1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিপিডিয়ার প্রতিবাদ

৪ জুলাই ২০১৮

প্রস্তাবিত ইইউ কপিরাইট আইনের প্রতিবাদ জানিয়ে ইটালিতে কার্যক্রম বন্ধ করেছে উইকিপিডিয়া৷ তাঁরা বলছে, এই আইনে ‘ইন্টারনেটের স্বাধীনতা' হুমকিতে পড়বে৷ তবে পত্রিকার মালিকরা বলছেন সাংবাদিকতার ভবিষ্যৎ রক্ষায় এই আইন জরুরি৷

Startseite Wikipedia Italien
ছবি: wikipedia.org

উইকিপিডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইটালিয়ান ভার্সনটি দুই দিনের জন্য বন্ধ থাকবে৷ ইন্টারনেটে তথ্যের লাইসেন্সের ব্যাপারে নতুন করে বিধিনিষেধ জারি করার চিন্তাভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন৷ সমালোচকরা বলছেন, এতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পুলিশেক কাছে আরো বেশি জবাবদিহি করতে হবে৷

বন্ধ করে দেয়া ওয়েবসাইটে এখন লেখা রয়েছে, ‘হুমকিতে ইন্টারনেটের স্বাধীনতা'৷ প্রচলিত শাসনব্যবস্থাবিরোধী ফাইভ স্টার মুভমেন্টের নেতা এবং দেশটির উপপ্রধানমন্ত্রী লুইজি ডি মাইও জানিয়েছেন, এই প্রতিবাদে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে৷

উইতিপিডিয়া ইটালির মুখপাত্র মাউরিৎসিও কোডোনিও সরকারের এ সমর্থনকে স্বাগত জানিয়েছেন৷ ইটালির সংবাদ সংস্থা এএনএসএকে তিনি বলেছেন, ‘‘আমরা আশা করি, ইউরোপীয় পার্লামেন্টে দলটির যে প্রতিনিধিরা আছেন, তাঁরাও মাইওর সাথে একমত৷'' ৫ জুলাই ইউরোপীয় পার্লামেন্টে এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে৷

Digital visionary - Jimmy Wales

03:52

This browser does not support the video element.

ইউরোপীয় পার্লামেন্ট অবশ্য বলছে, এনসাইক্লোপিডিয়া ক্যাটাগরিতে পড়ায় এই আইনে উইকিপিডিয়া অন্তর্ভূক্ত হবে না৷ কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, অন্য যেসব প্রতিষ্ঠান এই আইনে ক্ষতিগ্রস্ত হবে, তাঁদের সমর্থনেই এই প্রতিবাদ৷ কোডোনিও বলছেন, উইকিপিডিয়া ‘‘শুধু নিজেদের বাঁচাতে নয়, বরং মুক্ত ইন্টারনেটের পক্ষে'' লড়াই করছে৷এক প্রতিবাদলিপিতে উইকিপিডিয়া ছাড়াও ৭০ জন কম্পিউটার বিজ্ঞানী, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি, ১৬৯ জন শিক্ষাবিদ এবং ১৪৫ জন মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীও প্রস্তাবিত আইনের নিন্দা জানিয়েছেন৷

‘সাংবাদিকতা রক্ষা পাবে'

উইকিপিডিয়ার ঠিক বিপরীত অবস্থানে দাঁড়িয়েছেন সংবাদপত্রের প্রকাশকরা৷ ইউরোপিয়ান নিউজপেপার পাবলিশার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্লো পেরোনে উলটো দুষছেন উইকিপিডিয়াকেই৷ তিনি বলছেন প্রতিষ্ঠানটি তথ্য চুরি এবং সাংবাদিকতার নৈতিকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না৷

তিনি বলছেন, ‘‘উইকিপিডিয়ার শুধু কপিরাইট নিয়ে প্রশ্ন নয়, বরং তারা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র বিষয়ে আরো বড় বিতর্ক তৈরি করতে চাচ্ছে৷ গণমাধ্যমের অর্থনৈতিক স্থিতিশীলতা তাদেরকে হুমকিতে ফেলে দিচ্ছে৷ তাদের এ অবস্থান শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং ইউরোপীয় পার্লামেন্টের মতো সংস্থাকে প্রভাবিত করতে চাওয়ার অপচেষ্টা৷''

এলিজাবেথ শুমাখার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ