1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনে পুরনো মর্যাদা ফিরে পেল ইইউ

৪ মার্চ ২০১৯

সম্প্রতি যুক্তরাষ্ট্র সে দেশে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধির মর্যাদা কোনো দেশের রাষ্ট্রদূতের চেয়ে কমিয়ে আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সমান করেছিল৷ সোমবার আবারও তার আগের মর্যাদা ফিরে পেল ইইউ৷

Symbolbild EU USA Flagge
ছবি: picture alliance/chromorange/C. Ohde

আঠাশটি দেশের সমন্বয়ে গঠিত বা ইইউ-র রাষ্ট্রদূত ডেভিড ও'সুলিভান ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের রাষ্ট্রদূতের সমান মর্যাদা পেতেন৷ কিন্তু সম্প্রতি তাঁর মর্যাদা কমিয়ে আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সমান করা হয়েছিল৷

গত বছরের শেষ দিকে কয়েকটি অনুষ্ঠানে ওয়াশিংটনে ইইউর রাষ্ট্রদূত ও'সুলিভানকে আমন্ত্রণ না জানানোয় বিষয়টি প্রথম ‘ইইউ'-র নজরে আসে৷

এরপর ৫ ডিসেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজকরা ‘ইইউ'-র মর্যাদা কমানোর বিষয়টি নিশ্চিত করেন৷

কিন্তু সোমবার ইউরোপীয় ইউনিয়নের মার্কিন প্রতিনিধি গর্ডন সন্ডল্যান্ড জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইইউ'র পুরনো মর্যাদা বহাল করছে৷ বিষয়টি নিয়ে একটি টুইটও করেন তিনি৷

কেন গুরুত্বপূর্ণ ইউ?

‘‘অ্যামেরিকার জন্য ইইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন৷ বিশ্বের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ইইউ'র ভূমিকা মূল্যবান,'' এমনটাই মনে করেন সন্ডল্যান্ড৷

মর্যাদা কমানোর বিষয়টি ইইউ কূটনীতিকদের নজরে আসলে এই নিয়ে তাঁরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন৷

এবিষয়ে ইইউ কূটনীতিকদের একজন জানান, ‘‘তাঁরা আমাদের বলেছেন যে, তাঁরা আমাদের জানাতে ভুলে গেছেন৷ এবং তাঁরা এেই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ চিফ অফ প্রটোকল মনে করেন, এটাই ঠিক সিদ্ধান্ত৷''

মর্যাদা ফেরানোর পাশাপাশি সোমবারই ইইউ'র সাবেক মানবাধিকার বিষয়ক প্রতিনিধি স্টাভরোস লামব্রিনিদিস মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন৷

এসএস/জেডএইচ (এপি, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ