হিজড়াদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া একটি গাইডলাইন বা নির্দেশনা বুধবার বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ তবে আদালতের কাছ থেকে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
বিজ্ঞাপন
গতবছর মে মাসে হোয়াইট হাউস থেকে দেয়া ঐ নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলোকে হিজড়া শিক্ষার্থীদের তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী টয়লেট ব্যবহার করতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল৷ অর্থাৎ হিজড়ারা নিজেদের যে লিঙ্গের অন্তর্গত বলে মনে করেন, সেই অনুযায়ী তাদের টয়লেট ব্যবহার করতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল৷
সেই সময় ১৩টি রাজ্য এই নির্দেশনার বিরুদ্ধে মামলা করেছিল৷ একজন ফেডারেল বিচারকও ওবামার গাইডলাইন স্থগিত করে রায় দিয়েছিলেন৷
প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার বা হিজড়া গণনা
পাকিস্তানের আদমশুমারিতে প্রথমবারের মতো দেশের ট্রান্সজেন্ডার বা হিজড়াদের গণনা করা হচ্ছে৷ এমন কয়েকটি দেশের কথা এখানে থাকছে, যারা মাত্র কয়েক বছর আগে আদমশুমারিতে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের অন্তর্ভুক্ত করেছে৷
ছবি: Imago/Dean Pictures
ইতিহাসে প্রথম
দীর্ঘ ১৯ বছর পর চলতি বছরের মার্চে পাকিস্তানে জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আর এ বছরই প্রথমবারের মতো সেখানে হিজড়াদের গণনা করা হবে৷ ৯ জানুয়ারি এক বৃহন্নলার আপিলের প্রেক্ষিতে পাকিস্তানের লাহোর হাইকোর্ট এ রায় দিয়েছেন৷ হাইকোর্ট পাকিস্তান সরকার এবং ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে এই রায় কার্যকরের নির্দেশ দিয়েছেন৷
ছবি: Imago/Dean Pictures
অধিকারের মামলা
ট্রান্সজেন্ডার ওয়াকার আলী গত বছরের নভেম্বরে আদালতে এই আবেদন পেশ করেন৷ যেখানে বলা হয়, পাকিস্তানের হিজড়া সম্প্রদায় তাদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত৷ তাই ৬ষ্ঠ আদমশুমারিতে তাদের অন্তর্ভুক্ত করে হিজড়াদের অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়েছিলেন তিনি৷
ছবি: Urooj Raza
সঠিক সংখ্যা কত?
পাকিস্তানে ট্রান্সজেন্ডারদের সংখ্যা কত সে সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই৷ অ্যাডভোকেসি গ্রুপ ট্রান্স অ্যাকশনের জরিপ অনুযায়ী, ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানে হিজড়াদের সংখ্যা ৫ লাখ৷ ২০১২ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডারদের দেশের নাগরিক হিসেবে সমান অধিকার দেয়ার আদেশ দেন, সেখানে সম্পত্তিতেও সমানাধিকারের কথা বলা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Hassan
বিশ্বে প্রথম নেপাল
২০১১ সালে বিশ্বে প্রথমবারের মতো কোনো একটি দেশে আদমশুমারিতে হিজড়াদের গণনা করা হয়, সে দেশটি নেপাল৷ প্রথমবারের মতো সেখানে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের নিবন্ধিত করা হয়৷
ছবি: Getty Images/P. Mathema
ভারত
২০১১ সালেই ভারতেও আদমশুমারিতে হিজড়াদের অন্তর্ভুক্ত করা হয়, তবে তা নেপালের পরে৷
ছবি: AP
জার্মানি
জার্মানি প্রথম ইউরোপীয় দেশ, যেখানে ২০১৩ সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়া হয়৷ কোনো শিশু যদি ট্রান্সজেন্ডার হয়, তবে বাবা-মা জন্ম সনদে তৃতীয় লিঙ্গ নির্বাচন করতে পারবেন৷
ছবি: Reuters
বাংলাদেশ
বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ২০১৩ সাল থেকে তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের পাসপোর্টসহ আদমশুমারিতে অন্তর্ভুক্ত করেছে৷
ছবি: picture-alliance/dpa/Monirul Alam
7 ছবি1 | 7
ট্রাম্প প্রশাসন বুধবার এই নির্দেশনা বাতিল করে সব স্কুলে নতুন একটি গাইডলাইন পাঠিয়েছে৷ দুই পৃষ্ঠার ঐ নির্দেশনায় বলা হয়, ওবামা প্রশাসনের গাইডলাইনটিতে পর্যাপ্ত আইনি বিশ্লেষণের অভাব রয়েছে৷ এছাড়া ‘টাইটেল নবম’ আইনে যা বলা আছে, তার সঙ্গে ওবামার নির্দেশনার কোথায় মিল রয়েছে, তারও ব্যাখ্যা দেয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন৷ উল্লেখ্য, টাইটেল নবম হচ্ছে একটি আইন, যার মাধ্যমে স্কুলে যৌন বৈষম্য করা নিষিদ্ধ করা হয়েছে৷ তবে লিঙ্গ পরিচয় এই আইনে গণ্য হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে৷
ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় হিজড়াদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার স্কুল ও রাজ্যগুলোর উপর ছেড়ে দেয়া হয়েছে৷
তবে এই বিষয়ে আদালতের কাছ থেকে একটি পরিপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় ২০০ জন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছিলেন৷ তাঁদের হাতে ছিল রংধনু রংয়ের পতাকা, যা এলজিবিটি সম্প্রদায়ের প্রতীক৷
পাকিস্তানের হিজরারা নেচে ভয় কাটান
দিনের বেলা ওয়াসিম সেলফোনের সরঞ্জাম বেচেন৷ রাতে তিনি মহিলা সেজে বিভিন্ন পারিবারিক উৎসবে নাচেন৷ ওয়াসিম হলেন হিজরা, রক্ষণশীল পাকিস্তানে যা এক অনন্ত সংগ্রাম৷ আলোকচিত্রী মুহম্মদ মুহাইসেনের তোলা ছবি৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
নিশীথ নর্তকী
রাওয়ালপিন্ডি শহরে আঁধার নেমে এলে ওয়াসিমের মুজরা শুরু হয়৷ ২৭ বছর বয়সি ওয়াসিম নাচেন ‘‘হিজরা’’ হিসেবে, যাকে ‘তৃতীয় লিঙ্গ’ বলা হয়ে থাকে৷ পাকিস্তানে প্রায় আট লাখ হিজরা আছেন, বলে অনুমান৷ বিয়েশাদি এবং অন্যান্য উৎসবে নাচনেওয়ালি হিসেবে তাঁরা খুবই জনপ্রিয়, কেননা হিজরার নাচ মঙ্গল আনে বলে অনেকের বিশ্বাস৷ কিন্তু শুধুমাত্র সেখানেই হিজরারা গ্রহণযোগ্য৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
দিনের আলোয়
পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রে পুরুষদের মহিলাদের বেশ ধারণ করাটা আজও অবাঞ্ছনীয়৷ ওয়াসিম দিনের বেলা সেলফোনের সরঞ্জাম বিক্রি করেন৷ তাঁর সহকর্মী কিংবা বন্ধুবান্ধব ওয়াসিমের নিশীথ জীবন সম্পর্কে কিছুই জানেন না৷
ছবি: picture-alliance/AP Photo/M. Muheisen
ওয়াসিম হলেন রানি
ওয়াসিমের এই দ্বিমুখী জীবনের কারণ হলো: ‘‘নাচনেওয়ালি হিসেবে আমি বেশি রোজগার করি৷’’ বাস্তবিক যাঁরা হিজরা বলে পরিচিত, তাঁদের কাছে জীবন একটা অনন্ত সংগ্রাম৷ যে নর্তকী হিসেবে কাজ করতে পারেন না, তাঁর জন্য বাকি থাকে শুধু পতিতাবৃত্তি৷ সেই সঙ্গে নানা অপমান ও অপব্যবহার – যা ওয়াসিমও খুব ভালোভাবেই চেনেন৷
ছবি: picture-alliance/AP Photo/M. Muheisen
যখন একা
বহু ধর্মবিশ্বাসী মানুষ ‘‘না স্ত্রী, না পুরুষ’’ এই জীবদের ঘৃণা করেন৷ জঙ্গি ইসলামপন্থিরা প্রকাশ্যেই হিজরাদের বিরুদ্ধে বিষোদ্গীরণ করে থাকে৷ কাজেই হিজরারা থাকেন সঙ্গোপনে, নিজেদের মধ্যে৷ ‘‘আমি রাস্তায় বেরলে মানুষজন হাঁ করে থাকে’’, জানালেন ৪৩ বছর বয়সি বখতাওয়ার: ‘‘আমি যখন অন্য হিজরাদের সঙ্গে নাচি, শুধুমাত্র তখনই আমার নিজেকে নিরাপদ এবং সম্মানিত বলে মনে হয়৷’’
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
স্বপ্নে দেখা রাজকন্যা
মানুষের চোখ এড়ানোর জন্য হিজরারা শহরের অলিগলিতে আশ্রয় নিয়েছেন, এমনকি নিজেদের সহকর্মী ও পরিবারবর্গের কাছেও সত্তার মহাসত্যটি গোপন রাখেন তাঁরা৷ অথচ ২০১১ সালে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ‘তৃতীয় লিঙ্গ’-কে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে৷ হিজরারা তাঁদের পাসপোর্টে লিখতে পারেন যে তাঁরা হিজরা; তাঁরা ভোট দিতে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আর পাঁচজনের মতো কাজে যেতে পারেন৷
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
সমানাধিকারের দাবি
২০১৩ সালের সংসদীয় নির্বাচনে বিন্দিয়া রানার মতো প্রার্থীরা প্রথমবারের মতো অংশ নিতে পারেন (ছবিতে ডানদিকে)৷ নির্বাচনে জিততে না পারলেও, রানা সমানাধিকার এবং বৈষম্যের অন্ত ঘটানোর দাবিতে তাঁর বেসরকারি সংস্থা বা এনজিও-র কাজ চালিয়ে যাচ্ছেন: কেননা শুধু আইন করে পাকিস্তানের রক্ষণশীল সমাজের মনোভাব পরিবর্তন করা সম্ভব নয়৷
ছবি: picture-alliance/AP/Shakil Adil
টানাপোড়েন
আজও খুব কম মানুষই ৪৪ বছর বয়সি আমজাদের মতো সগর্বে বলতে পারেন: ‘‘নারী হিসেবে একমাত্র কাজ, যা আমি করতে পারি না, তা হল সন্তানের জন্ম দেওয়া৷’’
ছবি: picture-alliance/AP/Muhammed Muheisen
7 ছবি1 | 7
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল হয়ে উঠেছে৷ সম্প্রতি মেক্সিকোর সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের (তারা যে দেশেরই নাগরিক হোন না কেন) মেক্সিকোতে ফেরত পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ ফলে নতুন করে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে৷
মেক্সিকো বলেছে, দুই দেশের সম্পর্ক ভেঙে গেলে অবৈধ মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্রকে তারা যে বর্তমানে সহযোগিতা করছে, তার উপর প্রভাব পড়তে পারে৷ এছাড়া মধ্য অ্যামেরিকার নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেও মেক্সিকো যুক্তরাষ্ট্রকে সহায়তা করে থাকে৷ সম্পর্ক ভেঙে গেলে এই কার্যক্রমও ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে মেক্সিকো৷
এই পরিস্থিতিতে মেক্সিকোর সঙ্গে আলোচনা করতে সেই দেশে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি৷ বৃহস্পতিবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাঁদের আলোচনা হওয়ার কথা রয়েছে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)
মার্কিন-মেক্সিকান সীমান্তে কংক্রিটের দেয়াল?
মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা হবে: মেক্সিকোর প্রেসিডেন্ট নিয়েতোর সঙ্গে সাক্ষাতের স্বল্প আগে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প৷ কিছুদূর ইস্পাতের বেড়া এখনই আছে৷ এবার কি কংক্রিটের দেয়াল তৈরি হবে?
ছবি: Reuters/J. L. Gonzalez
দেয়াল তৈরি ভালোই বোঝেন ট্রাম্প
‘‘আমি দেশের দক্ষিণ সীমান্তে একটি সুবিশাল দেয়াল তুলব; অন্য কেউ আমার মতো ভালো দেয়াল বানাতে পারে না৷ আর আমি মেক্সিকোকে দিয়ে এই দেয়াল তৈরির দাম দেওয়াব’’, নির্বাচনি প্রচার অভিযানে বলেছিলেন ট্রাম্প৷ এযাবৎ তিনি বিশেষ করে বহুতল ভবন আর হোটেল বানিয়েছেন৷ সীমান্তে প্রাকার তাঁর দশ-দফা অভিবাসন নীতির প্রথম দফা৷
ছবি: picture-alliance/AP Photo/C. Torres
মাঝপথে থেমে যায় সেই দেয়াল
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার, তার মধ্যে ১,১০০ কিলোমিটার পথ জুড়ে ইতিমধ্যেই বেড়া তৈরি হয়েছে৷ যুক্তরাষ্ট্রের চারটি ও মেক্সিকোর ছয়টি প্রদেশ এই সীমান্ত বরাবর৷ মরুভূমি থেকে শুরু করে মহানগরীর মধ্যে দিয়ে গিয়েছে সেই সীমান্ত৷ এলাকাটি দুর্গম বলে মার্কিন নিউ মেক্সিকো রাজ্যে সীমান্তের একটি ক্ষুদ্র অংশ খোলা রাখা হয়েছে৷ অন্য অনেক জায়গায় সশস্ত্র সীমান্তরক্ষীরা টহল দিচ্ছে৷
ছবি: Reuters/M. Blake
অলঙ্ঘনীয়
মেক্সিকো সীমান্ত দিয়ে বছরে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, বলে অনুমান করা হয়৷ এই অভিবাসীদের অধিকাংশই আসেন মেক্সিকো থেকে৷ বেআইনিভাবে মার্কিন মুলুকে বাস করা খুব সহজ কাজ নয়৷ কিছু কিছু মেক্সিকানকে থাকতে দেওয়া হয়, কিন্তু তাদের পরিবারবর্গকে মেক্সিকো থেকে নিয়ে আসতে দেওয়া হয় না, অর্থাৎ ভিসা দেওয়া হয় না৷
ছবি: picture-alliance/dpa/A. Zepeda
শুধু একটু স্পর্শ...
সীমান্তের বেড়া পরিবারদের আলাদা করে রাখে, বুকে জড়িয়ে না ধরে শুধু হাত ছুঁয়ে যেটুকু সান্নিধ্য, যেটুকু সান্ত্বনা পাওয়া যায়৷ ট্রাম্প যদি তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়িত করেন, তাহলে ইস্পাতের বেড়ার ফাঁকটুকুও নিরেট কংক্রিট হয়ে যাবে৷
ছবি: picture-alliance/ZumaPress/J. West
অন্যায় সন্দেহ
‘‘মেক্সিকো যখন এদেশে মানুষ পাঠায়, তখন তাদের সেরা মানুষগুলোকে পাঠায় না’’, নির্বাচনি প্রচার অভিযানে বলেছিলেন ট্রাম্প৷ ‘‘ওরা এমন সব লোক পাঠায়, যাদের অনেক সমস্যা আছে৷ তারা ড্রাগস, অপরাধ, ধর্ষণ, এই সব নিয়ে আসে৷ তবে কিছু ভালো মানুষও আছে বলে আমি ধরে নিচ্ছি৷’’ ট্রাম্প বেআইনি অভিবাসীদের, অন্তত অপরাধীদের বহিষ্কার করতে চান৷ তবে সব হুমকি সত্ত্বেও বহু মেক্সিকান যুক্তরাষ্ট্রে আসার স্বপ্ন পরিত্যাগ করতে রাজি নন৷
ছবি: picture-alliance/AP Photo/G. Bull
মরুভূমি, সীমান্ত, মৃত্যু
কিছু মানুষের সমৃদ্ধির স্বপ্ন শেষ হয় সীমান্তে: কিছু যান কারাগারে, অন্যরা প্রাণ হারান রক্ষীদের গুলিতে৷ মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেড়ার ভিতর দিয়ে গুলি চালিয়েছেন, মিডিয়ায় যার তুমুল সমালোচনা হয়েছে৷ মেক্সিকোর ছ’জন নাগরিক এভাবে মারা যাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট রক্ষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷ ২০১৫ সালে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে এক ফেডারাল কৌঁসুলি মামলা করেন৷
ছবি: Reuters/D.A. Garcia
বন্দুক হাতে জমির পাহারায়
মার্কিন খামারচাষি জিম চিল্টন তাঁর জমি পাহারা দিচ্ছেন৷ তাঁর দু’লাখ বর্গমিটার পরিধির খামারটি অ্যারিজোনা রাজ্যের দক্ষিণ-পূর্ব কোণে, মেক্সিকোর সীমান্ত ঘেঁষে, মাঝে শুধু একটি কাঁটাতারের বেড়া৷ চিল্টন নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন, এমনকি মাঝেমধ্যে বন্দুক কাঁধে করতেও দ্বিধা করেন না৷
ছবি: Getty Images/AFP/F.J. Brown
বেড়া শেষ হয় সমুদ্রে
সান ডিয়েগোর ওটি মিজা সীমান্ত পারাপার কেন্দ্র থেকে প্রশান্ত মহাসাগর অবধি বেড়ার শেষ সাড়ে ২২ কিলোমিটার দৈর্ঘ্যের অংশটিকে স্থানীয় লোকজন ঠাট্টা করে বলেন ‘তর্তিয়া ওয়াল’৷ তর্তিয়া হলো ‘স্প্যানিশ ওমলেট’৷