1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনে বৈঠকে বসছেন ট্রাম্প-জেলেনস্কি

১৮ আগস্ট ২০২৫

বৈঠকে জেলেনস্কির সঙ্গে থাকবেন ইউরোপের একাধিক নেতা। অ্যামেরিকার দাবি কিয়েভের সুরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে ক্রেমলিন।

ট্রাম্পের অফিসের সামনে অ্যামেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্ট
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকছবি: Ben Curtis/AP Photo/picture alliance

সোমবার ওয়াশিংটনে মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগ দেবেন।

পুটিনের পঁচিশ বছর

02:52

This browser does not support the video element.

গত শুক্রবার ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠক থেকে বেরিয়ে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু সোমবারের বৈঠকের আগে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ওই দিনের আলোচনা থেকে কিছু সদর্থক বিষয়ও সামনে এসেছে। জেলেনস্কির সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলি সামনে আনা হবে। বস্তুত, ক্রেমলিন কিয়েভের সুরক্ষার বিষয়টি নিয়ে সদর্থক মনোভাব দেখিয়েছে বলে অ্যামেরিকা দাবি করেছে। 

রাশিয়ার অবস্থান

রাশিয়ার কূটনীতিক মিখাইল উলিয়ানভ ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কিয়েভকে যে সুরক্ষার গ্যারান্টি দিতে হবে, একথা রাশিয়া মানে। তবে একইসঙ্গে রাশিয়া নিজেদের সুরক্ষারও গ্যারান্টি চায়। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়া চালু হওয়া মুশকিল। 

জেলেনস্কির অবস্থান

ইউক্রেনের সুরক্ষার গ্যারান্টি নিয়ে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। এবিষয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। যেখানে জেলেনস্কি লিখেছেন, ওয়াশিংটনে বৈঠকের আগে ব্রাসেলসের সমস্ত নেতাকে আমি ধন্যবাদ জানাই।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো জানিয়েছেন, সোমবারের বৈঠকে তারা ট্রাম্পের কাছে জানতে চাইবেন, অ্যামেরিকা ইউক্রেনকে কতটা সুরক্ষা দিতে প্রস্তুত। ইউক্রেনের সুরক্ষা নির্ভর করবে ন্যাটো ইউক্রেনকে কতটা সাহায্য করবে, তার উপর। অ্যামেরিকা কি সে বিষয়ে গ্যারান্টি নিশ্চিত করতে পারবে? মাক্রোঁর আশঙ্কা, রাশিয়া এই যুদ্ধ শেষ করতে এখনো ইচ্ছুক নয়। 

মাক্রোঁর বক্তব্য, একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে। কোনোভাবেই নিজেদের দুর্বল দেখানো যাবে না। একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধানের বিষয়ে ফ্রান্সকে সমর্থন করেছে যুক্তরাজ্য। মাক্রোঁ বলেছেন, ''আজ যদি আমরা রাশিয়ার সামনে নিজেদের দুর্বল দেখাই, তাহলে ভবিষ্যতে আরো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে।''

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ