1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওসি মোয়াজ্জেম কোথায়!

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৮ মে ২০১৯

পরোয়ানা জারির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সোনাগাজীর সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেয়াজ্জেম হোসেন এখনো গ্রেপ্তার হননি৷ তিনি এখন ঠিক কোথায় আছেন তা-ও নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ৷

Bangladesch Mord in Chittagong
ফাইল ফটোছবি: picture-alliance/dpa/EPA/Str

সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যার ঘটনার আগে যৌন হয়রানির বিষয়ে পুলিশের কাছে বক্তব্য দেন নুসরাত৷ সে বক্তব্য মোবাইলে ধারণ করে অনলাইনে  ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ প্রমাণ হয়েছে ওসি মেয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে৷

বিষয়টি সরকারের ওপর নির্ভর করে, পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে: সায়েদুল ইসলাম সুমন

This browser does not support the audio element.

১৫ এপ্রিল এই ঘটনায় ওসির বিরুদ্ধে ডিজিটাল আইনে আদালতে মামলা করেন ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন৷ ঢাকার  সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সোমবার সকালে মোয়াজ্জেমের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷
আগুনে পুড়িয়ে নুসরাত হত্যার পর ১০ এপ্রিল ওসি মেয়াজ্জেমকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয় রংপুর রেঞ্জে৷ ৮ মে তাকে  সাময়িক বরখাস্ত করা হয়৷ এখন তার রংপুর রেঞ্জে থাকার কথা থাকলেও তিনি সেখানে নেই বলে জানা গেছে৷
সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল পেশকার শামিম আল মামুন জানান, ‘‘গ্রেপ্তারি পরোয়ানার আদেশ সোমবারই আমরা ডাকযোগে তার সাবেক কর্মস্থল সোনাগাজী থানায় পাঠিয়ে দিয়েছি৷’’ তবে তিনি আরো জানান, ‘‘ঢাকার শাহবাগ থানা বা তার গ্রামের বাড়িতে আমরা গ্রেপ্তারি পরোয়ানা পাঠাইনি৷ মামলায় তার গ্রামের ঠিকানা নেই৷ ওই থানারই দায়িত্ব আরো যেখানো গ্রেপ্তারি পরোয়ানা পঠানো প্রয়োজন সেখানে পাঠানো৷’’  জানা গেছে, তার গ্রামের বাড়ি মাগুড়ায়৷ 

আমরা এখনো তার গ্রেপ্তারি পরোয়ানা পাইনি, পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো: দেবদাস ভট্টাচার্য

This browser does not support the audio element.

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘মোয়াজ্জেম হোসেন এখন রংপুর রেঞ্জেই সংযুক্ত আছেন, তবে মামলার কাজে ঢাকায় গেছেন। কোন মামলা ঠিক বলতে পারি না৷   নুসরাত হত্যা মামলায় বিভাগীয় তদন্ত চলছে, সম্ভবত সেই মামলার কাজেই তিনি সেখানে গেছেন৷’’
গ্রেপ্তারি পরোয়ানা প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা এখনো তার গ্রেপ্তারি পরোয়ানা পাইনি৷ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো৷’’
এদিকে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, ‘‘সে রংপুর রেঞ্জে যোগ দিয়েছে। সেখানেই তার থাকার কথা৷ ঢাকায় থাকার কথা আমাদের জানা নেই৷’’
ফেনীর সোনাগাজী থানায় মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে সেখান থেকেও জানানো হয় তারা এখনো গ্রেপ্তারি পরোয়ানা পায়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ