কী এবং তাঁরা কোথায় কাজ করেন ইত্যাদি৷

‘পিউ হিসপ্যানিক সেন্টার'-এর মার্ক হুগো লোপেজ মনে করেন, যাঁরা বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন তাঁরা ভবিষ্যতের কথা বিবেচনা করে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করতে ভয় পেতে পারেন৷ কারণ তাঁদের মনে হতে পারে যে, বৈধতার নির্দিষ্ট সময় পার হওয়ার পর বিতাড়ন হওয়া থেকে শুরু করে জরিমানা ও হাসপাতালের না-দেয়া বিল দিতে হতে পারে৷

ইতিহাসও একই কথা বলছে৷ এর আগে ২০১২ সালে ওবামা সরকারের দেয়া আরেকটি সুযোগ এখন পর্যন্ত মাত্র ৫৫ শতাংশ জন গ্রহণ করেছে৷ সুযোগটা এরকম – ১৫ থেকে ৩০ বছর বয়সি যেসব তরুণদের তাদের বাবা-মা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে তাদেরকে দুই বছরের কাজের অনুমতিপত্র দেয়া হচ্ছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ