1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

৪ নভেম্বর ২০১২

মার্কিন নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি৷ শেষ মুহূর্তে জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বারাক ওবামা আর মিট রমনির মধ্যে৷ এদিকে রাজ্যে রাজ্যে ভোটারদের সামনে নিজেদের কথা তুলে ধরছেন দুই প্রার্থী৷

Republican presidential nominee Mitt Romney (L) shakes hands with President Barack Obama at the start of the first 2012 U.S. presidential debate in Denver October 3, 2012. REUTERS/Michael Reynolds (UNITED STATES - Tags: POLITICS ELECTIONS USA PRESIDENTIAL ELECTION) // eingestellt von se
US-TV-Duell/ Obama/Romneyছবি: Reuters

নির্বাচনের আর মাত্র যখন দুইদিন বাকি তখন ওবামা কিংবা রমনির বিজয় পুরোপুরি নির্ভর করছে সুইং ভোটার মানে যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের ওপর৷ কারণ সর্বশেষ রোববার এবিসি নিউজ আর ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে যে উভয় পক্ষের প্রতি জনসমর্থন ৪৬ শতাংশ৷ তার অর্থ বাকি যেসব ভোটার রয়েছেন তাদের ওপর এখন পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউজে থাকবেন নাকি রমনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন৷

সর্বশেষ জনমত জরিপের বিভিন্ন ক্যাটাগরিতে অবশ্য ভিন্ন ফলাফল এসেছে৷ যেমন দুই প্রার্থীকে কেমন পছন্দ হয় এমন প্রশ্নের জবাবে ৫৪ শতাংশ এসেছে ওবামার পক্ষে, ৫৩ শতাংশ রমনির পক্ষে৷ নারীদের সমর্থনের বেলাতে রমনির চেয়ে ছয় শতাংশ এগিয়ে রয়েছেন ওবামা, পুরুষদের সমর্থন বেশি রমনির দিকে৷ শ্বেতাঙ্গদের মধ্যে রমনি এগিয়ে ২০ শতাংশে, আবার অশ্বেতাঙ্গদের মধ্যে ওবামা এগিয়ে ৫৯ শতাংশে৷ বিগত ২০০৮ সালের মতো এবারও তরুণদের মধ্যে জনপ্রিয়তা বেশি বারাক ওবামার৷ রমনির চেয়ে শতকরা ২৫ ভাগ সমর্থন তাঁর বেশি, তবে জ্যেষ্ঠদের মধ্যে আবার রমনির সমর্থন ১২ ভাগ বেশি৷ শ্বেতাঙ্গ প্রটেস্ট্যান্ট খ্রিষ্টানদের মধ্যে আবার রমনির সমর্থন ওবামার চেয়ে শতকরা ৭০ ভাগ বেশি৷

USA Wahl Wahlen 2012 Wahlkampf in Virginiaছবি: DW

এইসব সমীক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে ভোটারদের ভোট৷ তাই শেষ মুহূর্তে এইসব রাজ্যগুলোতে সফর করছেন ডেমোক্রেট ওবামা আর রিপাবলিকান রমনি৷ ওবামার এইসব সফরের অনেকগুলোতে তাঁর সঙ্গী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ অন্যদিকে রমনির সঙ্গে থাকছেন তাঁর রানিং মেট পল রায়ান৷ ওবামা আইওয়া আর ভার্জিনিয়ার বেশ কয়েকটি সমাবেশে বক্তব্য রাখেন৷ এই দুই দিন তিনি সফর করবেন ফ্লোরিডা, কলোরাডো এবং ওহাইওতে৷ অন্যদিকে রমনি ছিলেন নিউ হ্যাম্পশায়ার, আইওয়া আর কলোরাডোতে৷ আগামী সময়টাতে তিনি সফর করবেন আইওয়া, ওহাইও আর ভার্জিনিয়াতে৷

শেষ মুহূর্তের প্রচারণায় রমনি জোর দিচ্ছেন নিজের ভাবমূর্তি গড়ে তুলতে৷ তিনি বলছেন, কোন দল নয় তিনি গোটা দেশকেই প্রতিনিধিত্ব করতে চান৷ অন্যদিকে ওবামা ভোটারদের কাছে আরও সময় চাচ্ছেন, কারণ যে কাজ তিনি শুরু করেছিলেন সেই কাজ শেষ করতে তাঁর আরও কিছুটা সময় দরকার৷ ওবামা ভোটারদের বুশ জমানার কথাও মনে করিয়ে দিচ্ছেন৷

আরআই/এএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ