1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ান-ম্যান ব্যান্ড!

১৩ জুন ২০১৮

হাতে গিটার, মুখে হারমোনিকা, পিঠে ড্রামস৷ সেই ড্রামস আবার বাজাতে হচ্ছে পায়ে বেঁধে রাখা সুতা দিয়ে৷ এমন এক গানের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷

Symbolbild - Orchester
ছবি: Imago/Imagebroker

বব ডিলানের গানের কথা তো অনেকেরই মনে আছে৷ মুখে হারমোনিকা নিয়ে হাতে গিটার বাজিয়ে গান৷ কিন্তু তাই বলে পিঠে ড্রামস নিয়ে, পায়ের সাথে ড্রামস্টিক সুতা দিয়ে বেঁধে প্রফেশনাল ব্যান্ডের মতো গান গাইতে কাউকে দেখেছেন? না দেখে থাকলে এবার দেখে নিন৷

ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ভারতের বিজনেস টাইকুন মাহিন্দ্র গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান আনান্দ মাহিন্দ্র৷

টুইটে তিনি বলেছেন, যে বন্ধুর কাছ থেকে তিনি এই ভিডিও পেয়েছেন, তিনি জানেন না ভিডিওর এই মেধাবী ব্যক্তি কোথায় থাকেন৷ তবে ভারতের উত্তর-পূর্বের কোন এলাকায় তার বাস বলে ধারণা করা হচ্ছে৷

ভিডিওতে দেখা যায়, তিনটি যন্ত্র একসাথে বাজানোর পাশাপাশি তালে তালে গানও গাচ্ছেন সেই ব্যক্তি৷ টুইটে এই ব্যক্তিকে খুঁজে বেরার আহ্বান জানিয়েছেন আনান্দ৷ পাশাপাশি আশ্চর্য এই ঘটনা ঘটানোর জন্য পুরষ্কৃত করারও ঘোষণা টুইটারে দিয়েছেন তিনি৷

এরই মধ্যে ভিডিওটি রিটুইট হয়েছে তিন হাজারেরও বেশিবার৷

এডিকে/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ