1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

১১ সেপ্টেম্বর ২০১২

মার্কিন নির্বাচন যত এগিয়ে আসছে তত জোরালো হচ্ছে দুই শিবিরের প্রচারণা৷ রিপাবলিকান প্রার্থী রমনি ভোটারদের তুষ্ট করতে ওবামার স্বাস্থ্য সেবার পক্ষেও সুর মেলালেন৷ ওদিকে নির্বাচনি তহবিল জোগাড়ে রমনিকে পেছনে ফেললেন ওবামা৷

ছবি: Reuters

আগামী নভেম্বর মাসে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ আর সেই নির্বাচন উপলক্ষ্যে দিন দিন ফুলে ফেঁপে উঠছে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের প্রচারণার ফানুস৷ ভোটারদের যে করেই হোক তাদের পক্ষ নিয়ে আসতে হবে, তাই একের পর এক প্রতিশ্রুতি আর বিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করা চলছে এখন মার্কিন রাজনীতিতে৷ এই ক্ষেত্রে কখনো বারাক ওবামা এগিয়ে থাকেন কখনো বা মিট রমনি৷ বিশেষ করে রিপাবলিকান প্রার্থী মিট রমনি তার রানিং মেট হিসেবে উইসকন্সিনের কংগ্রেসম্যান পল রায়ানকে নির্বাচিত করার পর এই প্রচারণা বেগ পেয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার গত চার বছরে কী কী ঘাটতি রয়ে গেছে সেটি নিয়ে তারা ভোটারদের সামনে চলে আসছেন৷ কখনো ওবামার নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও করছেন৷ তবে এখন পর্যন্ত ভোটারদের মধ্যে যে সমীক্ষা চলেছে তাতে রমনি খুব একটা সুবিধা করতে পারেন নি৷ তার অর্থ ওবামার কর্মকাণ্ডের সমালোচনা করে ভোটারদের মন জয় করতে পারছেন না মিট রমনি৷ তাই এবার কিছুটা কৌশল পরিবর্তন করেছেন তিনি৷ ঢালাও সমালোচনা না করে ওবামার জনপ্রিয় কিছু কাজকেও সমর্থন করছেন তিনি৷ পাশাপাশি এও জানিয়ে দিচ্ছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেগুলোকে আরও জনোপকারি করে তুলবেন তিনি৷

যেমন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তিনি সম্প্রতি এনবিসি টিভিতে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন৷ সমর্থকদের অনেকটা চমকে দিয়েই তিনি তাতে বলেছেন, ওবামার স্বাস্থ্য খাতে এই সংস্কার কর্মকাণ্ড তিনি বন্ধ করবেন না৷ বরং তার অনেক কিছুই তিনি সমর্থন করেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেগুলো অব্যাহত রাখবেন৷ তিনি আরও বলেছেন যে জনগণ যেন এই স্বাস্থ্য সেবার আওতায় আসতে পারে সেটা নিশ্চিত করা দরকার৷ এছাড়া ছেলে মেয়েরা তাদের বয়স ২৬ হওয়া পর্যন্ত যেন বাবা মায়ের স্বাস্থ্য বিমার অধীনেই চিকিৎসা সেবা পায় সেজন্যও চেষ্টা করবেন রমনি, তেমনটি বলেন তিনি ওই টেলিভিশন সাক্ষাৎকারে৷

মিট রমনিছবি: Reuters

উল্লেখ্য, ওবামার ঐতিহাসিক স্বাস্থ্য সেবা খাত সংস্কার কর্মকাণ্ডের প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেছিলো রিপাবলিকান শিবির৷ তার এই সংস্কার কার্যক্রমের কারণে মার্কিন মধ্যবিত্ত সমাজের একটি বড় অংশ স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারে৷ রিপাবলিকানদের বাধা সত্ত্বেও সেটি মার্কিন কংগ্রেসে পাশ হয় এবং আগামী নির্বাচনে ওবামার জন্য সেটি একটি বড় সহায়ক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে৷ রমনি এখন সেই হাওয়া বুঝে তার সুর কিছুটা পাল্টেছেন৷

এদিকে শুরুর দিক থেকে নির্বাচনী তহবিল সংগ্রহে রমনির চেয়ে পেছনে ছিলেন বারাক ওবামা৷ তবে গত আগস্ট মাসে তাকে পেছনে ফেলে দিয়েছেন তিনি৷ দুই দলের নির্বাচনী শিবির থেকে জানানো হয়েছে, গত আগস্ট মাসে ডেমোক্র্যাট দলের নির্বাচনী তহবিলে মোট ১১৪ মিলিয়ন ডলার জমা হয়েছে৷ একই সময়ে রিপাবলিকান শিবির পেয়েছে ১১১ মিলিয়ন ডলার৷ ডেমোক্র্যাট দলের জন্য গত মাসে মোট ১১ লাখ সমর্থক চাঁদা দিয়েছেন বলে জানানো হয়েছে৷ উচ্চবিত্তদের গোষ্ঠী টি পার্টির সমর্থিত রমনির বিরুদ্ধে ওবামার এটি একটি জয় বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: রাল্ফ সিনা, রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ