1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওরাও জানে মজা করতে!

২২ মার্চ ২০১৭

এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে আমারও কষ্ট হতো৷ কিন্তু যেভাবে ওরা একসঙ্গে আগাচ্ছিল তা না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন৷

Screenshot: Youtube - Dolpgin Surfing, Frau Wakeboarded mit Delfinen
ছবি: Youtube/Wyatt Miller

ভিডিও-র শুরুটা দেখলে সাধাসিধেই মনে হবে৷ বিকিনি পরা এক তন্বী ‘ওয়েকবোর্ডিং’ করছেন সমুদ্রের পানিতে, আর স্পিডবোট থেকে সেটা ভিডিও করছেন কোনো এক ব্যক্তি৷ সাধাসিধে এই ভিডিওটি অসাধারণ হয়ে ওঠে অল্পক্ষণের মধ্যেই৷

হঠাৎ দেখা যায়, তন্বীকে ঘিরে চারপাশের পানিতে আলোড়ন তৈরি হচ্ছে৷ কী হচ্ছে বোঝা ওঠার আগেই পানি থেকে মাথা তুলতে শুরু করে এক ঝাঁক ডলফিন৷ তারা তরুণীকে চারপাশ থেকে ঘিরে ধরে একসঙ্গে একইগতিতে ছুটতে থাকে৷ দেখলে মনে হবে যেন, তাকে যেন গোটা পথটা ‘এস্কর্ট' করে নিয়ে যাচ্ছে কয়েকশ’ ডলফিন৷

মজার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন প্রো উইন্ডসার্ফার ওয়াট মিলার৷ মেক্সিকোর এই বাসিন্দা ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, ‘‘এটা অবশ্য আমার জীবনের সেরা তিনটি দুপুরের একটি ছিল৷’’ ভিডিওটি করার সময়ই তিনি বুঝেছিলেন এটা ভাইরাল হবে, তখন তিনি বলেছিলেনও সেকথা৷ আর ওয়েকবোর্ডের উপরে থাকা তরুণীর নাকি মনে হয়েছিল, ডলফিনরা তাঁকে একেবারে নিয়ে গেলে মন্দো হতো না৷ এমন সুন্দর পরিবেশে মৎসকন্যা হয়ে থাকতে একদমই আপত্তি ছিল না তাঁর৷

২০১৩ সালে আপলোড করার ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে প্রায় দু’কোটি বার৷ এখনও অনেকে সেটি ফেসবুকে শেয়ার করছেন৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ