1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার প্রতি ‘রোহিঙ্গা' নামটি উচ্চারণের আহ্বান

আরাফাতুল ইসলাম১১ নভেম্বর ২০১৪

রোহিঙ্গা শব্দটি অনেকের কাছেই পরিচিত৷ মিয়ানমারে নির্যাতন, নিপীড়নের শিকার অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন বাংলাদেশে৷ এবার তাদের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি এক বিশেষ অনুরোধ এসেছে টুইটারে৷

Myanmar Zyklon Mahasen Golf von Bengalen 15.05.2013 OVERLAY GEEIGNET
ছবি: Soe Than Win/AFP/Getty Images

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১২ নভেম্বর বুধবার মিয়ানমার সফর করবেন৷ এসময় সেদেশের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷ ওবামার এই সফরকে কেন্দ্র করে টুইটারে ইংরেজিতে #রোহিঙ্গা এবং #জাস্টসেদেয়ারনেম হ্যাশট্যাগ ব্যবহার করে শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রচারণা৷

টুইটারে একাধিক ব্যক্তি দাবি করেছেন, রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে অনিচ্ছুক মিয়ানমার সরকার৷ এমনকি ‘রোহিঙ্গা' নামটি যাতে আন্তর্জাতিক স্তরে উচ্চারিত না হয় সেই চেষ্টাও করছে সেদেশ৷ তাই টুইটারে প্রচারণায় অংশ নেয়াদের দাবি হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা যাতে সেইনের সঙ্গে আলাপকালে রোহিঙ্গা নামটি উচ্চারণ করেন৷

টুইটারভিত্তিক অনলাইন ক্যাম্পেইনে দাবি করা হয়েছে, দশকের পর দশক ধরে মিয়ানমারে বসবাস করলেও এক দশমিক তিন মিলিয়ন রোহিঙ্গাকে এখনো ‘বিদেশি' হিসেবে বিবেচনা করছে মিয়ানমার সরকার৷ তাদেরকে অবৈধ ‘বাঙালি' অভিবাসী মনে করছে সেদেশ ৷ ফলে রোহিঙ্গারা মিয়ানমারের নাগিরকত্ব পাচ্ছেন না৷ এমনকি কাজ করতে চাইলে, নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে চাইলে কিংবা বিয়ে ও সন্তান ধারণ করতে চাইলেও তাদের সরকারের অনুমতির প্রয়োজন হয়৷

দোহাভিত্তিক আল-জাজিরার কলাম লেখক খালেদ বে টুইটারে জানিয়েছেন, প্রতিদিন গড়ে নয়শো রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন৷ অধিকাংশ ক্ষেত্রেই তারা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ