1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মডেল জার্মানি

সিলভিয়া বাল্কে-লরেন্স / আরবি১৫ জুলাই ২০১৩

‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শুনলেই মনে হয় কোন অদ্ভুত জায়গায় প্রাচীন কোন স্থাপনা হবে নিশ্চয়৷ তবে এখন এই ওয়ার্ল্ড হেরিটেজ বিষয়েই মাস্টার্স এবং ডক্টরেট করার সুযোগ রয়েছে৷ এই সুযোগ করে দিচ্ছে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়৷

Indian Bollywood actress and Bharatanatyam dancer Hema Malini performs during a tribute to her mother Jaya Chakravarthy Jaya Smriti in Mumbai on December 26, 2012. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
ছবি: Getty Images/AFP

বিশ্ববিদ্যালয়ের অন্যসব শিক্ষক ও শিক্ষার্থীরা যখন গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন, অধ্যাপক মারি-থেরেস আলবার্ট এর ছোট্ট দপ্তরটি তখনও মানুষজনে গমগম করছে৷ তিনি ব্যস্ত একটি ‘সামার একাডেমী' মানে গ্রীষ্মকালীন কোর্স আয়োজনের প্রস্তুতি নিয়ে৷ বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই কোর্সে অংশ নিতে আসার পরিকল্পনা করছেন৷

জার্মানির পূর্বাঞ্চলের ছোট্ট শহর কোটবুস, পোলিশ সীমান্তের খুব কাছেই৷ সেখানে কালচারাল ও ন্যাচারাল হেরিটেজ বিষয়ে মাস্টার্স করছে ১১৩ জন এবং ডক্টরেট করছে আরও ১৩ জন শিক্ষার্থী৷ তাদেরই একজন চীনা ছাত্র চি মেং ওং৷ কিছুদিন আগে তিনি তাঁর পিএইচডি থিসিস আলবার্ট এর দপ্তরে জমা দিয়েছেন৷ তাঁর গবেষণার বিষয় ‘'সিঙ্গাপুরে ভারতীয় নাচের গুরুত্ব৷' ভারতীয় নাচের উপর ওং এর এই গবেষণা ওয়ার্ল্ড হেরিটেজ স্টাডিজ বিভাগের মৌলিক কাজগুলোর একটি দৃষ্টান্ত৷ কোটবুসে আসার আগে সিঙ্গাপুরে নৃত্যশিল্পী হিসেবে কাজ করছিলেন ওং৷ তিনি বলেন, ‘‘একজন নৃত্যশিল্পী শুধুমাত্র তাঁর নিজের সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন না, বরং নাচের মধ্য দিয়ে তিনি সাংস্কৃতিক, জাতীয় এবং জেন্ডার এর গণ্ডিকেও ছাড়িয়ে যান৷''

চীনা ছাত্র চি মেং ওংছবি: BTU Cottbus-Senftenberg

অর্থায়ন একটি বড় বিষয়

সিঙ্গাপুর থেকে কোটবুসের মতো ছোট্ট শহরে আসার ব্যাপারটা হয়তো একটু অস্বাভাবিক মনে হতে পারে৷ তবে ওং একা নন, বিশ্বের নানা প্রান্ত থেকে সংস্কৃতি বিশেষজ্ঞ ও সংস্কৃতিপ্রেমীরা বেশ কয়েক বছর ধরে কোটবুসে পাড়ি জমাচ্ছেন৷ কারণ ১৯৯৯ সালে ব্রান্ডেনবুর্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড হেরিটেজ ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে৷ আর ২০০৩ সাল থেকে এই প্রোগ্রাম এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মারি-থেরেস আলবার্ট৷ জার্মানিতে ইউনেস্কো'র ১০টি অফিসিয়াল বিভাগের মধ্যে এটি একটি৷

আলবার্ট তাঁর এই বিভাগটির জন্য ইউনেস্কো'র স্বীকৃতি পেতে কঠিন পরিশ্রম করেছেন৷ এক্ষেত্রে অর্থনৈতিক সহায়তার বিষয়টিও কম গুরুত্বপূর্ণ ছিল না৷ তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‘ইউনেস্কো প্রফেসরশিপ-এর জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা নিজেকেই করতে হয়৷ প্রকল্প শুরু করতে হলে তৃতীয় কোনো উৎস থেকে অর্থ পাওয়ার প্রমাণটাও দিতে হয়৷''

অগ্রণী থেকে মডেল

জার্মানির এই টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এই ধরনের একটি বিষয়ে উচ্চ গবেষণা ও ডিগ্রি প্রোগ্রাম চালু করতে মারি-থেরেস আলবার্টকে বহু বছর অক্লান্ত প্রচেষ্টা চালাতে হয়েছে৷ তিনি জানান, প্রায়ই তাঁকে সমালোচনা শুনতে হয়েছে তাঁর এই ‘ক্রেজি' বা উদ্ভট আইডিয়া'র জন্য৷

তবে এখন এই প্রোগ্রামকে মডেল হিসেবে দেখা হচ্ছে৷ আর কোটবুস এই ক্ষেত্রে অগ্রদূতে পরিণত হয়েছে৷ আলবার্ট এর ভাষায়, ‘‘এখন আমি যেখানেই যাই না কেন, আমাকে সবসময় শুনতে হয়, ওহ, তুমি কোটবুস থেকে এসেছ৷'' তিনি আরও বলেন, ‘‘আমরাই প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ বিষয়ে প্রথম মাস্টার্স প্রোগ্রাম চালু করেছিলাম৷ এবার আমরাই প্রথম এই বিষয়ে ডক্টরেট প্রোগ্রাম চালু করেছি৷''

সাংস্কৃতিক ঐশ্বর্য

আইকে শ্মেট এই প্রোগ্রামের কয়েকজন জার্মান শিক্ষার্থীদের একজন৷ ২৬ বছর বয়সি এই ছাত্র ছোট্ট শহর গসলার থেকে এসেছেন৷ তিনি ইতিমধ্যে তাঁর প্রথম কলেজ ডিগ্রি শেষ করেছেন৷ চার সেমিস্টার-এর এই মাস্টার্স প্রোগ্রাম-এর জন্য এটি একটি শর্ত৷ উল্লেখ্য, কোটবুসের সব কোর্সই ইংরেজি ভাষায়৷

জার্মানির ভিলহেল্মসহ্যোয়ের ‘ব্যার্গ পার্ক’ বা পাহাড়ি পার্কছবি: picture-alliance/dpa

শ্মেট এর কাছে সবচেয়ে মজার বিষয় হল বিভিন্ন সাংস্কৃতিক ধারা থেকে আসা সহপাঠীদের সাথে নিজের মত ও অভিজ্ঞতা বিনিময় করা৷

এই বিষয়ের অন্যতম প্রধান অংশ হল - অন্য শিক্ষার্থীদের বুঝতে শেখা - এবং ভিন্নমতকে কোন হুমকি নয়, বরং সুযোগ হিসাবে দেখা৷ মারি-থেরেস আলবার্ট তাঁর ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা চালিয়ে যেতে কখনও ক্লান্ত হন না৷ তিনি বলেন, ‘‘ওয়ার্ল্ড হেরিটেজ হল ঐশ্বর্য, এবং ঐশ্বর্যই হলো বৈচিত্র্য৷ আমরা এই শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সেটিই অর্জন করতে চাই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ