1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াইনহাউসের মৃত্যু রহস্য এখনও ঘোলাটে

২৪ জুলাই ২০১১

ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের মৃত্যু রহস্য এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ৷ ওয়ানহাউসের হঠাৎ মৃত্যু আবারও মনে করিয়ে দিচ্ছে তারকাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কথা৷

Jazz Soul diva Amy Winehouse, from England, holds a guitar while performing to ninety thousand spectators on the main stage of the Rock in Rio Lisboa music festival at the Bela Vista Park Friday, May 30, 2008, Portugal. (AP Photo/Steven Governo)
রিও লিসাবনের মঞ্চে অ্যামিছবি: AP

গত শনিবার লন্ডনের বাসা থেকে এই সংগীত তারকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ এক প্রতিবেশী সংবাদ মাধ্যমকে জানান যে, তিনি শনিবার সকালে ওই বাড়ি থেকে চিৎকার শুনেছেন৷ তবে সেখানে কী ঘটেছিল তা নিয়ে এখনও রয়েছে ধুম্রজাল৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে প্রাণ হারিয়েছেন অ্যামি ওয়াইনহাউস৷ তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোন কিছু নিশ্চিত করা হয়নি৷ লন্ডনের পুলিশ জানিয়েছে, আগামীকাল সোমবার ওয়াইনহাউসের লাশের ময়না তদন্ত হবে৷ তারপরই তাঁর মৃত্যুর কারণ জানানো হবে, তার আগে কোন কিছু ধারণা করা যাচ্ছে না৷

ছবি: AP

তবে মদ আর মাদক, এই দুই ওয়াইনহাউসের জীবনের সঙ্গে জড়িয়ে আছে৷ মাত্র ২৭ বছর বয়সে এই সংগীত তারকার জীবনাবসান কেউই আশা করেনি৷ কিন্তু একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েও যেন হুঁশ ফিরে পাননি পাঁচটি গ্র্যামি বিজয়ী এই তারকা৷ গত জুন মাসে সার্বিয়াতে এক কনসার্টে মাতলামির কারণে স্টেজ থেকেই নেমে যেতে হয়েছিল ওয়াইনহাউসকে৷ এরপর ১২ দিনের ইউরোপ কনসার্ট বাতিল করেন তিনি৷ এরপর মাত্র একদিন জনসম্মুখে আসেন তিনি৷ তারপর শনিবারই ছিল তাঁর জীবনের শেষ দিন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ