ওবামার জয়ে ভারতে সর্বস্তরে অনুকূল প্রতিক্রিয়া
৭ নভেম্বর ২০১২মার্কিন প্রেসিডেন্ট পদে বারাক ওবামার পুনর্নির্বাচনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ে ভারত-মার্কিন পার্টনারশিপ বা সহযোগিতা আরো মজবুত হবে যা বিশ্ব শান্তি ও সুস্থিতি সুনিশ্চিত করবে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত হবে, বিজ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হবে এবং জনসাধারণের ক্ষমতায়নের মাধ্যমে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা সম্ভব হবে৷
অর্থমন্ত্রী পি. চিদাম্বরম আশা প্রকাশ করেন, ওবামার জয়ে সার্বিক ভারত-মার্কিন সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে৷
ভারতের আইটি বা তথ্য প্রযুক্তি শিল্পের জন্য সুখবর নয় বলে মনে করেন একটি আইটি কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা৷ ওবামা বলেছিলেন, আউটসোর্সিং বিশেষ করে ভারতে, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার সংকুচিত করছে৷ ভারতের আইটি ক্ষেত্রের ৮০ শতাংশ আয় হয় মার্কিন ও ইউরোপ থেকে৷ তবে ওবামার নির্বাচনী আশ্বাসের প্রকৃত অভিঘাত বোঝা যাবে আগামী বছর৷
আইটি কোম্পানির আরেক শীর্ষব্যক্তির মতে, ওবামার জয় ভারতের পক্ষে ভালো৷ মার্কিন আর্থিক নীতি অপরিবর্তিত থাকবে৷ আউটসোর্সিং-এর ওপর তেমন প্রভাব পড়বে না৷ নাম করা আর এক আইটি কোম্পানির বড়কর্তার মতে, আউটসোর্সিং মডেল সর্বজন গৃহীত৷ শুধু ভারতের দৃষ্টিকোণ থেকে নয়, বৈশ্বিক দৃষ্টিতেও এর চাহিদা বাড়বে, কর্মসংস্থান বাড়বে৷
বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দাসগুপ্ত ডয়চে ভেলেকে বললেন, ‘‘আউটসোর্সিং কম করতে গেলে ও দেশের শিল্প লবি যারা নির্বাচনের খরচ জুগিয়েছে, তারা সেটা করতে দেবে না৷ ওদের অখুশি রেখে ওবামার পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না৷ দ্বিতীয়ত, আউটসোর্সিং কমালেই ওদেশে চাকরি বাড়বে, সেটাও বলা যায়না৷''
দীপঙ্কর দাসগুপ্তের কথায়, ‘‘ওবামা যেটা করবেন, সেটা হলো ভারতের বাজারটা ধরার জন্য প্রাণপণ চেষ্টা চালানো৷ আমাদের মিডল ক্লাস মার্কেটটা ধরে জিনিস-পত্র বিক্রি করতে পারলেই ওদের দেশে কর্মসংস্থান বাড়বে৷''
তাছাড়া মনমোহন সিং সরকারও তাতে সাড়া দেবার জন্য তৈরি, বললেন অর্থনীতিবিদ দীপঙ্কর দাসগুপ্ত৷