1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার পালে স্যান্ডি-হাওয়া

১ নভেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের যখন সাত দিনও বাকি নেই তখন কিনা ভোট প্রার্থনা বন্ধ রাখলেন ওবামা! তাতে অবশ্য তাঁর ক্ষতির চেয়ে লাভই বেশি হওয়ার কথা৷

ছবি: Reuters

‘‘আপনারা আমার ভাবনায় আছেন, প্রার্থনায় আছেন৷ আপনাদের এ দুঃসময়ে পাশে আছি আমি৷'' গত তিন দিন নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে স্যান্ডির আঘাতে বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে এ কথাই বলেছেন বারাক ওবামা৷ বলেছেন, ‘‘আমরা এখানে এসেছি আপনাদের জন্য৷ আমরা আপনাদের ভুলবো না৷ বিপর্যয় কাটিয়ে পুরোপুরি গুছিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা অবশ্যই চোখ রাখবো আপনাদের ওপর৷ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সরবো না৷''

কাজ মানে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চরম দুর্দশাগ্রস্ত লক্ষ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা৷ গত কয়েকটা দিন প্রকৃত নেতার মতো সে আশ্বাসই দিয়ে গেছেন এই ডেমোক্র্যাট প্রার্থী৷

ঘূর্ণিঝড় স্যান্ডি সৃষ্ট বিপর্যয় এখনও কাটিয়ে ওঠা যায় নি...ছবি: Getty Images

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থি মিট রমনি স্যান্ডিতে যখন তছনছ হয়ে যাচ্ছে বিপুল এলাকার জনজীবন, তখনও বন্ধ রাখেন নি নির্বাচনী প্রচারণা৷ দৈনন্দিন কাজের সূচিতে শুধু স্থান পেয়েছিল দুর্গত এলাকা সফরের বিষয়টি৷ তা এমন বিপরীত কৌশলে কার লাভ হলো? কে বাড়িয়ে নিলেন ভোটারের আস্থা? এক কথার জবাবটা সময়ই দেবে৷ মঙ্গলবার তো খুব দূরে নয়৷ তারপর শেষ হবে ব্যালট গণনা৷ জানা যাবে যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট পাবে, নাকি আরেকটা সুযোগ পাবেন ওবামা?

যুক্তরাষ্ট্রের মিডিয়ার দেয়া খবর অনুযায়ী, স্যান্ডির কারণে এ পর্যন্ত মারা গেছে ৬০ জন৷ ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যাপক৷ এমন পরিস্থিতিতে ভোট প্রার্থনা বুধবার পর্যন্ত স্থগিত রেখে প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তা নাকি শেষ দিকে খানিকটা এগিয়ে দেবে ওবামাকে৷ বিশ্লেষকদের অনেকে সেরকমই বলছেন!

এসিবি/ ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ