1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজ পার, এবার অস্ট্রেলিয়া

১৮ জুন ২০১৯

দারুণ এক জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে৷ এবার অস্ট্রেলিয়ার পালা৷ সেই ম্যাচের জন্য একটু আগেই টনটনের হোটেল ছেড়েছে বাংলাদেশ দল৷ ডয়চে ভেলে তুলে ধরেছে সেই মুহূর্ত৷

England Cricket World Cup  Screenshot Facebook
ছবি: Facebook/dw.bengali

সোমবার সহজেই ওয়েস্ট ইন্ডিজের বাধা পার হয়েছে বাংলাদেশ৷ সেমিফাইনালের পথে পরবর্তী বাধা অস্ট্রেলিয়া৷ বৃহস্পতিবারের সেই ম্যাচের জন্য ফুরফুরে মেজাজে টনটনের হলিডে হোটেল ছেড়েছে টাইগাররা৷ ডয়চে ভেলের ফেসবুক লাইভে আরাফাতুল ইসলাম তুলে ধরেছেন সেই মুহূর্তগুলো৷ হোটেলের সামনে বাস দাঁড়িয়ে, কড়া নিরাপত্তা, নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও প্রিয় তারকাদের একটু সান্নিধ্যের জন্য সমর্থকদের অপেক্ষা, ফটো সাংবাদিকদের ব্যস্ততা – সবই উঠে এসেছে এই লাইভে৷

মাশরাফি, সাকিব, তামিমদের সঙ্গে কথা বলার চেষ্টা ছিল সাংবাদিকদের৷ কিন্তু আইসিসির কোড অব কন্ডাক্ট বাধ সেধেছে৷ তাই বলে ছবি তোলার আহ্বানে সাড়া দিতে ভোলেননি আত্মবিশ্বাসে ভরপুর ক্রিকেটাররা৷ বাসে ওঠার আগে সমর্থকদের সঙ্গেও সেলফিও তুলেছেন তাঁরা৷

সব মিলিয়ে চাপমুক্ত, আত্মবিশ্বাসী একটা দলকেই দেখা গেল টনটনে৷ নটিংহামেও থাকছে সেই আত্মবিশ্বাস৷ দরকার শুধু মাঠের পারফর্ম্যান্সে ধারাবাহিকতা৷ রেকর্ড যা-ই বলুক, টনটনের জয়ে জেগে ওঠা বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্যও বড় হুমকি তো বটেই!

এসিবি/এমকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ