1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার শেষ, ট্রাম্পের শুরুর পালা

১৯ জানুয়ারি ২০১৭

এসে গেছে পালাবদলের সন্ধিক্ষণ৷ সারা বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ এবং ডোনাল্ড ট্রাম্পের শুরুর মুহূর্তগুলো দেখার অপেক্ষায়৷ এ মুহূর্তে সব পথ গেছে ওয়াশিংটন ডিসির দিকে৷

ট্রাম্প ও ওবামা
ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা (ফাইল ফটো)ছবি: picture-alliance/abaca/O. Douliery

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর অভিষেক অনুষ্ঠান দেখার জন্য সারা বিশ্ব থেকে প্রায় ৯ লক্ষ পর্যটক ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে হাজির৷ আপাত দৃষ্টিতে বিশাল মনে হলেও সত্যিকার অর্থে সংখ্যাটি কিন্তু খুব বিশাল নয়৷ আট বছর আগে যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা যেদিন শপথ নিয়েছিলেন, সেদিন তাঁর দর্শন পেতে যুক্তরাষ্ট্রে পদধুলি দিয়েছিল অন্তত ১৮ লক্ষ বিদেশি৷

যুক্তরাষ্ট্রে বসবাসরতদের বেশ বড় একটা অংশের মাঝেও ডোনাল্ড ট্রাম্পকে সাদরে অভিনন্দন জানানোর আগ্রহ নেই৷ বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, অভিষেকের দিনে পালাবদলকে শান্তিপূর্ণই রাখবে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের মানুষ৷ তবে পরেরদিনই বিভিন্ন স্থানে হবে নানা ধরনের প্রতিবাদ-বিক্ষোভ৷ সবচেয়ে বড় জমায়েতটি হবে ‘উইমেন মার্চ'-এ৷ ২১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ পদযাত্রায় দু'লক্ষ নারী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে৷

তবে তারপরও ঐতিহ্য অনুযায়ী, যুক্তরাষ্টের বিদায়ী প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বিদায় এবং নতুন প্রেসিডেন্টের অভিষেকের যাবতীয় আনুষ্ঠানিকতাকে সাবলীল, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রাখার সার্বিক প্রস্তুতি চূড়ান্ত৷

শুক্রবার সকালে বিদায়ী এবং নতুন প্রেসিডেন্ট সস্ত্রীক একসঙ্গে বসবেন চায়ের কাপ হাতে৷ চায়ে শেষ চুমুক শেষে একসঙ্গেই গাড়িতে উঠবেন ওবামা, ট্রাম্প দম্পতি৷ শুরু হবে গাড়ি শোভা যাত্রা৷ সেই শুভযাত্রা শেষ হবে ক্যাপিটলে৷ সেখানেই অভিষেক অনুষ্ঠানের মূলপর্ব৷ সেখানেই ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি৷ শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট প্রথম ভাষণও দেবেন সেখানেই৷

এদিকে ট্রাম্পের অভিষেকের ডামাডোলের মাঝেই যুক্তরাষ্ট্রর ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন৷ সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠানরত বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে জার্মান এক টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘‘আমরা গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের জন্য লড়ছি৷ যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই, ‘আপনাদের অ্যাজেন্ডা কী?' সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নির্ভরশীলতা৷''

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, বিবিসি) 

এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ