1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা প্রশাসনের রূপরেখা ক্রমশঃ স্পষ্ট হচ্ছে

সঞ্জীব বর্মন২২ নভেম্বর ২০০৮

আগামী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রীসভার রূপরেখা ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে৷ আগামী ২০শে জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই মন্ত্রীসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থী বাছাই করার কাজে আপাতত ব্যস্ত রয়েছে ওবামার টিম৷

ওবামা-ক্লিন্টন জুটি কতটা সফল হবে, তা নিয়ে নানা মত শোনা যাচ্ছেছবি: AP

দলমত নির্বিশেষে অভিজ্ঞ ও সেরা প্রার্থীদের বাছাই করে দায়িত্ব নেওয়ার পরেই দ্রুত কাজ শুরু করে দিতে চান ওবামা৷ তবে প্রার্থীদের সম্মতির পরেও বেশ কিছু ক্ষেত্রে সংসদীয় অনুমোদনের প্রক্রিয়ার কারণে চূড়ান্ত চিত্র পেতে কিছুটা সময় লাগতে পারে৷ ভিয়েতনাম যুদ্ধের পর থেকে ইতিহাসে কখনো ক্ষমতাকেন্দ্রে রদবদলের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত ছিল না৷ সেইসঙ্গে এই মুহূর্তে দেশ আর্থিক ও অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত৷

ভবিষ্যত্ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যাঁদের দেখা যেতে পারে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশী জল্পনা-কল্পনা চলছে হিলারি ক্লিন্টনকে ঘিরে৷ ওবামা তাঁর প্রাক্তন দলীয় প্রতিদ্বন্দ্বিকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন৷ নিউ ইয়র্ক টাইমসের সূত্র অনুযায়ী হিলারি এই প্রস্তাবে সম্মত হয়েছেন৷ তবে তাঁর মুখপাত্র এবিষয়ে কোনো মন্তব্য করেন নি৷ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদ - অর্থাত্ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেমস এল জোনসের নাম চূড়ান্ত হয়ে গেছে৷ তিনি দীর্ঘদিন ধরে মার্কিন সেনাবাহিনীর নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন৷ ওবামার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও তাঁর নাম উঠে এসেছিল৷ বুশ প্রশাসনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ওবামার নেতৃত্বেও কাজ চালিয়ে যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়৷

আর্থিক সঙ্কট ও অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে শিল্প-বাণিজ্য ও আর্থিক কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলিতে কাঁদের দেখা যাবে, তা নিয়ে গভীর আগ্রহ রয়েছে৷ নিউ ইয়র্কের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান টিমথি গিথনারকে ওবামা অর্থমন্ত্রী হিসেবে পেতে চান৷ চিনা ও জাপানি ভাষায় পারদর্শী গিথনারের সুনাম এতটাই, যে এই প্রস্তাবের খবর পেয়ে শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷ অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে তাঁকে গণ্য করা হচ্ছে৷ বাণিজ্যমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে নিউ মেক্সিকো রাজ্যের গভর্নর বিল রিচার্ডসনের নাম৷ ডেমক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রথম পর্যায়ে তিনি প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নেমেছিলেন৷ পরে তিনি ওবামাকে সমর্থন করে প্রার্থীত্ব প্রত্যাহার করে নেন৷ বিল ক্লিন্টনের আমলে তিনি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও সক্রিয় ছিলেন৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান হতে পারেন লরেন্স সামার্স৷ তিনি অতীতে অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন৷ সম্ভবত আগামী সপ্তাহেই ওবামা অর্থনৈতিক বিষয়ে ভারপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন৷

সংবাদ মাধ্যমে ভবিষ্যত্ প্রশাসনের অন্য কয়েকজনের নামও ইতিমধ্যে আলোচিত হচ্ছে৷ অ্যারিজোনা রাজ্যের গভর্নর জ্যানেট ন্যাপোলিটানো অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হতে পারেন৷ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টম ড্যাশলের নাম মনোনীত হয়েছে৷ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল হতে পারেন এরিক ক্যান্টর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ