1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াজের ভালো-মন্দ যাচাই করবে ইসলামিক ফাউন্ডেশন

হারুন উর রশীদ স্বপন
২০ জানুয়ারি ২০২১

ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য নিষিদ্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিস দিয়েছেন এক আইনজীবী৷ এর পরিপ্রেক্ষিতে ওয়াজ মনিটরিংয়ে কমিটি গঠন করার কথা ভাবছে ইসলামিক ফাউন্ডেশন৷

প্রতীকী ছবিছবি: Getty Images/Allison Joyce

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান ১৮ জানুয়ারি সরকারের চারটি সংস্থাকে পাঠানো নোটিশে অভিযোগ করেছেন, ওয়াজ মাহফিল ও ধর্মীয় বক্তৃতায় নানা ধরনের কাল্পনিক গল্প বা রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করা হচ্ছে৷ কারো বক্তব্য জঙ্গিবাদ উসকে দিচ্ছে৷  ওয়াজে  নানা ধরনের গল্প ও কবিতা বলা হয়ে থাকে যা ইসলামের সাথে যায় না৷ তাই আগামী ৩০ দিনের মধ্যে ওয়াজের মধ্যে এগুলো নিষিদ্ধ করতে তিনি মন্ত্রিপরিষদ সচিব, ধর্মমন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে নোটিশ দিয়েছেন তিনি৷ এগুলো বন্ধের ব্যবস্থা না করলে তিনি আইনের আশ্রয় নিয়ে হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন৷

অ্যাডভোকেট মাহমুদুল হাসান বলেন, ''বাংলাদেশ সংবিধানের ২ (ক) অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম৷ তাই ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষা করা এবং ইসলাম ধর্ম সঠিকভাবে প্রচার করা সরকারের আবশ্য দায়িত্ব৷ বিভিন্ন ওয়াজ মাহফিল ও ধর্মীয় বক্তৃতায় বক্তারা যেন পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের রেফারেন্স উল্লেখ করে বক্তব্য দেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য পরিহার করেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া দরকার৷''

তিনি প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীদের কোরআন ও বিশুদ্ধ হাদিস গ্রন্থের অনুবাদ পড়ানো বাধ্যতামূলক করারও দাবি জানিয়েছেন৷

তার কাছে ওয়াজ মাহফিলে অসত্য ও কল্পকাহিনী প্রচারের সুনির্দিষ্ট উদাহরণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমি কারো নাম উল্লেখ করে কিছু বলতে চাই না৷ আপনার ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অনেক উদাহরণ পাবেন৷’’

‘জনবল ও লজিস্টিক-এর অভাবে মনিটরিং করতে পারছি না’

This browser does not support the audio element.

ফাইজার টিকার আবিষ্কারক তুরস্কের ফাইজার!

সাম্প্রতিক সময়ে একজন মাওলানার করোনা টিকা নিয়ে একটি বক্তব্য বেশ হাস্যরসের সৃষ্টি করেছে৷ তিনি ওয়াজে বলেছেন, ফাইজারের টিকা আবিস্কার করেছে তুরস্কের ফাইজার নামে ১৭ বছরের এক কিশোর৷ এর আগে তিনিই বলেছিলেন, করোনার টিকায় মাইক্রো চিপস আছে, যার মাধ্যমে মুসলামানদের সব তথ্য নিয়ে যাওয়া হবে৷ করোনা শুরুর প্রথম দিকে একজন ওয়াজে বলেছিলেন, করোনায় মারা গেলে তিনি শহীদ হিসেবে গণ্য হবেন৷ তাই করোনার চিকিৎসার প্রয়োজন নেই৷

ভুল ও বিভ্রান্তিকর তথ্যের কিছু কারণ

বিশিষ্ট ওয়াজেরিন মাওলানা হাবিবুর রহমান মিসবাহ বলেন, ‘‘ওয়াজে যে কিছু বিভ্রান্তিকর তথ্য দেয়া হয় না তা নয়৷ কিছু তরুণ ওয়াজেরিন আবেগপ্রবণ হয়ে এটা করেন৷ আর ফেসবুক ও ইউটিউবের যুগে তারা জনপ্রিয়তা বাড়াতেও কিছু গাল-গল্প করেন৷ এগুলো পরিহার করা প্রয়োজন৷ তরুণ কিছু ওয়াজেরিনের জ্ঞানের গভীরতা কম থাকায় এরকম হয়৷''

তবে ওয়াজে সরকারবিরোধী বক্তব্যের ব্যাপারে তার ভিন্নমত আছে৷ তিনি বলেন, "ওয়াজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলা হয়৷ এটাতো বলতে হবে৷ অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বললে যদি সরকারবিরোধিতা বলা হয় তা আমার কাছে গ্রহণযোগ্য নয়৷”

তার মতে, "ভাস্কর্য আর মূর্তি একই জিনিস৷ মূর্তি ইসলামে হারাম। তাই মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে৷ তবে আমাদের কাজ হলো এটা বলা, কোনো উগ্রতা সৃষ্টি আমাদের কাজ নয়৷”

‘ফেসবুক ও ইউটিউবের যুগে জনপ্রিয়তা বাড়াতেও কিছু গাল-গল্প করেন’

This browser does not support the audio element.

পর্যবেক্ষণে ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশন এরইমধ্যে ওয়াজ মনিটিরিংয়ের চিন্তা করছে বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আনিস মাহমুদ৷ তিনি বলেন.  ‘‘তবে এই মূহুর্তে আমরা মনিটরিং করতে পারছি না। কারণ, আমাদের জনবল ও লজিস্টিক-এর অভাব আছে৷’’

তিনি জানান, দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদদের নিয়ে একটি প্যানেল করতে চাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন৷ তারা সারাদেশের ওয়াজে যদি ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়, তাহলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানাবে৷ এরপর ফাউন্ডেশন ব্যবস্থা নেবে৷ আর ফাউন্ডেশনের গবেষণা সেলের লোকবল বাড়িয়ে একটি মনিটরিং সেলও করা হবে বলে জানান তিনি৷

মাওলানা হাবিবুর রহমান মিসবাহ বলেন,‘‘মনিটরিং সেলে আমাদের আপত্তি নেই৷ তবে তা সরকারের পছন্দের লোকজন নিয়ে করলে হবে না৷ সবার কাছে গ্রহণযোগ্য দেশের বিশিষ্ট  আলেম-ওলামাদের নিয়ে এটা করতে হবে৷’’

প্রসঙ্গত, দুই বছর আগে ওয়াজ নিয়ে সরকারের একটি গোয়েন্দো সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত একটি প্রতিবেদন দিয়েছিল৷ তখনও মনিটরিং সেল গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু এতদিনেও তা হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ