1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওষুধে কাজ হলো না...

২৬ আগস্ট ২০১৪

এবোলার পরীক্ষামূলক ওষুধ জিম্যাপ দিয়ে বাঁচানো গেলো না লিবিয়ার চিকিৎসককে৷ সোমবার আফ্রিকার এই দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, ওষুধ ব্যবহার করার পরও এবোলা ভাইরাস আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে৷

ছবি: Reuters

আব্রাহাম বর্বর লাইবেরিয়ার তিনজন চিকিৎসকের একজন, যাঁকে জিম্যাপ দেয়া হয়৷ এবোলা বা ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার সময়ই আক্রান্ত হন ঐ তিন চিকিৎসক৷ রাজধানী মোনরোভিয়ার জন এফ কেনেডি মেডিকেল সেন্টারে বেশিরভাগ এবোলা রোগীদের চিকিৎসা চলছে৷ তথ্যমন্ত্রী লেউইস ব্রাউন জানান, রবিবার রাতে মারা গেছেন বর্বর৷ ওষুধ নেয়ার পর তিনি এদিন সকালে হাঁটাচলা করছিলেন, যা দেখে চিকিৎসকদের মনে আশার জন্ম হয় যে ওষুধ কাজ করছে৷ তাঁরা ভাবছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন৷ কিন্তু শেষরক্ষা আর হলো না৷ বাকি দুই চিকিৎসকদের একজন নাইজেরিয়ার নাগরিক, অন্যজন উগান্ডার৷ তাঁদের চিকিৎসা এখনো চলছে৷

তবে মার্কিন দুই স্বাস্থ্য কর্মকর্তা যাঁরা লাইবেরিয়ায় এবোলার সংস্পর্শে এসেছিলেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আটলান্টার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁরা৷ সেখানেও তাঁদের উপর জিম্যাপ পরীক্ষা করা হয়েছিল৷ এছাড়া এবোলা সংক্রমণে নিহত স্প্যানিশ যাজকের উপরেও জিম্যাপ পরীক্ষা করা হয়৷

ব্রিটেন ও কঙ্গোতে এবোলা

ব্রিটেনের একজন নার্স সিয়েরা লিওনে এবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ রয়্যাল এয়ারফোর্স জেটে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে৷ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় প্রথমবারের মতো দু'জনের দেহে এবোলা ভাইরাস পাওয়া গেছে৷ তাঁরা সিয়েরা লিওনে কাজ করার সময়ই কোনো একভাবে আক্রান্ত হন বলে জানিয়েছে জাতিসংঘ৷

ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ

৮ থেকে ১৪ই সেপ্টেম্বর উজবেকিস্তানের রাজধানী উজবেকিতে অনুষ্ঠিত হবে বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ৷ রেসলিং গভর্নিং বডি ফিলা উজবেকিস্তানকে বলেছে, এবোলা আক্রান্ত দেশগুলোর প্রতিযোগীদের যাতে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়৷ উজবেকিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে তারা৷ এ সপ্তাহেই এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উজবেক কর্মকর্তারা৷ নাইজেরিয়া থেকে সাতজন এবং সিয়েরা লিওন থেকে দু'জন অ্যাথলিটের অংশ নেয়ার কথা এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ আগস্ট পর্যন্ত এবোলা ভাইরাসে এ পর্যন্ত ১,১৪৫ জন মারা গেছেন৷ আক্রান্ত হয়েছেন ২৬১৫ জন৷

এপিবি/ডিজি (এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ