1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ও্যজিল ইস্যুতে ডিএফবি প্রধানের ভুল স্বীকার

২৬ জুলাই ২০১৮

জার্মান ফুটবল ফেডারেশন, ডিএফবির প্রধান রাইনহার্ড গ্রিন্ডেল তাঁর ও ফেডারেশনের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন৷ তবে ও্যজিল ইস্যু সামলাতে তিনি ভুল করেছেন বলে স্বীকার করেছেন৷

ছবি: picture-alliance/dpa/A. Arnold

বৃহস্পতিবার ফেডারেশন থেকে প্রকাশ করা এক বিবৃতিতে গ্রিন্ডেল বলেন, তাঁর উপর ব্যক্তিগত আক্রমণে তিনি ‘ব্যথিত'৷

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের সঙ্গে জার্মানির সাবেক ফুটবলার মেসুট ও্যজিলের বৈঠকের ছবি প্রকাশিত হওয়ার পর বিতর্ক শুরু হয়৷ এরপর রাশিয়া বিশ্বকাপে জার্মানির প্রথম পর্ব থেকে বিদায়ের পর এই বিতর্ক আরও জোরদার হয়৷ তার প্রতিক্রিয়ায় জার্মান জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন ও্যজিল৷

পুরো ঘটনা ঠিকমতো সামলাতে ব্যর্থ হওয়ায় গ্রিন্ডেলের সমালোচনা করেছিলেন অনেকে৷ তাঁর পদত্যাগের দাবিও করেছেন কয়েকজন রাজনৈতিক নেতা৷

এই অবস্থায় বৃহস্পতিবার বিবৃতি দেয়ার মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেছেনডিএফবি প্রেসিডেন্ট গ্রিন্ডেল

তিনি বলেন, তাঁর ও ডিএফবির বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ তিনি ‘প্রবলভাবে প্রত্যাখ্যান' করছেন৷ ‘‘ডিএফবির মূল্যবোধ আমারও মূল্যবোধ৷ বৈচিত্রতা, একাত্মতা, বৈষম্যবিরোধিতা ও ইন্টিগ্রেশন, এসব মূল্যবোধের অবস্থান আমাদের হৃদয়ের অতি কাছে,'' বলেন গ্রিন্ডেল৷

আলোচিত ছবিটি ব্যবহার করে ও্যজিল ও তাঁর আরেক জার্মান সহকর্মী গুনডোয়ানের তুর্কি ঐতিহ্যের বিরুদ্ধে বর্ণবাদী হামলা উসকে দেয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন৷ ‘‘প্রেসিডেন্ট হিসেবে আমার স্পষ্ট করে বলা উচিত ছিল যে, কোনো প্রকারের বর্ণবাদমূলক বৈরিতা সহ্য করা হবে না,'' বলেন ডিএফবি প্রেসিডেন্ট গ্রিন্ডেল৷

উল্লেখ্য, জার্মান দল থেকে সরে দাঁড়ানোর বিবৃতিতে ও্যজিল ডিএফবি প্রধানের বিরুদ্ধে তাঁকে রক্ষায় এগিয়ে আসতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছিলেন৷ ‘‘গ্রিন্ডেল ও তাঁর সমর্থকদের চোখে আমরা যখন জিতি তখন আমি জার্মান, কিন্তু যখন হারি, তখন আমি একজন অভিবাসী৷ এর কারণ, জার্মানিতে কর দেয়া, জার্মান স্কুলে সহায়তা দেয়া এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার পরও আমাকে সমাজে গ্রহণ করা হয়নি৷ আমাকে ‘ভিন্ন' হিসেবে মনে করা হয়েছে,'' বিবৃতিতে লিখেছিলেন ও্যজিল৷

এদিকে, বৃহস্পতিবারের বিবৃতিতে ডিএফবি প্রেসিডেন্ট গ্রিন্ডেল আরও জানিয়েছেন, ভবিষ্যতে ইন্টিগ্রেশন প্রক্রিয়া আরও তরান্বিত করতে ডিএফবি তার চেষ্টা বাড়াবে৷

এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

চাক পেনফোল্ড/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ