1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওমান উপসাগরে ট্যাঙ্কারে হামলা

১৩ জুন ২০১৯

বিশ্বব্যাপী তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ওমান উপসাগরে এক মাসের ব্যবধানে আবারও ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে৷ বৃহস্পতিবার সকালে ইরান সীমান্তের কাছে এই হামলা হয়৷

Golf von Oman Öltanker Front Altair
ছবি: picture-alliance/AP Photo/ISNA

এর আগে ১২ মে আরব আমিরাতের কাছে ওমান উপসাগরে চারটি তেলবাহী জাহাজে হামলা হয়েছিল৷ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন৷ তবে তাঁর দাবির পেছনে কোনো প্রমাণ দেখাননি৷ ইরান এই অভিযোগ অস্বীকার করেছে৷ সম্প্রতি পাঁচ দেশ নিয়ে গঠিত তদন্ত কমিটিও হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার প্রমাণ পায়নি৷

তবে এই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে৷

এর মধ্যে বৃহস্পতিবার সকালে ইরান সীমান্তের কাছে দুটি ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠলো৷ নরওয়েজিয়ান মেরিটাইম অথরিটি বলছে, নরওয়ের মালিকানাধীন ‘ফ্রন্ট আলতেয়ার' জাহাজে ‘হামলার' পর তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলছে, স্থানীয় সময় সকাল আটটা ৫০ মিনিটে দক্ষিণ ইরানের ২২ নটিক্যাল মাইল দূরে ফ্রন্ট আলতেয়ারে প্রথম হামলা হয়৷ ‘‘জাহাজে আগুন ধরে গেলে ২৩ জন নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়েন৷ পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে,'' বলে জানিয়েছে ইরনা৷

এর প্রায় এক ঘণ্টা পর সিঙ্গাপুরের মালিকানাধীন ‘কোকুকা কারেজিয়াস' নামের আরেকটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে বলেও জানিয়েছে ইরানের বার্তা সংস্থা৷ ঐ জাহাজের ২১ জন নাবিকও পানিতে লাফ দিয়েছিলেন৷ পরে তাঁদের উদ্ধার করা হয়৷

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে এখন ইরান সফরে আছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ