1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার সঙ্গে ‘চকলেট কিং' এর বৈঠক

৪ জুন ২০১৪

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন৷ ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়া পোরোশেঙ্কো শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷

Obama mit Poroschenko 04.06.2014
ফাইল ফটোছবি: Reuters

ওবামার সঙ্গে ‘চকলেট কিং' এর বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন৷ ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়া পোরোশেঙ্কো শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷

ইউরোপ সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ওবামা পোল্যান্ডের ওয়ারশ-তে কনফেকশনারি ব্যবসায়ী পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলেন৷ বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার যে ইউক্রেনের রয়েছে তার প্রতি মার্কিন সমর্থনের কথা জানালেন ওবামা৷

এছাড়া ইউক্রেনে চকলেট কিং বলে পরিচিত পোরোশেঙ্কোর শপথ অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র৷

এদিকে বুধবার দিনের শেষে বেলজিয়ামের ব্রাসেলসে জি-৭ এর বৈঠক অনুষ্ঠিত হবে৷ সেখানেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে৷ পাশাপাশি ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বর্তমান সম্পর্কের বিষয়টিও সেখানে আলোচিত হওয়ার কথা৷

একই অনুষ্ঠানে ওবামা-পুটিনছবি: picture-alliance/dpa

একই অনুষ্ঠানে ওবামা-পুটিন

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের শীতল অবস্থা শুরু হওয়ার পর প্রথমবারের মতো একই অনুষ্ঠানে উপস্থিত হবেন ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ উপলক্ষ্য – ডি-ডে-র ৭০ তম বার্ষিকী উদযাপন৷ এসময় দুই নেতার মধ্যে কোনো বৈঠক হবে কিনা তা পরিষ্কার নয়৷ তবে পুটিনের সঙ্গে জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে৷

সক্রিয় রুশপন্থিরা

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী রুশপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে৷ লুগানস্কে মঙ্গলবার রাতভর সংঘর্ষে ৬ জন জঙ্গি নিহত হওয়ার খবর দিয়েছে ইউক্রেনের ন্যাশনাল গার্ড৷ ১০ ঘণ্টা ধরে চলা এই সংঘাতে তিন সরকারি সেনা আহত হন৷

উল্লেখ্য, ২৫ মে-র নির্বাচনে পোরোশেঙ্কোর জয়লাভের পর থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের হামলা আরও বেড়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ