1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওসামা বিন লাদেন’এর মৃত্যুতে ক্ষুব্ধ পাকিস্তানের ৫১ শতাংশ মানুষ

১৭ মে ২০১১

পাকিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ, শোকাহত৷ দেশটিতে গত ৭ থেকে ১০ই মে পরিচালিত একটি জরিপ থেকে এহেন এক তথ্যই উঠে এসেছে৷ জানাচ্ছে পিটিআই৷

জরিপ অনুযায়ী প্রায় ৪৪ ভাগ পাকিস্তানি মনে করে যে, বিন লাদেন একজন শহীদছবি: AP

গত ২রা মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে, অভিযান চালিয়ে আত্মগোপন করে থাকা আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা৷ শেষ হয় ৯/১১ পরবর্তী সন্ত্রাসী অধ্যায়৷

অথচ পাকিস্তানে চালিত সাম্প্রতিক ঐ জরিপে উঠে আসে ভিন্ন এক চিত্র৷ জরিপ অনুযায়ী প্রায় ৪৪ ভাগ পাকিস্তানি মনে করে যে, বিন লাদেন একজন শহীদ৷ অন্যদিকে, মাত্র ২৮ শতাংশের অভিমত, বিন লাদেন একজন অপরাধী আর সে কারণেই তাকে হত্যা করা যুক্তিযুক্ত হয়েছে৷ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১১ শতাংশ জানায়, আল-কায়েদা নেতার মৃত্যুতে তারা আনন্দিত এবং স্বস্তি বোধ করছে৷

অবশ্য জরিপে অংশ নেওয়া পাকিস্তানিদের এক তৃতীয়াংশ জানিয়েছে যে, এ ঘটনা সম্পর্কে তাদের তেমন কোনো আগ্রহ বা অভিমত নেই৷ এখানেই শেষ নয়৷ বেশির ভাগ পাকিস্তানিই নাকি বিশ্বাস করে যে, মার্কিন বাহিনীর এ অভিযানে পরোক্ষ সমর্থন যুগিয়েছিল পাকিস্তান কর্তৃপক্ষ৷

এছাড়া, প্রায় ৩০ ভাগ পাকিস্তানি জানিয়েছে, বিন লাদেনের মৃত্যুর ফলে আফগানিস্তান থেকে এবার তাদের বাহিনী সরিয়ে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু সেই জরিপ অনুযায়ী, ৫১ ভাগ মানুষ তা প্রত্যাখ্যান করে৷ পাকিস্তানের অধিকাংশ মানুষের ধারণা, এ ঘটনার ফলে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যেতে পারে৷ শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া ৬৮ ভাগ মানুষই মনে করে যে, মার্কিন অভিযানের কারণে সেখানে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে৷

উল্লেখ্য, গালপ পাকিস্তান পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করেছে গিলানি ফাউন্ডেশন৷ সারা দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২ হাজার ৫শ' ৩০ জন প্রাপ্তবয়স্ক নর-নারীর ওপর এই জরিপ পরিচালিত করা হয়৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ