হাতে গিটার, মুখে হারমোনিকা, পিঠে ড্রামস৷ সেই ড্রামস আবার বাজাতে হচ্ছে পায়ে বেঁধে রাখা সুতা দিয়ে৷ এমন এক গানের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷
বিজ্ঞাপন
বব ডিলানের গানের কথা তো অনেকেরই মনে আছে৷ মুখে হারমোনিকা নিয়ে হাতে গিটার বাজিয়ে গান৷ কিন্তু তাই বলে পিঠে ড্রামস নিয়ে, পায়ের সাথে ড্রামস্টিক সুতা দিয়ে বেঁধে প্রফেশনাল ব্যান্ডের মতো গান গাইতে কাউকে দেখেছেন? না দেখে থাকলে এবার দেখে নিন৷
ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন ভারতের বিজনেস টাইকুন মাহিন্দ্র গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান আনান্দ মাহিন্দ্র৷
টুইটে তিনি বলেছেন, যে বন্ধুর কাছ থেকে তিনি এই ভিডিও পেয়েছেন, তিনি জানেন না ভিডিওর এই মেধাবী ব্যক্তি কোথায় থাকেন৷ তবে ভারতের উত্তর-পূর্বের কোন এলাকায় তার বাস বলে ধারণা করা হচ্ছে৷
ভিডিওতে দেখা যায়, তিনটি যন্ত্র একসাথে বাজানোর পাশাপাশি তালে তালে গানও গাচ্ছেন সেই ব্যক্তি৷ টুইটে এই ব্যক্তিকে খুঁজে বেরার আহ্বান জানিয়েছেন আনান্দ৷ পাশাপাশি আশ্চর্য এই ঘটনা ঘটানোর জন্য পুরষ্কৃত করারও ঘোষণা টুইটারে দিয়েছেন তিনি৷
এরই মধ্যে ভিডিওটি রিটুইট হয়েছে তিন হাজারেরও বেশিবার৷
এডিকে/ডিজি
বিখ্যাত সংগীত তারকাদের বিখ্যাত সন্তানরা
ডিলান থেকে সিনাত্রা: অনেকে সংগীত তারকার সন্তানরা তাদের বাবামায়ের মতোই একই পেশায় নাম কুড়াচ্ছেন৷ চলুন দেখে নিই এরকম কয়েকজনকে৷
ছবি: picture alliance/Photoshot
জ্যাকব ডিলান
বব ডিলানের ছোট ছেলে জ্যাকব তার বাবার সাফল্যের ধারেকাছেও পৌঁছাতে না পারলেও সংগীতশিল্পী হিসেবে বেশ খানিকটা নাম কুড়িয়েছেন৷ ইতোমধ্যে ‘দ্য ওয়ালফ্লাওয়ার্স’ রক ব্যান্ডের শিল্পী হিসেবে দু’বার গ্র্যামি জিতেছেন তিনি৷
ছবি: picture-alliance/AP Photo/E. Agostini
নোরা জোনস
অ্যামেরিকার সংগীতশিল্পী গীতালি জোনস শঙ্কর এখন নোরা জোনস নামে পরিচিত৷ তাঁর বাবা হচ্ছেন পণ্ডিত রবি শঙ্কর৷ ‘কাম অ্যাওয়ে উইথ মি’ অ্যালবাম দিয়ে ক্যারিয়ার শুরু করা ৩৭ বছর বয়সি এই শিল্পী ইতিমধ্যে গ্র্যামিও জিতেছেন৷
ছবি: picture-alliance/dpa Sascha Radke
জেফ বাকলি
একজন সংগীতশিল্পী এবং গীতিকার হিসেবে বাবা টিম অনেক সুনাম কুড়িয়েছিলেন৷ তাঁর ছেলে জেফ একটা অ্যালবামই বের করার সুযোগ পেয়েছিলেন৷ সেটা সফল হয়েছিল৷ কিন্তু তারপর পানিতে ডুবে মারা যান তিনি, বয়স হয়েছিল ত্রিশ৷
ছবি: picture-alliance/AP Photo/Sony Legacy
ন্যান্সি সিনাত্রা
ন্যান্সি সিনাত্রার ক্যারিয়ার তুঙ্গে ওঠে গত শতকের ষাটের দশকে৷ ‘দিস বুটস আর মেইড ফর ওয়াকিং’ গোটা বিশ্বে টপচার্টে জায়গা করে নিয়েছিল৷ বাবা ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে গাওয়া তাঁর একটি গানও খুব জনপ্রিয়তা পায়৷
ছবি: Getty Images/Keystone Features
ইলিয়ট সামনার
ইলিয়ট সামনারের বাবা গর্ডন সামনার বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী৷ ইলিয়টও বাবার মতো সফল্যের দিকে আগাচ্ছে৷ ২০১১ সালে তাঁর ‘আই ব্লেইম কোকো’ গানটি সাড়া জাগিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
জুলিয়ান লেনন
‘হেই জুড’ গানটি দিয়ে জুলিয়ানের কথা প্রথম জেনেছিল বিশ্বের মানুষ৷ বাবা জন লেননের সঙ্গে তাঁর মায়ের ছাড়াছাড়ির পর ছোট্ট জুলিয়ানের উদ্দেশ্যে গানটা লিখেছিলেন বিটলসের পল ম্যাককার্টনি৷ বাবার মতোই অসাধারণ সংগীত প্রতিভার অধিকারী জুলিয়ান লেনন৷
ছবি: picture-alliance/PA Wire/I. West
মাইলি সাইরাস
তরুণ প্রজন্মের মাঝে মাইলি যতটা খ্যাতি কুড়িয়েছেন বয়োজ্যেষ্ঠরা তার উপর ততটাই ক্ষিপ্ত বলে মনে হয়৷ মাঝেমাঝেই উদ্ভট সব কাজ করে আলোচনায় আসেন মাইলি সাইরাস৷ বিখ্যাত ‘কান্ট্রি শিল্পী’ বিলি রে সাইরাস তাঁর মেয়ের সাফল্য কিভাবে দেখছেন সেটা ভাবার বিষয়৷