1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বন্দুকধারী সহিংস আদর্শে আগ্রহী'

৭ আগস্ট ২০১৯

নিহত নয়জনের ছয়জনই কৃষ্ণাঙ্গ৷ তবে হত্যাকারীর বোনও মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রের ওহায়ো রাজ্যের হত্যাকাণ্ডের পেছনে ‘বর্ণবাদ' কাজ করেছে এমনটি এখনই বলতে পারছে না এফবিআই৷ উদ্দেশ্য জানার জন্য তদন্ত শুরু হয়েছে৷

USA Schießerei in Dayton, Ohio
ছবি: picture-alliance/AP Photo/J. Minchillo

রোববার রাত সোয়া একটার দিকে ওহায়ো রাজ্যের ডেটন শহরের এক বারের সামনের লোকজনদের ওপর এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়৷ পুলিশ আসার আগে গুলিতে মারা যায় নয়জন৷ পরে পুলিশের গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়৷

সেই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে জানা গেছে, ২৪ বছর বয়সি ওই হত্যাকারী ‘সহিংস আদর্শ' পছন্দ করতেন৷ তবে এফবিআই এজেন্ট টড উইকারহ্যাম জানান, বর্ণবাদী চেতনা থেকে হত্যাকাণ্ড চালানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি৷

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে হত্যাকারীর বন্ধুরা জানিয়েছেন, হত্যাকারী নারীবিদ্বেষী ছিলেন, মেয়েদের ‘হিট লিস্ট' করার অভিযোগে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিল তাকে৷ পরে একটি হেভিমেটাল ব্যান্ডে যোগ দিয়েছিলেন তিনি৷ ব্যান্ডের নাম ‘মেনস্ট্রুয়াল মানচিজ'৷ জানা গেছে, সেই ব্যান্ডের অনেক গানেই থাকতো নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং নারীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর মতো কথা৷ হত্যাকারীর এক সহশিল্পী ভাইস নিউজকে জানান, হত্যাকারীও একটা গান গেয়েছিলেন, যে গানের কথা ছিল, ‘‘সিক্স ওয়েজ অব ফিমেল বুচারি'৷ সেই বন্ধু অবশ্য দাবি করেছেন, গানগুলো সিরিয়াস কিছু ছিল না, সবই ছিল বিনোদন৷

রোববার আরেক বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের এল পাসোতে ২২ জন মারা যায়৷ বুধবার দুটি হত্যাকাণ্ডস্থলই দেখতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷

এসিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ