1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ার্নকে ছাড়া ক্রিকেট যেন পানসে হয়ে গেল

২১ মে ২০১১

ক্রিকেট মাঠ থেকে একেবারে অবসর নিয়ে ফেললেন শেন ওয়ার্ন৷ শুক্রবার আইপিএল এ রাজস্থান রয়্যালস এর হয়ে শেষবারের মত ক্রিকেট মাঠে নামলেন এই অস্ট্রেলীয় স্পিন যাদুকর৷

বিদায় নিচ্ছেন স্পিন উইজার্ডছবি: AP

ওয়ার্নের ক্রিকেট প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই৷ কিন্তু ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে এতবেশি খবরের শিরোনাম আর কোন ক্রিকেটারও হতে পারেন নি৷ তার দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের বাইরেও ছিল নানা স্ক্যান্ডাল৷ কী নেই তাতে, বাজিকরের সঙ্গে যোগাযোগ, মাদক কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, বিবাহ বিচ্ছেদ, প্রেম-ভালোবাসা, সব মিলিয়ে ওয়ার্নের ক্যারিয়ার ছিলো যেন অনেকটা চলচ্চিত্র তারকাদের মতই ঘটনাবহুল৷ বর্ণবাদী মন্তব্য করেও মিডিয়ার খোরাক হয়েছিলেন এই ৪১ বছর বয়সী ক্রিকেট তারকা৷ এই তো কিছুদিন আগে হলিউড তারকা লিজ হার্লির সঙ্গে ওয়ার্নের নতুন প্রেমের চটুল খবর জায়গা করে নেয় সংবাদ মাধ্যমগুলোতে৷ আর উল্টো পাল্টা কথা বলে জরিমানা, সেটা তো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার৷ ভবিষ্যতে আরও কত খবর জন্ম দেবেন ওয়ার্ন, সেটা কেই-বা বলতে পারে?

লিজ হার্লির সঙ্গে প্রেম চলছে ওয়ার্নেরছবি: picture alliance / dpa

তবে ওয়ার্ন ছাড়া ক্রিকেটটাও যেন অনেকটা পানসে হয়ে যাবে৷ মায়াবী স্পিন দিয়ে ব্যাটসম্যানদের কাবু করতে আর তাকে কখনই দেখা যাবে না৷ দেখা যাবে না ক্রিকেটের পিচে তার রহস্যময়ী লেগ ব্রেক আর ফ্লিপার৷ কিন্তু মহাশয়ের নাম ওয়ার্ন, বিতর্ক তৈরিতে তিনি বরাবরই পটু৷ তাই ক্রিকেট ছাড়লেও খবর যে তাকে পিছু ছাড়বে না সেটা বলে দেওয়া যায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ