1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাব সিনেট কমিটিতে অনুমোদিত

১৪ অক্টোবর ২০০৯

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাবটি অনুমোদন করেছে সিনেটের অর্থ বিষয়ক কমিটি৷ এই প্রস্তাবের পক্ষে রিপাবলিকান এক সিনেটরও ভোট দিয়েছেন৷

ভবিষ্যতের দিকে তাকিয়ে কি দেখতে পান ওবামা?ছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুত তালিকার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে তাঁর স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাব৷ যদিও ইতিমধ্যে রিপাবলিকানরা এই সংক্রান্ত বিলটির কঠোর সমালোচনা করেছে৷ এই বিল পাশ হলে স্বাস্থ্য খাতে সরকারি হস্তক্ষেপ অনেকটা বাড়বে বলেও সমালোচনা করেছে রিপাবলিকানরা৷ কিন্তু বারাক ওবামা জানিয়ে দিয়েছেন যে করেই হোক তিনি স্বাস্থ্য খাতে সংস্কার আনবেন৷ আফগানিস্তান যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচী এবং জলবায়ু ইস্যু নিয়ে গত কয়েকদিন যাবত বেশ চাপের মধ্যে রয়েছেন ওবামা৷ তার ওপর যোগ হয়েছে সমকামীদের ইস্যু৷ এসব কিছুর মধ্যে সিনেটের কমিটির অনুমোদন তাঁর জন্য বেশ খানিকটা স্বস্তি এনে দেবে৷ সোমবার সিনেট কমিটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি বিপক্ষে পড়ে ৯টি৷ রিপাবলিকান দলের সিনেটর অলিম্পিয়া স্নোয়ে পক্ষে ভোট দিয়ে সবাইকে চমকে দেন৷ তবে ভোটের পর তিনি বলেছেন যে এটাই তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নয়৷ এদিকে সিনেট কমিটির এই সিদ্ধান্তের পর স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর শেয়ারের দর পড়ে গেছে৷ যুক্তরাষ্ট্রের অন্যতম স্বাস্থ্য বীমা কোম্পানি এস এন্ড পি হেলথ কেয়ার এর শেয়ারের মূল্য কমেছে প্রায় দুই শতাংশ৷ বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান সিনেটর অলিম্পিয়া স্নোয়ের ভোটের পর বোঝা যাচ্ছে যে পরিস্থিতি ডেমোক্রেটদের অনুকুলে যাচ্ছে৷

এদিকে সিনেট কমিটি সংস্কার প্রস্তাব অনুমোদন করায় অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, যাদের স্বাস্থ্য বীমা আছে এবং যাদের নেই তাদের উভয়রে জন্য এই বিল নিরাপত্তা নিশ্চিত করবে৷ আমরা অন্য যে কোন সময়ের তুলনায় এখন সংস্কারের অনেক কাছাকাছি এসে পৌছেছি৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে এই সংস্কার প্রস্তাব ঘোষনা করেন বারাক ওবামা৷ এই প্রস্তাব বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৮২৯ বিলিয়ন ডলার৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ