1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামা বললেন, কয়েকটা কৌশল ‘বর্বর’ ছিল

১০ ডিসেম্বর ২০১৪

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটককৃতদের উপর নৃশংস অত্যাচারের কথা আগেই স্বীকার করেছিল সিআইএ৷ তবে বর্বরতার পরিমাণ তার চেয়েও বেশি ছিল বলে এবার জানালো মার্কিন সেনেট৷

Symbolbild Folter
ছবি: picture alliance/dpa/Michelle Shephard

‘সেনেট ইন্টেলিজেন্স কমিটি'-র ৫০০ পাতার এক প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের উপর শুধু বর্বর নির্যাতন চালানোই হয়নি, সেগুলো থেকে কাজে লাগার মতো তথ্যও পাওয়া যায়নি৷ অবশ্য সিআইএ পরিচালক জন ব্রেনান বলেছেন, ‘‘তাদের কৌশলের কারণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেটা বিভিন্ন হামলা পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে অনেক প্রাণ বাঁচাতে সহায়তা করেছে৷'' তবে তিনি স্বীকার করেন, তাঁদের তদন্ত কৌশলে কিছু ভুল ছিল এবং সেগুলো কিছুটা বর্বর ছিল৷

প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে মঙ্গলবার প্রকাশিত সেনেট প্রতিবেদনে উল্লেখ থাকা কয়েকটি কৌশল ‘বর্বর' ছিল বলে স্বীকার করে নেন৷ তিনি বলেন, ‘‘নাইন ইলেভেনের পর আমাদের জীবন নিরাপদ করতে অনেকেই কঠোর পরিশ্রম করেছেন৷ তবে এটাও সত্য যে, আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যেটা আমাদের মূল্যবোধের ভেতর পড়ে না৷''

প্রতিবেদনে পাওয়া তথ্য

তদন্তের সময় একজন সিআইএ কর্মকর্তাকে ‘রাশিয়ান রুলেট' খেলার মাধ্যমে আটককারীকে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে৷ খেলাটা এরকম – একজন হাতের রিভলভারে একটিমাত্র গুলি ভরে সিলিন্ডারটা ঘুরিয়ে দেয়৷ তারপর সেটা আরেকজনের কপালে ঠেকিয়ে ট্রিগারে চাপ দেয়৷ এতে করে গুলিটা বের হতেও পারে, নাও পারে৷

এছাড়া তথ্য বের করতে ‘ওয়াটারবোর্ডিং’, মলদ্বার দিয়ে খাবার ঢোকানোর মতো শাস্তি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে৷

হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপের মিডিয়া ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্র্যোলাইনের টুইটে সেনেট প্রতিবেদনের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে৷

সমালোচনা

সেনেট প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদমুখর হয়ে ওঠে৷ যেমন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ৷

এইচআরডাব্লিউ-র নির্বাহী পরিচালক কেনেথ রথের টুইট৷

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল ব়্যাপোটিয়ার বেন এমারসন এক বিবৃতিতে এই অত্যাচার পরিকল্পনার সঙ্গে জড়িত বুশ প্রশাসনের কর্মকর্তাদের শাস্তি দাবি করেন

একই দাবি উঠে এসেছে এইচআরডাব্লিউ-র ইউরোপের মিডিয়া ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্র্যোলাইনের টুইটেও৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ