ওবামার জলবায়ু পরিকল্পনা বাদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন
১০ অক্টোবর ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ বিষয়ক প্রধান বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জলবায়ু পরিকল্পনা বাতিলের পথে যাবেন৷ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ঐ পরিকল্পনা করেছিলেন ওবামা৷
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ বিষয়ক প্রধান বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জলবায়ু পরিকল্পনা বাতিলের পথে যাবেন৷ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ঐ পরিকল্পনা করেছিলেন ওবামা৷
ওবামা প্রশাসন ২০১৫ সালে ‘ক্লিন পাওয়ার প্ল্যান' শীর্ষক ঐ পরিকল্পনার অনুমোদন দিয়েছিল৷ এর আওতায় ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ২০০৫ সালের তুলনায় ৩২ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যত কার্বন নির্গমন হয় তার ৪০ শতাংশ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো৷ বিশেষ করে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো এর জন্য অনেকাংশে দায়ী৷
তবে সোমবার এক রাজনৈতিক সমাবেশে যুক্তরাষ্ট্রের ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি' বা ইপিএ-র প্রধান স্কট প্রুইট জানিয়েছেন, তিনি সাবেক প্রশাসনের ‘ক্লিন পাওয়ার প্ল্যান' বাতিল করতে মঙ্গলবার প্রস্তাবিত এক আইনে সই করবেন৷ ‘‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ শেষ,'' বলেন তিনি৷ কয়লা খনি সমৃদ্ধ কেন্টাকি রাজ্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়৷
যে অ্যামেরিকা প্যারিস চুক্তি মান্য করছে
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি বর্জন করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য শহর ও রাজ্য কর্তৃপক্ষ প্যারিস চুক্তি মেনে জীবাশ্মভিত্তিক জ্বালানির বদলে বিকল্প পথে এগোনোর অঙ্গীকার করছে৷
ছবি: picture-alliance/AP Photo/Thibault Camus
বারাক ওবামার বিবৃতি
কঠিন পরিস্থিতিতেও আশাবাদী হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিচিত৷ ট্রাম্প প্যারিস চুক্তি বর্জন করার পর তিনি অ্যামেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পথে এগিয়ে চলার প্রেরণা দেন৷
ছবি: Reuters/K. Lamarque
ক্লাইমেট মেয়রস গ্রুপ
মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৬৮টি শহরের মেয়র প্যারিস জলবায়ু চুক্তি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করেছেন৷ লস অ্যাঞ্জেলেস, বস্টন, নিউ ইয়র্ক, হিউস্টন ও শিকাগোর মতো বড় শহরের নগরপাল পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি
ছবি: CC/ John Picker
‘ট্রাম্প পিটসবার্গের প্রতিনিধি নন’
ট্রাম্প তাঁর ভাষণে নিজেকে পিটসবার্গের প্রতিনিধি বললেও শহরের মেয়র তা নস্যাৎ করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার উদ্যোগ চালিয়ে যাবার অঙ্গীকার করেন৷ ইস্পাত শিল্পের পতনের পর শহরকে ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুত করতে তিনি বদ্ধপরিকর৷
ছবি: picture-alliance/AP Images/S. Strasburg
শিকাগোর সাফল্যের কাহিনি
বারাক ওবামার শহর শিকাগোর মেয়র ব়্যাম ইমানুয়েল মনে করিয়ে দেন, কার্বন নির্গমন কমিয়ে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, তাঁর শহর তার দৃষ্টান্ত৷ প্যারিস চুক্তি অনুযায়ী তিনি এই সফল কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন৷
ছবি: Reuters/A. Nelles
মার্কিন জলবায়ু জোট
ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন রাজ্যের গভর্নররা মিলে ‘ইউএস ক্লাইমেট অ্যালায়েন্স’ নামের এক জোট গড়ে তুলেছেন৷ তাঁরা শুধু প্যারিস চুক্তি কার্যকর করবেন না, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপের ঘোষণা করেছেন৷
ছবি: Imago/blickwinkel
ক্যালিফোর্নিয়া আদর্শ দৃষ্টান্ত
ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ভুল পথ বেছে নিয়েছেন৷’’ এমন ‘বিপথগামী’ ও ‘কাণ্ডজ্ঞানহীন’ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর রাজ্য তার বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত৷
ছবি: Reuters/M. Whittaker
6 ছবি1 | 6
এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ক্লিন পাওয়ার প্ল্যান বাতিলের লক্ষ্যে ইপিএ-কে ঐ পরিকল্পনাটি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন৷ পরিকল্পনা প্রণয়নে সাবেক প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছিল কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছিল৷
অবশ্য ওবামা প্রশাসনের পরিকল্পনার বাস্তবায়ন ২০১৬ সালের ফেব্রুয়ারিতেই স্থগিত হয়ে গিয়েছিল৷ কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট ঐ পরিকল্পনা বাস্তবায়ন বৈধ কিনা তা যাচাই করতে চেয়েছিলেন৷
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংস্থার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠনগুলো৷ ইপিএ প্রধানের প্রস্তাবিত নতুন আইন যেন পাস হতে না পারে সেজন্য আইনগত সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারমান৷ তিনি একজন ডেমোক্র্যাট৷
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনি প্রচারণার সময় কয়লা খনির ব্যবসায়ীদের স্বার্থের প্রতি খেয়াল রাখার অঙ্গীকার করেছিলেন৷ সে কারণে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)
জলবায়ু পরিবর্তন রুখতে যা যা করতে পারেন
জলবায়ু পরিবর্তন রোধ, বিশেষ করে বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমানোর উপায় নিয়ে বছর জুড়েই চলে আলোচনা৷ রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগেরও শেষ নেই৷ ব্যক্তি পর্যায়ের ছোট ছোট কিছু উদ্যোগও কিন্তু এ ক্ষেত্রে ভালো ফল বয়ে আনতে পারে৷
ছবি: picture alliance/Bildagentur-online
লাইটের বাল্ব বদলে ফেলুন
ঘরে খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছেন? সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এসব লাইটের বাল্ব অনেক সময় খরচও বাড়ায়৷ বিদ্যুতের খরচ কমাতে চাইলে শিগগির এলইডি বাল্ব লাগিয়ে নিন৷ অন্য সব বাল্বের চেয়ে এলইডি বাল্ব শতকরা ৯০ ভাগ পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করে৷
ছবি: DW/Gero Rueter
সব কাপড় রোদে-হাওয়ায় শুকান
কাপড় শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করেন? যখনই সম্ভব ধোঁয়া কাপড় ড্রায়ারে না দিয়ে বাইরে টানিয়ে দিন৷ একটু সময় লাগলেও এক সময় কাপড়গুলো ঠিকই শুকিয়ে যাবে৷ বিদ্যুৎচালিত যন্ত্রপাতি যত কম ব্যবহার করবেন, ততই উপকার৷ জানেন তো, বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? ড্রায়ার আপনার কাপড় শুকায় ঠিকই, পাশাপাশি উষ্ণতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে৷
ছবি: picture-alliance/AP/Hussein Malla
রিসাইক্লিং
বিশ্বকে বাসযোগ্য রাখতে অনেক জিনিসই রিসাইক্লিং, অর্থাৎ পুনর্ব্যবহার করার চল শুরু হয়েছে সারা বিশ্বে৷ তবে রিসাইক্লিংয়ের চর্চা থেকে অনেক মানুষই এখনো দূরে৷ একজন একজন করে শুরু করলেও সংখ্যাটা বাড়বে৷ জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধের জন্য সেটাও কাম্য৷
ছবি: Fotolia/TrudiDesign
ঠান্ডা পানিতে কাপড় ধোয়া ভালো
আপনি কি গরম পানিতে কাপড় ধুয়ে অভ্যস্ত? তাহলে কিন্তু গ্রিন হা্উ গ্যাস নির্গমন বাড়িয়ে আপনি জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখছেন৷ ঠান্ডা পানিতে কাপড় ধোয়া মোটেই কঠিন কাজ নয়৷ সহজ এই কাজটি করেও পরিবেশের উপকার করতে পারেন৷
ছবি: Fotolia/Kzenon
হাইব্রিড গাড়ি চালান
গাড়ির ধোঁয়া পরিবেশের ব্যাপক ক্ষতি করে৷ তাই গাড়ি যদি চালাতেই হয়, তাহলে হাইব্রিড ইলেকট্রিক গাড়ি কিনুন৷ তাতে ক্ষতি কিছুটা কম৷
ছবি: picture-alliance/Photoagency Interpress
গরু, খাশির মাংস কম খান
গরু, খাশি এবং অন্যান্য পশুর মাংস খাওয়া কমিয়ে বা পুরোপুরি বাদ দিয়ে নিরামিষভোজী হলেও পরিবেশের উপকার৷
ছবি: FOX BROADCASTING/The Simpsons
স্বল্প দূরত্বে বিমানযাত্রা কমান
বিমান চলাচলেও পরিবেশের অনেক ক্ষতি৷ ফলে আপনি যদি দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় অন্তত বিমানে না ওঠেন, তা পরিবেশ রক্ষায় কিছুটা ভূমিকা অবশ্যই রাখবে৷
ছবি: picture-alliance/P. Mayall
গাড়ি ছেড়ে বাইসাইকেল
যে কোনো ধরনের গাড়ি বর্জন করে যদি বাইসাইকেলে যাতায়াত করেন তাতে শরীর এবং পরিবেশ দুয়েরই উপকার৷
ছবি: picture-alliance/akg-images
বেশি সন্তান নয়
জনসংখ্যা বাড়লে পরিবেশের ওপর চাপও বাড়ে৷ ফলে বেশি সন্তান না নেয়াই ভালো৷