1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াক অব ফেমে নাম লেখালেন রাসেল ক্রো

১৪ এপ্রিল ২০১০

গ্ল্যাডিয়েটর খ্যাত অস্কার বিজয়ী অস্ট্রেলীয় তারকা রাসেল ক্রো হলিউডের ওয়াক অব ফেম-এ তাঁর জায়গা করে নিলেন৷

রাসেল ক্রোছবি: 20th Century Fox

সোমবার লস এন্জ্ঞেলেসের কোডাক থিয়েটারে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মান অর্জন করলেন নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই হলিউড তারকা৷ রাসেল ক্রো ওয়াক অব ফেমের যে তারকা চিহ্নটিতে তাঁর আঙ্গুলের ছাপ ফেলেন সেটির নম্বর ২৪০৪৷ অর্থাৎ তাঁর আগে আরও ২৪০৩ জন এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন৷ রাসেল ক্রোর সঙ্গে ছিলেন তার স্ত্রী ড্যানিয়েল স্পেন্সার এবং দুই ছেলে চার্লস ও টেনিসন৷ গ্ল্যাডিয়েটর খ্যাত রাসেল ক্রো চলতি গ্রীস্ম মৌসুমে তার নতুন মুভি রবিন হুড নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন৷ রিডলি স্কট পরিচালিত এই নতুন মুভি আগামী ১২ই মে কান চলচ্চিত্র উৎসবে হাজির হবে৷ ইতিমধ্যেই মুভির শ্যুটিং শেষ করেছেন ৪৬ বছর বয়সী রাসেল ক্রো৷ এদিকে হলিউডের আরেক হিট মুভি আভাটার তার রমরমা ব্যবসা এখনও চালিয়ে যাচ্ছে৷ জেমস ক্যামেরনের পরিচালিত মুভিটি চলতি সপ্তাহেই ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে বলে জানিয়েছে চলচ্চিত্র পরিচালক প্রতিষ্ঠান আইম্যাক্স৷

সুস্মিতা সেনছবি: UNI

বেঁচে গেলেন সুস্মিতা সেন

ভারতের কোন নারী পুরুষই আর সতী নয়, এই মন্তব্য করে বেশ বেকায়দায় পড়েছিলেন বলিউড তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন৷ তবে আপাতত আদালতের রায়ে সে সমস্যা থেকে উতরে গেলেন তিনি৷ বছর তিনেক আগে এক টিভি সাক্ষাৎকারে বিবাহ পূর্ব যৌনতা নিয়ে প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেছিলেন সুস্মিতা সেন৷ এরপরই তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় এক আইনজীবী৷ তবে নিম্ন আদালত সেই মামলা খারিজ করে দেয়৷ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদালতের সেই রায় বহাল রেখেছেন৷ আদালতের বিচারক জিএম আকবর বলেন, সুস্মিতা সেন যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত জীবন সংশ্লিষ্ট, এবং এটা তাঁর ব্যক্তিগত মতামত৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ