প্রথম ধাপে, অর্থাৎ ৪ অক্টোবর সৌদি নাগরিকরা ও দেশটিতে বসবাসরত বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন৷ প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মুসল্লি ওমরাহ পালন করবেন৷
তবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসল্লিদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ এ জন্য ওমরাহ’র আগে মুসল্লিদেরকে অনলাইনে আবেদনের মাধ্যমে ওমরাহ’র তারিখ ও সময় জানাতে হবে৷ আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে৷
শুরু হয়েছে হজ পালনের আনুষ্ঠানিকতা। ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
ছবি: picture-alliance/Photoshotহিজরি জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের অনুষ্ঠানিকতা পালন করতে হয় মুসলমানদের৷
ছবি: Getty Images/AFP/K. Sahibইসলাম ধর্মে বিশ্বাসীরা কাবাকে সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করেন৷ ফলে এই কাবার দিকে মুখ করেই প্রার্থনায় রত থাকেন তাঁরা৷
ছবি: Reutersঐতিহ্যগতভাবে মক্কায় ওমরাহ পালনের মধ্য দিয়ে শুরু হজের আনুষ্ঠানিকতা৷ সারা বছরই ওমরাহ পালন করা যায়৷
ছবি: picture alliance/AP Photo/skajiyamaমিনা উপত্যকায় রাত যাপনের পরদিন মক্কা থেকে ২০ কিলোমিটার পূর্বদিকে আরাফাত ময়দানে যেতে হয় হজযাত্রীদের, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী (সা.)৷ এরপর শেষ বিকেলে প্রায় নয় কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় মুজদালিফায়৷
ছবি: REUTERSহজের শেষ তিন দিনে থাকে তিনটি আনুষ্ঠানিকতা৷ শেষবারের মতো কাবা প্রদক্ষিণ এবং মিনায় পাথর নিক্ষেপ করে বিশেষ পোশাক ইহরাম খুলে ফেলতে হয়৷ এসময় পুরুষরা সাধারণত মাথার চুল ফেলে দেন এবং নারীরা তাঁদের চুল ও মাথা ঢেকে রাখেন৷ হজের শেষ দিনে কোরবানি করে মাংস গরীব-দুঃখীদের বিলিয়ে দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/SPAহজ পালনের সময় কোনো পুরুষের জন্য সহবাস, চুল, নখ, গোঁফ, বগল নাভির নীচে শেভ করা, সেলাই করা পোশাক না পরা, সুগন্ধি ব্যবহার এবং কোনো কিছু শিকার করা হারাম৷
ছবি: picture-alliance/dpa/M. Nelson ১৮ অক্টোবর থেকে শুরু হবে ওমরাহ’র দ্বিতীয় ধাপ৷ তখন প্রতিদিন ১৮ হাজার মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন৷ঐ ধাপেও সৌদি নাগরিকরা ও দেশটিতে বসবাসরত বিদেশিরাই অনুমতি পাবেন৷
সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে তৃতীয় ধাপে, অর্থাৎ ১ নভেম্বর থেকে৷ তখন করোনা ভাইরাসের ঝুঁকিমুক্ত দেশের মুসল্লিরাদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে গালফ নিউজ৷
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে হজ্ব ও ওমরাহ পালনের উপর কড়াকড়ি আরোপ করে সৌদি সরকার৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, চলতি বছর দশ হাজার মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয়া হয়৷
সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে করোনায় সংক্রমিত হয়েছেন তিন লক্ষ ৩০ হাজার জন আর মারা গেছেন প্রায় চার হাজার পাঁচ'শ জন৷
আরআর/এসিবি (এপি, গালফ নিউজ)