1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ওয়ার্ল্ড ডক্টর্স অর্কেস্ট্রা'

ফিলিপ হাউমান/আরবি৪ অক্টোবর ২০১৩

সংগীত শুধু মানুষের মনোরঞ্জনই করে না, করতে পারে আরো অনেক কিছু৷ ‘ওয়ার্ল্ড ডক্টর্স অর্কেস্ট্রা' সেটাই প্রমাণ করেছে৷ বছরে দুইবার এই শিল্পীগোষ্ঠীর ১০০ সদস্য তাদের অ্যাপ্রোন খুলে পরেন অনুষ্ঠানের পোশাক৷

ছবি: DW/P. Schröder

ইন্টারনিস্ট ও সংগীত নির্দেশক স্টেফান ভিলিশের পরিচালনায় প্রতিবছর সারা বিশ্বের সংগীতপ্রেমী ডাক্তাররা মিলিত হন৷ পরিবেশন করেন কনসার্ট৷ অনুষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তা চিকিত্সকরা নিজের পকেটে ভরেন না৷ চিকিত্সা প্রকল্পগুলির কাজে লাগান৷

একটি অসাধারণ উদ্যোগ

এই অসাধারণ উদ্যোগটি গড়ে তোলেন বার্লিনের ডাক্তার স্টেফান ভিলিশ৷ সংগীতের প্রতি তাঁর ভালোবাসা অনেক আগে থেকেই৷ ছেলেবেলাতেই বেহালা বাজানো শেখেন তিনি৷ এরপর শেখেন পিয়ানো ও সংগীত নিরদেশনা৷ স্কুল শেষ করে সংগীত নিয়ে পড়াশোনা করেন স্টেফান ভিলিশ৷ সেই সময় হঠাৎ তাঁর মনে হয়, ‘‘আমি যদি সংগীতকে পেশা হিসাবে নেই, তাহলে এই শিল্পের প্রতি আবেগটা হারিয়ে ফেলবো৷''

ভিলিশ তাই দ্রুত সিদ্ধান্ত নেন, শুরু করেন ডাক্তারি পড়া৷ এরপর গড়িয়ে গেছে বেশ কয়েক বছর৷ এখন তিনি বার্লিনের শারিটে ক্লিনিকে ইন্টারনিস্ট হিসাবে কাজ করছেন৷ অবসরে চালিয়ে যাচ্ছেন সংগীত চর্চা৷ একদিন লক্ষ্য করেন, অনেক সহকর্মীও অবসরে সংগীত সাধনা করেন৷ আর তাই মাথায় খেলে যায় এক আইডিয়া৷ ২০০৭ সালে গড়ে তোলেন ‘ওয়ার্ল্ড ডক্টর্স অর্কেস্ট্রা'৷ এতে সম্পৃক্ত করেন সারা বিশ্বের আগ্রহী সংগীতপ্রেমী ডাক্তারদের৷ ২০০৮ সালে বার্লিন ফিলহারমোনিকে প্রথম কনসার্টটি পরিবেশন করা হয়৷

কনসার্টে পাওয়া অর্থ দিয়ে একটি আঞ্চলিক ও একটি আন্তর্জাতিক প্রকল্পকে সহায়তা করা হয়ছবি: DW/P. Schröder

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত শিল্পীদের এই দলটি অ্যামেরিকা, আর্মেনিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকায় সংগীত পরিবেশন করে৷ এছাড়া বার্লিনে তো প্রতিবছরই একটি চ্যারিটি কনসার্ট করছে এই ঐকতান বাদকদল৷

জনকল্যানটা মুখ্য বিষয়

স্টেফান ভিরিশের কাছে এক্ষেত্রে জনকল্যানটা মুখ্য বিষয়৷ কনসার্টে পাওয়া অর্থ দিয়ে একটি আঞ্চলিক ও একটি আন্তর্জাতিক প্রকল্পকে সহায়তা করা হয়৷ এছাড়া ‘ওয়ার্ল্ড ডক্টর্স অর্কেস্ট্রা' উন্নয়নশীল দেশগুলির চিকিত্সা ব্যবস্থার ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে চায়৷ তাদের দানের হাত প্রসারিত করাতে চায়৷ আজ ডাক্তার-শিল্পীদের এই দলটিতে ৪০টি দেশের ৭০০ সদস্য রয়েছেন৷ পাঁচ ভাগের এক ভাগই জার্মান সদস্য৷

অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে ডাক্তাররা অংশগ্রহণ করেন বলে পরিকল্পনা ও প্রস্তুতির জন্য বেশ সময় লাগে৷ ‘‘কোথায়, কখন এবং কোন সংগীত পরিবেশন করা হবে সে ব্যাপারে ‘চিকিত্সক-শিল্পী'-দের অনেক আগে থেকেই জানানো হয়৷ কয়েক সপ্তাহ কখনও বা কয়েক মাস আগে থেকেই আমরা এশিয়া, আফ্রিকা কিংবা অ্যামেরিকার অংশগ্রহণকারীদের সংগীতের স্বরগ্রাম পাঠিয়ে থাকি৷ যাতে তাঁরা চর্চা করতে পারে'', বলেন স্টেফান ভিরিশ৷

অনুশীলনের জন্য কম সময়

অবশেষে যে শহরে কনসার্ট পরিবেশন করা হবে, সেখানে শিল্পী ডাক্তাররা একত্রিত হন৷ একসাথে অনুশীলনের জন্য সময় বেশি থাকে না৷ তবে এটা কোনো সমস্যা নয়৷ বলেন সংগীত নির্দেশক স্টেফান ভিরিশ৷ ‘‘ডাক্তাররা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত৷ আর আমরা সংগীত ভালোবাসি বলে বিষয়টিকে কোনো কাজ মনে হয় না৷''

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত শিল্পীদের এই দলটি অ্যামেরিকা, আর্মেনিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকায় সংগীত পরিবেশন করেছবি: Miriam Dörr - Fotolia.com

স্টেফান ভিরিশ ব্যাখ্যা করে জানান, কেন অনেক ডাক্তার সংগীত চর্চা করেন৷ চিকিৎসা ও সংগীত এই দুটি ক্ষেত্রই সূক্ষ্ম কাঠামোর ওপর গড়ে ওঠে৷ দুই জায়গাতেই কাজ করতে হয় আবেগ, আত্মনিষ্ঠা ও দরদ দিয়ে৷ এছাড়া পেশাগত জীবনে রোগ ও মৃত্যু নিয়ে কাজ করতে হয় বলে অনেক চিকিত্সক সংগীতের মাঝে প্রশান্তি খুঁজে পান৷

চিকিত্সা ক্ষেত্রেও সংগীতের বিশেষ ভূমিকা রয়েছে৷ স্টেফান ভিরিশের মতে মিউজিক থেরাপি আবার পুনরুজ্জীবিত হচ্ছে৷ এই থেরাপির মাধ্যমে কোনো কোনো অসুখকে আয়ত্তে আনা যায়৷ যেমন ক্লাসিকাল সংগীত উচ্চরক্তচাপ কমায়৷ ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষরা ভাষা হারিয়ে গেলেও সংগীতের মাধ্যমে বহুদিন বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগটা রাখতে পারেন৷ ভিরিশের বিশ্বাস ভবিষ্যতে সংগীত থেরাপিকে আধুনিক চিকিত্সায় সম্পৃক্ত করা যাবে৷

এই বছরের বেটোফেন উৎসব উপলক্ষ্যে ‘ওয়ার্ল্ড ডক্টর্স অর্কেস্ট্রা' একটি চ্যারিটি শো করেছে৷ টিকিট বিক্রির অর্থ জার্মান দন্ত চিকিত্সকদের উদ্যোগ ‘ডেন্টিস্টস ফর আফ্রিকা' প্রকল্পে কাজে লাগানো হবে৷ এছাড়া সহায়তা করা হবে বন ইউনিভার্সিটি ক্লিনিকের শিশু বিভাগকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ