1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজের ভরসা ক্রিস গেইল

২৫ জানুয়ারি ২০১১

এক সময়ের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের সেই দিন এখন আর নেই৷ কিন্তু তারপরও ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ফেলে দেওয়া যায় না, অন্তত দলে যদি ক্রিস গেইল থাকেন৷

ক্রিসে গেইলছবি: AP

তাঁর সঙ্গে যোগ হয়েছেন রামনরেশ সারওয়ান৷ বহু দিন পর দলে ফিরলেন এই ম্যাচ উইনার ব্যাটসম্যান৷ ওয়েস্ট ইন্ডিজকে একাই ম্যাচ জিতিয়েছেন এই ধরণের ব্যাটসম্যান দলে এখন তিন জন৷ আগের দুইজনের পর যার কথা আসছে তিনি শিবনারায়ন চন্দরপল৷ ধীর গতির ব্যাটিং'এর জন্য টেস্ট ক্রিকেটার হিসেবেই ক্যারিয়ারের বেশিরভাগ পার করেছেন চন্দরপল৷ কিন্তু শেষ পর্যন্ত ওয়ানডে ব্যাটসম্যান হিসেবেও নিজেকে ঠিকই প্রমাণ করে ছেড়েছেন৷ শুরুতে যার কথা বলেছি, সেই ক্রিস গেইলের কথা আবারও বলতে হয়৷ কারণ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে সাধারণ মনে করা হয়, কিন্তু সেটা হয় গেইল আউট হওয়ার পরেই, তার আগে নয়৷ তাই বিশ্বকাপে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হয়, তাহলে গেইলকে আগে আউট করতে হবে, নইলে বিপক্ষের খবর আছে৷

অন্যদিকে বোলিং'এ খুব একটা আহামরি কেউ নেই এবার দলে৷ অধিনায়ক অলরাউন্ডার ড্যারেন সামিকে বল হাতে নিতেই হবে, তাঁর সঙ্গে রয়েছেন ডোয়াইন ব্র্যাভো৷ আর স্পিনার ডেভন স্মিথকেও কিছু একটা করে দেখাতে হবে৷ তবে সব মিলিয়ে ব্যটসম্যানদের ওপরই নির্ভর করছে সাবেক দুই বারের চ্যাম্পিয়নরা কতদূর যেতে পারে, সেটা৷

স্কোয়াড: ড্যারেন সামি (অধি.), আড্রিয়ান বারাথ, কার্লটন বাউফ (উই), সুলিমান বেন, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, ক্রিস গেইল, নিকিটা মিলার, কিয়েরন পোলার্ড, রবি রামপাল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনারেশ সারওয়ান, ডেভন স্মিথ৷

কোচ: ওটিস গিবসন, সাফল্য: চ্যাম্পিয়ন ১৯৭৫, ১৯৭৯, রানার্সআপ ১৯৮৩৷ ওডিআই অবস্থান: ৮৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ